Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলোচনা করো।

The post ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলোচনা করো। first appeared on Ask Master and is written by Ask Master.

ভারতের সংবিধান প্রধানত ব্রিটেনের সংবিধান অনুসরণে রচিত হয়েছে। ব্রিটেনে তথাকথিত লিখিত সংবিধান নেই। ইংল্যান্ডের সংবিধানের পরিপূর্ণ পরিচয় পেতে হলে বিভিন্ন সময়ের সনদ, চুক্তি, বিধিবদ্ধ আইন, বিচারের নজীর, প্রথাগত রীতিনীতি ও আচার-ব্যবহার প্রভৃতির সমন্বয়ে গঠিত সংবিধানের সামগ্রিক রূপ বিচার করতে হবে।

ব্রিটিশ সংবিধানের উৎস [Sources of the British Constitution]

ব্রিটিশ সংবিধান অসংখ্য উপাদানে গড়ে উঠেছে। উপাদানগুলির মধ্যে সাংবিধানিক আইন (Law of the Constitution) এবং সাংবিধানিক রীতিনীতি (Conventions of the Constitution) উভয়ই রয়েছে। ঐতিহাসিক সনদ ও চুক্তিপত্র, বিধিবদ্ধ আইন, বিচার বিভাগীয় সিদ্ধান্ত এবং প্রথাগত আইনকে সাংবিধানিক আইনের শ্রেণীভুক্ত করা যায়। ব্রিটিশ সংবিধানের উৎস সমূহ নিম্নলিখিতভাবে আলোচনা করা হলো।

(১) সনদ (Charter): বিভিন্ন সময়ে গৃহীত ঐতিহাসিক সনদ বা চুক্তির উল্লেখ করা যেতে পারে। ১২১৫ খ্রিস্টাব্দের ‘মহাসনদ’ (Magna Carta), ১৬২৮ খ্রিস্টাব্দের ‘অধিকারের আবেদনপত্র’ (Petition of Right), ১৬৮৯ খ্রীস্টাব্দের ‘অধিকারের বিল’ (Bill of Rights), ১৭০০ খ্রীস্টাব্দের ‘মীমাংসার আইন’ (Act of Settlement) এবং অন্যান্য আরও গুরুত্বপূর্ণ দলিল ব্রিটেনের সাংবিধানিক বুনিয়াদ গড়ে তুলেছে।

(২) বিধিবদ্ধ আইন (Statutes): ব্রিটিশ সংবিধানের দ্বিতীয় উৎস হিসাবে পার্লামেন্টে গৃহীত কয়েকটি বিধিবদ্ধ আইনের উল্লেখ করা যায়। ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কে ১৫৭৯ সালের ‘হেবিয়াস কর্পাস’ (Habeas Corpus Act) আইন, ১৮৩১, ১৮৬৭, ১৮৬৯ ও ১৮৮৪ খ্রীস্টাব্দের সংস্কার আইন (Reforms Acts), ১৯১১ ও ১৯৪৯ খ্রিস্টাব্দের পার্লামেন্ট আইন, ১৯৩১ খ্রীস্টাব্দের ওয়েস্টমিনস্টার আইন, ১৯৪৮ খ্রীস্টাব্দের জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৪৭ সালের রাজমন্ত্রী আইন, ১৯৬৩ সালের ‘পীয়ারেজ অ্যাক্ট’ প্রভৃতি আইনগুলি উদাহরণ হিসাবে উল্লেখ করা যেতে পারে।

(৩) বিচার বিভাগীয় সিদ্ধান্ত (Judicial Decisions): সনদ ও বিধিবদ্ধ আইনের ব্যাখ্যা প্রসঙ্গে বিচারকরা বিভিন্ন ক্ষেত্রে আইনের সঠিক অর্থ নিরূপণ করতে চেষ্টা করেন। এইভাবে নতুন আইনের সৃষ্টি হয়েছে। অধ্যাপক ডাইসির মতে, সংবিধানের সাধারণ সূত্রগুলি ব্যক্তির অধিকার প্রতিষ্ঠার জন্য বিচারালয়ে আনীত মামলার সিদ্ধান্তের মাধ্যমেই গড়ে উঠেছে।

(৪) সংবিধান সম্পর্কে গ্রন্থ (Text book on Constitution): সংবিধান সম্পর্কে রচিত প্রামাণ্য গ্রন্থসমূহ ব্রিটেনের সংবিধানের উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে, যেমন— বেজহটের (Bagehot) ‘ইংল্যান্ডের সংবিধান’ (The English Constitution), অ্যানসনের (Anson) ‘সংবিধানের আইন ও রীতি’ (Law and Custom of the Constitution), ‘সংবিধানের আইন’ (Law of Constitution), আইভর জেনিংসের (Ivor Jennings) ‘আইন এবং সংবিধান’ (The Law and the Constitution), ‘ক্যাবিনেট শাসনব্যবস্থা’ (Cabinet Government) প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য।

(৫) প্রথাগত আইন (Common Law): প্রথাগত আইনের ভিত্তি হল প্রচলিত প্রথা ও রীতি-নীতি, যা আদালতের মাধ্যমে আইন বলে স্বীকৃতি লাভ করে। রাজকীয় বিশেষ ক্ষমতা, জুরীর সাহায্যে বিচার, বাক-স্বাধীনতা প্রভৃতি প্রথাগত আইনের অন্তর্ভুক্ত। প্রথম অবস্থায় প্রথাগত আইনকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা হত। কিন্তু প্রকৃতপক্ষে আইনগত স্বীকৃতি লাভ করে প্রথাগত আইন ব্রিটেনে ব্যক্তি-স্বাধীনতার রক্ষক এবং ব্রিটেনের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে স্বীকৃত হয়েছে।

(৬) শাসনতান্ত্রিক রীতিনীতি (Conventions): ব্রিটিশ সংবিধানের সবচেয়ে উল্লেখ করবার বিষয় হল শাসনতান্ত্রিক রীতিনীতি। এই শাসনতান্ত্রিক রীতিনীতির দ্বারা শাসন ব্যবস্থার বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয়। রাজার সঙ্গে মন্ত্রীদের সম্পর্ক, মন্ত্রীদের সঙ্গে পার্লামেন্টের সম্পর্ক, পার্লামেন্টের কার্যপদ্ধতি ও অধিবেশন সংক্রান্ত নিয়মকানুন প্রভৃতি অনেক বিষয় শাসনতান্ত্রিক রীতিনীতির অন্তর্ভুক্ত। শাসনতান্ত্রিক রীতিনীতি অনেকগুলি পারস্পরিক বোঝাপড়া ছাড়া কিছু নয়।

মূল্যায়ন [Evaluate]

কোন একটি লিখিত দলিলে সংবিধানের মৌলিক নীতি লিপিবদ্ধ না থাকলেও বিভিন্ন উপাদানের মধ্যে ব্রিটেনের সংবিধানের মূলভিত্তির সন্ধান পাওয়া যেতে পারে। ব্রিটেনের সংবিধানের অস্তিত্ব সম্পর্কে বিতর্ক প্রায় মূল্যহীন বলা যায়। ব্রিটেনের পুঁজিবাদী সমাজ কাঠামোর মধ্যে সংবিধান উদীয়মান বুর্জোয়া শ্রেণীর স্বার্থে একসময় স্বীকৃত হয়েছিল যা বর্তমান সময়েও বহমান। বুর্জোয়া রাজনৈতিক ধ্যান-ধারণার সঙ্গে সামঞ্জস্য করে ব্রিটেনের সংবিধান একটি আদর্শ উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ হিসাবে স্বীকৃত।

The post ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলোচনা করো। first appeared on Ask Master and is written by Ask Master.



This post first appeared on Ask Master, please read the originial post: here

Share the post

ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলোচনা করো।

×

Subscribe to Ask Master

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×