Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

নারী কি? নারীর মন - নারীতত্ত্বের দার্শনিক আত্মকথা


সূচিপত্রঃ নারী কি? নারীর মন - নারীতত্ত্বের দার্শনিক আত্মকথা

-নারী কি? নারী কি আত্মকেন্দ্রিক নাকি আত্মবিরোধী?

-নারী এক রহস্য - নারীর রহস্য তার দেহে নাকি মনে?

-নারী কি আত্মবিরোধী? - নিজের সম্মন্ধে নিজের কোন অভিমত নেই?

-পুরুষ নারীকে কি ভাবে? নারীর মন সম্পর্কে পুরুষের ভুল ধারণা

-শেষ কথা - ( নারীতত্ত্বের দার্শনিক আত্মকথা )

নারী কি আত্মবিরোধী? - নারীতত্ত্বের দার্শনিক আত্মকথা

প্রিয় পাঠক আজকের এই ব্লগপোস্টে  আমরা আলোচনা করব নারীর মন - নারী কি? নারী কি আত্নবাদী? নারীতত্ত্বের দার্শনিক আত্নককথা। মানুষের মন এক অদ্ভুত জিনিস, এ কথা আপনারা সবাই জানেন। একটা কথা হয়ত আপনারা শুনে থাকবেন মন এক মহাবিশ্ব। সত্যিই কি তাই! জ্বী মন এক মহাবিশ্ব। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে নারী কি? নারীর মন কি? নারী কি আত্নবাদী? নারী কতটা আত্নবিশ্বাসী? নারীর অন্যের মতামতের ওপর নিজেকে মাপে, কতটুকু তার সত্য? নারীরা কেন এত প্রশংসা খুজে? নারী কি আত্নবিরোধী?? এই সকল প্রশ্নগুলো যদি একজন নারীকে করা হয়, নারী এ প্রশ্নের বিন্যস্ত করতে পারেনা, কারণ নারী নিজেই জানেনা সে কি! তাহলে কিভাবে সে এই প্রশ্নগুলির উত্তর দিবে! নারীর মন - নারী কি? নারী কি আত্নবিরোধী? নারী কি আত্নবাদী? নারীর তত্ত্বের প্রশ্ন করায় নারী প্রশ্নগুলো উত্তর দিবে তো দূরের কথা বরং সে এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে রীতিমতে ঘাবড়ে যাবে। নারীর এই ঘাবড়ে যাওয়ার পিছনের আমি দোষ দিবো প্রশ্নকারীকে (পুরুষ), কারণ প্রশ্ন যেখানে করা হয় সেখানে উত্তরের খোঁজ প্রায় বোকামি, প্রশ্নের বিন্যাস্তকৃত উত্তর খুজতে হবে অন্য কোথাও। যাকে নিয়ে প্রশ্ন বা যেখানে প্রশ্ন করা হয়, সেখানে উত্তর না পেয়ে পুরুষ সমাজ চুল বিশ্লেষণ গবেষণা চালায় এবং জানতে চায় নারী কি আত্মকেন্দ্রিক? নারীর মন ; নারী কি? নারীর মধ্যে কি রহস্য রয়েছে? আসলেই নারী কি আত্নবিরোধী? নারীর প্রতি পুরুষের পিপাসা/আগ্রহ থেকে এই প্রশ্নগুলোর জন্ম এবং এ প্রশ্নগুলো উত্তর পেতে কত ঋষি মনিষী যোগি গবেষণা করেছেন, কত কবি লিখে গেছেন কবিতা। নারীকে নিয়ে কবিতা লিখে কত কবি বিগত হয়েছে, কত মানুষ নারীর রহস্য নিয়ে চিন্তা করেছেন, তবু কি শেষ হয়েছে? হয়নি এর কারণ বলতে পারি একটা সেটা হচ্ছে নারী সৃষ্টির এক রহস্য, নারীর এই মনকে ঘিরে রহস্য!

আজকে আপনাদের সাথে "নারী কি - নারীর মন - নারী কি আত্মকেন্দ্রিক?" নারীতত্ত্বের দার্শনিক আত্মকথা নিয়ে কথা আজকের ব্লপপোস্টঃ- 


নারী কি? নারীর মন; নারী এক রহস্য

নারী নিজে তাকে যতটুকু জানে তার থেকে একজন পুরুষ তার সম্পর্কে বেশি জানে। একজন নারীর সে নিজেও জানে না তার মধ্যে কি আছে। আচ্ছা নারীর রহস্য কি তার দেহকে ঘিরে নাকি তার মনকে ঘিরে? পুরুষের আগ্রহ নারীর দেহকে নিয়ে এটা আপনারা জানেন এবং বুঝেন কিন্তু মানেন আর না মানেন একান্তই আপনার ব্যাপার। একটা পুরুষ নারীর প্রতি আকৃষ্ট নারীর দেহকে কেন্দ্র করে। যাইহোক কথা বলতেছিলাম নারীর মন - নারী কতটা আত্নবিশ্বাসী কতটা আত্নবাদী?

আমরা নারীর দেহ এবং মনকে সংমিশ্রণ করে ফেলি। কিন্তু বাস্তবতা হলো এটাই যে- নারীর দেহ দেখতে নারীর মত হলেও নারীর মনটা নারীর মত নয়! নারীর দেহ এক বিস্ময় এক রহস্য এবং সৃষ্টির এই রহস্যই ধাঁধাঁ।  এই ধাঁধাঁ পিছনে মোহ পুরুষ জাতি কিন্তু নারী কি জানে পুরুষ কেন এত আকর্ষিত তার প্রতি? নারীর কেবল পুরুষের জন্য আল্লাহর নিয়ামত ই নয়, তা রীতিমত এক অলৌকিক ব্যাপার! কিন্তু নারী তা জানেনা।

নিজের কোন ব্যক্তিত্ব নেই; নারী কি আত্নবিরোধী?? 

পুরুষ যতটা আত্নবাদী আত্নবিশ্বাসী, নারী তেমন নয়। সহজ ভাষায় নারীরা আত্মবাদী নয় পুরুষদের চেয়ে।

নারী নিজেই নিজের ভালো মন্দ বুঝেনা, নিজের  খবর জানে না। নারী কি, সে দেখতে কত সুন্দর বা অসুন্দর তাও জানে না। নারীর সে খুব সুন্দর খুব সুন্দরী হওয়া সত্বেও সে জানে না যে সে সুন্দর। সে খুব সাজোগোজো করলো এবং আয়নার সামনে গিয়ে বার বার লক্ষ্য করে তাকে কেমন দেখায়?

নিজের রূপ বার বার দেখেও বিশ্বাস হয় না যে সে দেখতে কেমন? ফলে অন‍্যকে জিজ্ঞাসা করে আমাকে কেমন দেখায়?

যদি কেউ তার সত্য বা মিথ্যা প্রশংসা করলেও সে নিজেকে বড় মনে করে। বিষয়টা হচ্ছে এমন- সে সুন্দর হওয়া সত্ত্বেও কেউ যদি মিথ্যা বলে যে তুমি সুন্দর নয়, তাহলে সে সেটাই মনে করবে, সে বুঝি আসলেই অসুন্দর (প্রকৃতপক্ষে সে কিন্তু অসম্ভব সুন্দর) আবার কেউ যদি তার মিথ্যা প্রশংসাও করে যে তুমি অসম্ভব সুন্দর, সে এটাও চোখ বন্ধ করে অন্ধের মত বিশ্বাস করবে। তখন নারী নিজেকে নতুন করে কল্পনা করবে এবং প্রশংসাকারীর প্রতি দূর্বল হবে। সেই সাথে নারী নিজেকে বড় মনে করে বড়ত্ত্ব ভাব দেখায় যদি তার কিছু প্রশংসাকারী থাকে। নারী ভক্ত ভাবে তার প্রশংসাকারীদের। নারী চায় তার অনেক অনেক অনেক ভক্ত হোক।

আবার একটু পরেই তার সন্দেহ বেড়ে যায় তার প্রশংসাকারীদের নিয়ে.....> 

নারী কি? নারী সম্পর্কে পুরুষের ধারণা

আবার অন্যদিকে, নারীর এই বড়ত্ত্ব ভাব দেখে পুরুষ ভাবে নারী সৃষ্টির বিস্ময়। নারী খুব পবিত্র কিন্তু নারী আসলেই ছোট হতে চায় যা পুরুষ জানে না! এটা না বুঝে একদল লোক ভাবে নারী স্বয়ং ঈশ্বর। (সত্যিই জঘন্য হাস্যকর কথা) 

ভারতীয় একটা হিন্দি একটি হিন্দি গান আছে- 

"Tujhme rab dikhta hai, Yaara main kya karun - তোমার মধ্যে আমি স্রষ্টাকে দেখি, বন্ধু আমি কি করিবো"

"Sajde sar jhukhta hai, Yaara main kya karukarun - সত‍্যি মাথা নত হয়,বন্ধু আমি কি করবো"

এ গানের ২য় লাইনের মানে দাড়ায়, অতএব নারীদের পূজা দিতে হবে। কেউ আবার কুমারী পূজাও করে। আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, কেন কুমারী পুজা করা হয়?

যাইহোক, তাই সৃষ্টি হলো মা দূর্গা, মা লক্ষী, মা স্বরসোতী, কালী মা সহ আরো কত কত মা নামক দেবী। এছাড়াও গ্রীক পৌরানিক কাহিনী ছাড়াও বিভিন্ন পৌরাণিক কাহিনীতে বিভিন্ন দেবীর নাম পাওয়া যায় যা পুরুষদের সৃষ্টি। 

শেষ কথা - নারী কি? নারীর মন - নারীতত্ত্বের দার্শনিক আত্মকথা

বি:দ্রঃ এই ব্লগ পোস্টটি হিন্দুধর্ম্বালম্বী আপনাদের পবিত্র দেবীদের ও অন‍্যান‍্য সম্প্রদায়ের পবিত্র দেবীদের লক্ষ্য করে তাদের বিরুদ্ধে বলা হয়নি। এই পোস্টটির উদ্দেশ্য হল নারীদের আত্মবাদী ও আত্ম সচেতন করতে। পুরুষ সমাজের ভুল  মনোভাব ভাঙ্গাতে।


কলমে - সাদিদুল ইসলাম সাদিক



This post first appeared on Bangladeshiweb, please read the originial post: here

Share the post

নারী কি? নারীর মন - নারীতত্ত্বের দার্শনিক আত্মকথা

×

Subscribe to Bangladeshiweb

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×