Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

আমরা ভুলে যাই কেন? | মনে রাখার টেকনিক

আমরা পূর্বে একটি ব্লগ লেখেছিলাম - এত পড়ি তবু কেন ভুলে যাই? পড়া মনে রাখার ক্ষেত্রে কি কি টেকনিক অবলম্বন করলে  সহজেই পড়া মনে রাখতে পারবেন। আজকের ব্লগপোস্টটিও প্রায় সেরকমই। আজকের ব্লগপোস্ট হলো মূহুর্তেই ভুলে যাই কেন? ভুলের যাওয়ার পিছনে কারণ কি? এবং কিভাবে এই ভুলে যাওয়া রোধ করা যায়, আজকের এই আলোচনায় ভুলে যাওয়ার প্রতিকার সম্পর্কে জানতে পারবেন। ভুলে যাওয়ার অনেক কারণ আছে।

আজকের ব্লগপোস্ট আমরা কেন ভুলে যাই এবং ভুলে যাওয়ার কারণ ও প্রতিকার। আজকের লেখাটি  শাব্দিক অর্থ থেকে শুরু না করে সরাসরি ভাবার্থে চলে যাবো। পুরো ব্লগটি পড়ে নিন আপনি কেন ভুলে যান; জানতে!

আমি ব্যক্তিগত ভাবে অনেক মানুষকে দেখেছি যারা প্রায় প্রায় বলে থাকেন, 'আমি কিছু মনে রাখতে পারিনা, সেকেন্ডেই যেন সব ভুলে যাই বা অল্পকিছুদিন পরেই সবকিছু ভুলে যাই, বুঝিনা কেন ভুলে যাই? ভুলে যাওয়া রোধে কি কোন ওষুধ বা অন্য কোন সমাধান আছে? যেন ভুলে না যাই'

এরকম হাজার হাজার মানুষের মাঝে এই সমস্যাটি লক্ষ করা যায়, আসলে ভুলে যাওয়া সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? কি কি নিয়ম মেনে চললে এই ভুলে যাবেন না, তাহলে একটু সময় নিয়ে ব্লগটি পড়ুন

 এমনও হতে পারে যে, এই ভুলে যাওয়া ব্যাধি থেকে রোহাই পেতে পারেন। প্রিয় ভিজিটর শুরুতেই বলেছি আজকের ব্লগপোস্ট শাব্দিক দিক থেকে শুরু না করে সরাসরি ভার্বার্থ দিকে ঢুকে যাবো। চলুন ব্যস্তবিক কিছু ঘটনার (সমস্যা) বলি এবং জেনে নিই, আমরা কেন ভুলে যাই? এর থেকে রোহাই ই বা কি?

আমার এক পরিচিত (সামাজিক মিডিয়া ফেসবুক থেকে) তার নাম সজিব মিয়া, বয়স হবে ১৮ কিন্তু ১৯ সেরকম। পড়াশুনা করছেন। মাঝে মাঝে তার সাথে আমার কথা হয়, সে আমাকে জানান---

"আমার একটা ছোট কুলিং কর্ণার আছে। আর তার পাশাপাশি গত একবছর আমি programmeing টাকে আয়ত্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর ই ফলস্বরূপ আমি এখন একজন front end web developer. কিন্তু সমস্যা হচ্ছে; আমি কয়েক দিন ধরে ভুলে যায়। এক সেকেন্ড আগে কে কি বললো আমার তা মনে থাকে না। যখন কম্পিউটার এ কাজ করতে বসি তখন কোনো সমস্যা এখনও ধরতে পারিনি। কিন্তু যখনই দোকানে যায় তখনই এই সমস্যা। কাকে কি দিলাম, কে কি অর্ডার করলো, কেউ কি আমাকে কিছু বলছে নাকি, বিল দিছে কিনা, আমি কনফিউজড হয়ে যায়। বিল দেওয়া নিয়ে এই দুই দিন আমার সাথে অনেক জন এর ঝামেলা ও হয়েছে। আমার এর আগে কোন দিন এমন হয় নি। আমি  বুঝতে পারছি না কেন এমন হচ্ছে? কেন ভুলে যাই? ভুলের না যাওয়ার উপায় কি? আর কেন বা কিভাবে আমার এমন টা হচ্ছে?

আমি ভয় পাচ্ছি যে আমি নাকি কোনো ভুলে যাওয়ার রোগে আক্রান্ত হয়। আসলে কি আমি ভুলে যাওয়া ব্যাধিতে আক্রান্ত? ভুলে যাওয়া থেকে বের হওয়ার উপায় কি?"

ভুলে যাওয়ার রোধে উপায়

ভুলে যাওয়া যেমন স্বাভাবিক তেমনি অস্বাভাবিক। মানুষ ভুলে যাবে এটা মানা যায় কিন্তু কারো যদি এই সমস্যা টা একাধিকবার হয়ে তাহলে বলবো- এটা অস্বাভাবিক। মাঝে মাঝে ভুলে যাওয়ার জন্য বিব্রত বোধ করতে হয়। অনেক সময় আমরা পরিচিত কোন মানুষের নামও ভুলে যাই। ভুলে না যাওয়ার কিছু উপায়---

ধরুন আপনি যদি কিছু একটা কাজ অনর্গল করতেই থাকেন, (যে কাজ করলে শরীর ও মনের উপর প্রভাব পড়ে) তাহলে এরকম কাজে বিরতি দেয়াটা জুরুরী। যেমন ধরুন আটনি প্রোগামিং করেন। আপন্র উচিত কাজের ফাকে কিছুদিন করে রিল্ক্স থাকা বা বাহিরে কোথাও ঘুেকে যাওয়া। টাইমলি ঘুমানো। ব্যায়াম করা।

ঘুম! পর্যাপ্ত পরিমানে ঘুমান ৭-৮ ঘন্টা! ঘুমের অভাবে মস্তিকের স্মৃতি ধারন ক্ষমতা কমে যায়। রাত জাগা বাদ দেন। আর সাথে ফোনে নোট প্যাডে জরুরী জিনিস থাকলে এলার্ম দিয়ে নাম দিয়ে দিবেন, যেমন সকাল ৯ টার এলার্ম - Buying Vegetable and Noodles!

নরমালি কোন কিছু ভুলে যাওয়ার কারন; যখন আমরা কোনো একটা কাজ করি, সেই কাজটি গুরুত্ব সহকারে করি না!  মানে জাস্ট করা দরকার করলাম কিন্তু খেয়াল করো করলাম না। ফলে সেটা মস্তিষ্কে জায়গা করে রাখে না তাই ভুলে যাই! যেমন ধরেন, আপনি একজনের ফোন নাম্বার একটা খাতায় লিখে তারপর মনে মনে অন্য কিছু ভাবতেছেন তখন কলমটা টেবিলের ডেস্কের ভিতর রাখলেন। তারপর চলে গেলেন অন্য কোন কাজ করতে। (যদি আপনি স্টুডেন হন) এরপর বিকালে যখন প্রাইভেটে যাবেন তখন কলম খুজতেছেন বাট মনে পড়ছে না কোথায় রেখছেন কলম টা রেখেছেন; অনেক খোজাখুজি তারপর পেলেন। মানে আপনি ভুলে গেছেন। আবার ধরুন সেম ঘটনা আপনি যদি নাম্বার লেখার পর কলমটা ডেস্কের ভিতর রাখার সময় মনে মনে ভাবতেন, "কলমটা ডেস্কের ভিতর রাখলাম" তখন আপনি সারাদিন গেলেও যখন দরকার তখন সাথে সাথেই মনে পরে যেতো যে কলমটা আপনি ডেস্কের ভিতর রেখেছেন; এটা আপনি এটা ভুলেন নাই। আচ্ছা এখনি আপনি ই ভাবুন- আমরা কেন ভুলে যাই? আর কোন ই বা ভুলে যাইনা। প্রতিটা জিনিস সর্বোচ্চ মনে রাখার এটাই হচ্ছে টেকনিক যে; যেটা যখন করতেছেন তখন সেই দিকে ফোকাসটা রাখেন। তাহলে ভুলে যাওয়ার থেকে অনেকাংশে বেঁচে যাবেন।

বিঃদ্রঃ- আর তারপরও সমস্যা বোধ হলে ডাক্তার অবশ্যই দেখাবেন। আর তার আগে ফুল বডি চেকাপ করে নিবেন ভালো হাসপাতাল থেকে।

বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন!আল্লাহ কাছে সাহায্য চাবেন। সকল প্রকার পাপ থেকে নিজেকে বিরত থাকবেন। পাপ মনকে সংকীর্কোণ করে এবং দূশ্চিন্তায় রাখে, এর কারণে ক্ষতিকর প্রভাব পড়ে মনের উপর। তাই সবসসয় ইতিবাচক চিন্তায় থাকুন। মন স্থির থাকবে, স্মৃতি ফ্রেশ থাকবে; তাহলে যে কোন কাজে মরযোগ বাড়াতে পারবেন এবং ভুলে যাওয়া রোধ হবে। পাপের মধ্যে থাকলে তওবা করে সেটা থেকে বের হয়ে যাবেন। আর এছাড়ক নিয়মিত হাল্কা ব্যায়াম করবেন।


কলমে- জিয়াউর রহমান জিয়া


This post first appeared on Bangladeshiweb, please read the originial post: here

Share the post

আমরা ভুলে যাই কেন? | মনে রাখার টেকনিক

×

Subscribe to Bangladeshiweb

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×