Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্যানেলের জনসভা

লন্ডন : ভোট ফর চেঞ্জ, ভোট ফর নিউ লিডারশিপ, ভোট ফর ইউনিটি স্লোগান নিয়ে গঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মাফিজ-গুলজার-মনির প্যানেলের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।



গুগল নিউজ-এ সেবা হট নিউজ এর সর্বশেষ খবর পেতে ফলো করুন
বুধবার ইস্ট লন্ডনের নিউরোডের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের ফাউন্ডার ট্রাস্টি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং সিনিয়র ট্রাস্টি আব্দুল কুদ্দুস ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী প্রার্থী শরিফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি আলহাজ্ব রইস আলী, আব্দুল মজিদ, ট্রাস্টের সভাপতি প্রার্থী মফিজ খান, সাধারণ সম্পাদক প্রার্থী গুলজার খান ও কোষাধ্যক্ষ প্রার্থী মনির আহমদ, ট্রাস্টি মনির উদ্দিন বশির, আলহাজ্ব তৈমুস আলী, আব্দুল মনাফ, আফসর মিয়া ছুট, মকদ্দুস আলী, সাজিদ আলী মেনন, সাদেক আলী, সুবহান আলী বারী, সুবহান আলী ফারুক, শেখ মুদাব্বির হুসাইন মধু মিয়া, আব্দুস সুবহান,যাকেল বক্স চৌধুরী, আকলুছ মিয়া, আজিজুল খান রাজু, আফজাল হোসাইন, আবুল কালাম আজাদ, আব্দুর রব, নুরুল ইসলাম , হাবিবুর রহমান আব্দুল বাসিত বাদশা , মুনিন খান মুন্না , আলমগীর হোসাইন ,আবু তাহের ,হারুন, আলাল আহমদ, শাহ সাহিদুলনূর, লিচু মিয়া,জিয়াউল ইসলাম জিয়া, আব্দুর রব, আব্দুর রহমান হান্নান, শেখ আমিনুর রশিদ, তোফাজ্জুল আলম ,সলিসিটর মিজান, মুজাহিদুল আহমেদ  লিটন ,বেলাল আহমদ ,কামরুজ্জামান, সামসুল ইসলাম,আব্দুল মানিক,আব্দুল খালিক, আব্দুল গফ্ফার, শাহ আল মামুন ,জুনেদ আহমেদ পিয়ার ,আতিকুর রহমান মিয়া ,জিয়াউল ইসলাম জিয়া রুমান আলী ,কালাম ,মোঃ শরীফ ,সোয়েড সালিম হোসাইন ,দুদু মিয়া ,মনোহর আলী ,আব্দুর রব ,জিয়াল চৌধুরী ,আখলাক হোসাইন।


This post first appeared on Seba Hot News, please read the originial post: here

Share the post

লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্যানেলের জনসভা

×

Subscribe to Seba Hot News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×