Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

গুরুত্বপূর্ণ ২০টি কবির ছদ্মনাম

 গুরুত্বপূর্ণ ২০টি কবির ছদ্মনাম

১. রবীন্দ্রনাথ ঠাকুর- ভানুসিংহ।

২. কাজী নজরুল ইসলাম- ধূমকেতু।

৩. মীর মশাররফ হোসেন-গাজী মিয়া।

৪. প্রমথ চৌধুরী- বীরবল।

৫. সমরেশ বসু- কালকূট।

৬. মাইকেল মধূসুদন দত্ত- এনেটিভ।

৭. সুনীল গঙ্গোপাধ্যায়- নীললোহিত।

৮. মোহিতলাল মজুমদার- সত্যসুন্দর দাশ।

৯. অচ্যিন্ত কুমার সেনগুপ্ত- নীহারিকা দেবী।

১০. প্যারীচাঁদ মিত্র- টেকচাঁদ ঠাকুর।

১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অনিলাদেবী।

১২. মোহাম্মদ জহিরুল্লাহ- জহির রায়হান।

১৩. শওকত ওসমান- শেখ আজিজুর রহমান।

১৪. কাজেম আল কোরেশী- কায়কোবাদ।

১৫. বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল।

১৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত।

১৭. মানিক বন্দ্যোপাধ্যায়-প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।

১৮. কালীপ্রসন্ন সিংহ- হুতোম পেঁচা।

১৯. জসীম উদ্দিন- জমির উদ্দিন মোল্লা।

২০. রাজশেখর বসু- পরশুরাম।



This post first appeared on , please read the originial post: here

Share the post

গুরুত্বপূর্ণ ২০টি কবির ছদ্মনাম

×

Subscribe to

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×