Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

My friend is the story of cut tails and fat rats./ বন্ধু আমার লেজকাটা ও বয়রা ইঁদুরের গল্প।

My friend is the story of cut tails and fat rats.

গল্পটি বাংলায় পড়তে চাইলে দয়া করে নিচে চলে যান👇👇






Finally I had some kind of friendship with rat. Very good, she can't say. General relationship, of hi-hello type. When I am not in the house, the rat wanders around. Suddenly, when you enter the room, however, it is surprised. Sitting at the bottom of the table. When you look at me, I look at me. Don't escape. Suddenly, however, the movement still hides. It seems that I can't trust me exactly. However, being close to some kind of friendship, two or four words in the gesture, sometimes shaking a little hand and saying hello- this is how we are going.

He does not listen to his ear again. At first I was skeptical about it. One day I confirmed. A glass trophy fell from the book shelves and broke. The word is very. On the other hand the rat was back. I understand and don't listen to the ears.

(O ,,,,,,,,,,,,, he has no name. I mean I never heard. His parents must have named a name. I don't know. I didn't even need to tell. I didn't even name him. Because, all the names my friends have given me, all of them are rotten. I didn't like one. Why would I like him if I named it?

But one thing is to say. He is not like any other rat. A little different All OK. Not just the tail. In the rat society, he has to endure various pains. He does not give special ear, of course! How to do He doesn't listen to his ears. And when there is no tail from birth, what will happen to the high.

All rats have four special teeth. Two up and down. These teeth are growing all the time. They have to bite them in something to keep them in the right size. That is why they have no retirement. They spend all day. Especially the booklets are quite a favorite of the rats. Not to study but, to cut the pieces with teeth.

So I said my friend is a special rat. He doesn't have a tail. Can't hear the ears. There is one more thing. His teeth like all the rats all the time

Don't grow You understand, he does not have the hassle of cutting. My friend spends an integral retirement! It is better to read the booklet or to read! He told me the gesture.

Being a scholar to read, my friend has been quite thoughtful. Rats talk at leisure society. By the way his friends. He has some good rat friends who love him. He doesn't mock with his tail. Respects his opinion, emphasizing his opinion. The ear does not test loudly. Even his words work occasionally!

However, young babies like milk rats. When someone puts teeth in the hole, the response falls into all rats. Whoever occupies the tooth before it gets caught. Rats know that human teeth are not always big. There is no one more lucky than the rat that can occupy four teeth. The hassle of the cut is forever. Continuous retirement to match. But my thinking friend does not want to live with the mercy of the people. Borrowed two to four teeth will retire to rats, it seems abusive to him. He wants everyone's teeth to be like human teeth. But that's your own. Human teeth do not have to be grabbed by the tooth exaggeration.

My friend conducted a test to find out. Rats were used as guinea pigs. It was argued that the rat's teeth could be grown. Just have to accept a little sacrifice. You have to cut your tail. As a proof, the finger of friends showed the finger of his own. His friends were divided into two. A group of tail agreed to give up. Another team shook his head and said that the tail could not be sacrificed. It also said with a big neck that it was not rat without a tail. Indirectly my RK!

Disgrace to a friend * Something in a difficult manner gave the tail to something. Volunteer rats. Acknowledging the hardships of the rat nation and everyone awaits the results of the chest. Not all tests are successful. It was not successful either. Rats' teeth did not stop growing.

Since then my friend lives in my room. Rats do not join the activities of society. Procession-meeting-movement, nothing. Something, avoiding volunteer friends.

I feel bad for him. Everyone is my friend. But no one in my friend's words. So when you see the rat in the book without a tail, you will think that it may be my friend. Or my friend's friend, who wanted to benefit us without cutting books. He did not even hesitate to give up the tail. Yet their teeth did not stop growing. They have no choice but to cut the books!





বন্ধু আমার লেজকাটা ও বয়রা ইঁদুরের গল্প।

অবশেষে ইদুরটার সঙ্গে একরকমের বন্ধুত্ব হলো আমার। খুব যে ভালো , শে তো বলা যায় না। সাধারণ সম্পর্ক, হাই-হ্যালো টাইপের। যখন ঘরে থাকি না, ঘরময় ঘুরে বেড়ায় ইঁদুরটা। হঠাৎ ঘরে ঢুকে পড়লে অবশ্য চমকে যায়। টেবিলের তলায় গিয়ে বসে। উকি দিলে তাকিয়ে থাকে আমার দিকে। পালিয়ে যায় না। আচমকা নড়াচড়া করলে অবশ্য এখনো ঝট করে লুকিয়ে পড়ে। মনে হয় ঠিক বিশ্বাস করতে পারে না আমাকে। তবে কাছাকাছি থাকার ফলে একরকম বন্ধুত্ব, ইশারায় দু-চারটা কথা, মাঝেমধ্যে একটু হাত নেড়ে হ্যালো বলা- এভাবেই চলছে আমাদের।

ও আবার কানে শোনে না। প্রথমে এটা নিয়ে সন্দেহ ছিল আমার। একদিন নিশ্চিত হলাম। বইয়ের তাক থেকে একটা কাচের ট্রফি পড়ে গিয়ে ভেঙে গেল। শব্দ হলো খুব। অন্যদিকে ফিরে ছিল ইঁদুরটা। বুঝলাম ও কানে শোনে না।

(ও,,,করে বলতে খারাপ লাগছে) কিন্তু ওর কোনো নাম নেই। মানে আমি কখনো শুনিনি। ওর বাবা-মা নিশ্চয়ই কোনো একটা নাম রেখেছিল। আমি জানি না। আমাকে বলার প্রয়োজনও হয়নি। আমিও ওর কোনো নাম রাখিনি। কারণ, আমার বন্ধুরা আমাকে যে কটা নাম দিয়েছে, তার সব কটিই পচা। একটাও পছন্দ হয়নি আমার। আমি নাম রাখলে ওর পছন্দ হবে কেন?

তবে একটা ব্যাপার বলে রাখি। ও কিন্তু অন্য ইঁদুরের মতো না। একটু আলাদা। সব ঠিক আছে। শুধু লেজ নেই। ইঁদুর সমাজে এ জন্য নানা যন্ত্রণা সহ্য করতে হয়েছে ওকে। এসবে ও অবশ্য বিশেষ কান দেয় না! কী করে দেবে? ও তো কানেই শোনে না। আর জন্ম থেকেই যখন লেজ নেই, তখন আর উচ্চবাচ্য করে কী হবে?

সব ইঁদুরের চারটা বিশেষ দাঁত থাকে। ওপরে আর নিচে দুটো করে। এই দাঁতগুলো বাড়তে থাকে সব সময়। ওগুলোকে ঠিকঠাক সাইজে রাখাতে কিছু না কিছুতে কামড়াতে হয় ওদের। এ কারণেই ওদের কোনো অবসর নেই। সারা দিন কাটাকুটি করে ওরা। বিশেষ করে বই-খাতা ইঁদুরের বেশ পছন্দ। পড়াশোনা করার জন্য না কিন্তু, দাঁত দিয়ে কেটে টুকরা টুকরা করার জন্য।

তো বলেছিলাম আমার বন্ধুটি একটি বিশেষ ইঁদুর। ওর লেজ নেই। কানেও শুনতে পায় না। আরও একটা ব্যাপার আছে। সব ইঁদুরের মতো ওর দাঁত সব সময়


বাড়েনা। বুঝতেই পারছ, কাটাকুটি করার ঝামেলা ওর নেই। অবসর কাটায় আমার বন্ধু! বইপত্র কাটাকুটির বদলে পড়াই নাকি ভালো! ইশারায় কথাটি আমাকে জানিয়েছে ও।

পড়তে পড়তে পণ্ডিত হওয়ায় বেশ ভাবুক হয়েছে আমার বন্ধুটি। অবসর সময়ে ইঁদুর সমাজের কথা ভাবে। ভাবে ওর বন্ধুবান্ধবের কথা। ওর কিছু ভালো ইঁদুর বন্ধু আছে, যারা ওকে ভালোবাসে। ওর লেজ নিয়ে ঠাট্টা করে না। শ্রদ্ধা করে ওর মতামতকে, গুরুত্ব দেয়। জোরে চিৎকার করে কান পরীক্ষা করে না। এমনকি ওর কথামতো কাজও করে মাঝেমধ্যে!

যাহোক, ছোট বাচ্চাদের দুধদাঁত ইঁদুরেরা পছন্দ করে। গর্তে কেউ যখন দাঁত রাখে, সাড়া পড়ে যায় সব ইঁদুরের মধ্যে। কে কার আগে দাঁতটা দখল করবে তা নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। ইঁদুরেরা জানে, মানুষের দাঁত সব সময় বড় হয় না। যে ইঁদুর চারটি দাঁত দখলে নিতে পারে, তার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। কাটাকুটির ঝামেলা চিরতরে শেষ। মেলে অখণ্ড অবসর। কিন্তু আমার ভাবুক বন্ধুটি মানুষের করুণা নিয়ে বাঁচতে চায় না। ধার করা দু-চারটি দাঁত ইঁদুরকে অবসর দেবে, এটা অপমানজনক মনে হয় ওর কাছে। ও চায় সবার দাঁত মানুষের দাঁতের মতো হবে। কিন্তু সেটা আপনা-আপনি। মানুষের দাঁত দখল করে দাঁতের বাড়াবাড়ি বন্ধ করা লাগবে না।

খুঁজেপেতে আমার বন্ধু একটা পরীক্ষা চালাল। গিনিপিগ হিসেবে ব্যবহার করল ইঁদুর বন্ধুদের। যুক্তি দিয়ে প্রমাণ করল, ইঁদুরের দাঁত বড় হওয়া ব০৮ন্ধ করা সম্ভব। শুধু একটু ত্যাগ স্বীকার করতে হবে। কেটে ফেলতে হবে নিজের লেজ। প্রমাণ হিসেবে বন্ধুদের চোখে আঙুল দিয়ে দেখাল নিজের না থাকা লেজুটা। দুই ভাগ হয়ে গেল ওর বন্ধুরা। একদল লেজ বিসর্জন দিতে রাজি। আরেক দল মাথা নেড়ে জানাল, লেজ বিসর্জন দেওয়া সম্ভব না। এটাও বড় গলায় বলল যে, লেজ ছাড়া ইঁদুর হয় না। পরোক্ষভাবে আমার আরকি!

বন্ধুকে অপমান * কষ্টকর এক পদ্ধতিতে লেজ বিসর্জন দিল কিছু। স্বেচ্ছাসেবক ইঁদুর। ইঁদুর জাতির দুঃখ লাঘবের জন্য কষ্ট স্বীকার আর দুরু দুরু বুকে ফলাফলের অপেক্ষা করল সবাই। সব পরীক্ষা সফল হয় না। এটিও সফল হলো না। ইঁদুরের দাঁত বড় হওয়া বন্ধ হয়নি।

সেই থেকে আমার বন্ধুটি আমার ঘরে থাকে। ইঁদুর সমাজের কর্মকাণ্ডে তেমন একটা যোগ দেয় না। মিছিল-মিটিং-আন্দোলন, কিছুই করে না। কিছুটা, এড়িয়ে চলে স্বেচ্ছাসেবক বন্ধুদের।

ওর জন্য আমার খারাপ লাগছে। সবার কথা ভাবে আমার বন্ধু। কিন্তু আমার বন্ধুর কথা ভাবে না কেউ। তাই তোমরা যখন কোনো লেজ ছাড়া ইঁদুরকে বইপত্র ঘাঁটতে দেখবে, তখন মনে করবে, ওটা হয়তো আমার বন্ধু। বা আমার বন্ধুর বন্ধু, যারা বইপত্র না কেটে আমাদের উপকার করতে চেয়েছিল। এমনকি লেজ বিসর্জন দিতেও দ্বিধা করেনি। তবু ওদের দাঁত বড় হওয়া থামেনি। বইপত্র কাটাকুটি করা ছাড়া ওদের আর কোনো উপায় নেই!

                               The end

1).https://superh-tuchsong777.blogspot.com/?m=1 (Song)

2).https://googlenewscom77.blogspot.com/(News)

3).https://copacrazytime77.blogspot.com/(Movie)

Share the post

My friend is the story of cut tails and fat rats./ বন্ধু আমার লেজকাটা ও বয়রা ইঁদুরের গল্প।

×

Subscribe to উন্মুক্ত ব্লগ, জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা।

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×