Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Tea addiction / (চায়ের নেশা )

              Tea addiction



In 2009, I just passed intermediate. Our family consists of father, mother, nine siblings and grandfather. I am the eldest among the siblings. Father is physically ill and has no fixed income. There was a lack of a constant companion in the family. We siblings were studying then.


Siblings were very emotional towards grandfather. Even after passing intermediate I used to sleep with grandpa many times. Grandpa loved his grandchildren very much. If someone ever got sick, Dada would be confused as to what to do. Once the younger brother sprained his left arm while playing. Did he cry at that time? He prayed all night long and asked God to pray for his younger brother's hand to get better soon.


Grandfather was very addicted to tea. If there is no rice at three o'clock.. will continue. But he wants tea. Lack is a constant companion in the world. Many times I failed to fulfill my grandfather's needs. That's why I saw my father wiping his eyes behind his back.



After a few days, family problems became more acute. Eat one day and fast another day. I could not look at the faces of the younger siblings. The biggest problem is with grandfather. He understands everything but does not say anything verbally. Because he is looking at the family situation. How do you give tea where two meals are not enough?


One night I was doing night duty in a hotel about seven/eight kilometers from our area and was paid Rs.80. With that I bought some rice, dal for the house and milk, sugar, tea leaves for my grandfather and gave them to my mother. Mother made grandfather tea and gave him to eat. Dada me that day


He hugged and cried a lot. Tears came to my eyes with emotion.


Dada patted my head and said, I pray that you will grow up. At that time I vowed that no matter how difficult it may be, I will fulfill my grandfather's wishes.


After a few days, grandfather suffered a brain stroke. And the entire left side became paralyzed. After being ill for about three months, Dada left for the land of no return.


I am currently a government employee. I used to get ration benefits due to my job. There was milk and tea in it. I used to see many fellow brothers, bring a flask full of tea and drink a little and throw away the rest. Then the pages of the past memories left behind peeked at me. It was a pain in my heart that when Dada was alive, I was not able to meet his needs due to poverty. And if you can fulfill it now, the person in need is no longer there. Time may give a chance to fulfill some part of a person's needs, but time never brings back a person who is gone.

  Lots of love for all the fathers, mothers, grandfathers and grandmothers of the world.

                         - Thank you.

     Themidnightcrow77.blogspot.com


                        (চায়ের নেশা )




২০০৯ সাল সবে মাত্র ইন্টারমিডিয়েট করেছি। বাবা, মা, নয় ভাইবোন ও দাদা নিয়ে আমাদের সংসার। ভাইবোনদের মধ্যে আমি সবার বড়। বাবা শারীরিকভাবে অসুস্থ এবং নির্দিষ্ট কোনো আয়-রোজগার না থাকায় . সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। আমরা ভাইবোনরা তখন লেখাপড়া করতাম।


ভাইবোনরা ছিলাম দাদা প্রতি প্রচন্ড আবেগময়। ইন্টারমিডিয়েট পাস করার পরেও অনেক সময় দাদা সঙ্গে ঘুমাতাম। দাদা ও তার নাতি-নাতনীদের প্রচন্ড ভালোবাসতেন। কেউ কখনো অসুস্থ হলে দাদা তখন কি করবেন না করবেন, দিশাহারা হয়ে যেতেন। একবার ছোট ভাই খেলতে গিয়ে তার বাম হাত মচকে গেল। দাদার তখন সে কি কান্না। সারারাত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, যাতে ছোট ভাইয়ের হাত তাড়াতাড়ি ভালো হয়ে যায়।


দাদার ছিলো চায়ের প্রচন্ড নেশা। তিনবেলা ভাত না হলে..ও চলবে। কিন্তু চা তার চাই। সংসারে অভাব নিত্যসঙ্গী। অনেক সময় দাদার চাহিদা পূরণ করতে ব্যর্থ হতাম। এজন্য বাবাকে আড়ালে চোঁখ মুছতে দেখেছি।



কিছুদিন পর পারিবারিক সমস্যা আরো তীব্র আকার ধারণ করলো। একবেলা খাই তো আরেক বেলা উপোস। ছোট ভাইবোন গুলোর মুখের দিকে তাকাতে পারছিলাম না। সবচেয়ে বেশি সমস্যা হলো দাদাকে নিয়ে। তিনি সব কিছু বোঝেন কিন্তু মুখে কিছু বলেন না। কারণ তিনি পারিবারিক পরিস্থিতি দেখছেন। যেখানে দু'বেলা খাবার জোটে না সেখানে চা দেই কি করে?


এক রাতে আমাদের এলাকা থেকে প্রায় সাত/আট কিলোমিটার দূরে একটি হোটেলে নাইট ডিউটি করছিলাম এবং ৮০ টাকা বেতন পেতাম। তা দিয়েই বাড়ির জন্য কিছু চাল, ডাল এবং দাদার জন্য দুধ, চিনি, চা পাতা কিনে এনে মাকে দিলাম। দাদাকে চা বানিয়ে খেতে দিলেন মা। দাদা সেদিন আমাকে


জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন। আবেগে আমার চোঁখে ও পানি এলো।


দাদা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, দোয়া করি তুই অনেক বড় হবি। তখনই প্রতিজ্ঞা করলাম, যতো কষ্ট.. ই হোক, দাদার চাওয়া পূরণ করবো।


কিছুদিন পর দাদা ব্রেইনে স্ট্রোক করলো। এবং বাম পাশের পুরোটাই প্যারালাইসিস হয়ে গেল। প্রায় তিন মাস অসুস্থ থাকার পর, না ফেরার দেশে চলে গেলেন দাদা।


বর্তমানে সরকারের এক কর্মচারী আমি। চাকরির সুবাদে রেশন সুবিধা পেতাম। তার মধ্যে দুধ, চা ছিলো। অনেক সাথী ভাইকে দেখতাম, ফ্লাস্ক ভর্তি চা এনে অল্প কিছু পান করে, বাকিটা ফেলে দিতো। তখন ফেলে আসা অতীত স্মৃতির পাতায় উঁকি মারতো আমাকে। একটা মনে কষ্ট হতো যে, যখন দাদা বেঁচে ছিলেন, তখন দারিদ্র্যের কারণে তার চাহিদা পূরণ করতে সক্ষম ছিলাম না। আর এখন পূরণ করতে পারলে ও, চাহিদার মানুষটি এখন আর নেই। সময় হয়তো একটা মানুষের চাহিদার কিছু অংশ পূরণ করার সুযোগ দেয়, কিন্তু যে মানুষ চলে যায়,সময় তাকে কখনো ফিরিয়ে দেয় না ।

 পৃথিবীর সকল বাবা, মা, দাদা,দাদীর জন্য রইলো অসংখ্য ভালোবাসা।

                        - ধন্যবাদ।

    Themidnightcrow77.blogspot.com



Share the post

Tea addiction / (চায়ের নেশা )

×

Subscribe to উন্মুক্ত ব্লগ, জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা।

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×