Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু ২৪ সেপ্টেম্বর

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল থেকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বৃহস্পতিবার বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক (উপসচিব) আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পাবেন প্রার্থীরা। ওইদিন বিকেলে এসএমএস পাঠিয়ে প্রার্থীদের মৌখিক তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd) ১৭ সেপ্টেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পরবেন।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশিট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও প্রবেশপত্রের মূলকপি ও এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।

চলতি বছরের ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন মোট এক লাখ চার হাজারের বেশি প্রার্থী। গত ৩০ আগস্ট লিখিত পরীক্ষার প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ২৬ হাজার ২৪২ জন।



This post first appeared on Latest Bangla News | Online Bangla News Portal | News Bangla 24, please read the originial post: here

Share the post

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু ২৪ সেপ্টেম্বর

×

Subscribe to Latest Bangla News | Online Bangla News Portal | News Bangla 24

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×