Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

WhatsApp tips: এবার নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ

নিজস্ব প্রতিবেদন: গোটা বিশ্ব জুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। একের পর এক পরিবর্তন করেই চলেছে মেটা অধীনস্থ জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপ।

মাঝেমধ্যেই অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে নতুন বৈশিষ্ট্য নিয়ে আসে। এবার আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য আনতে চলছে হোয়াটসঅ্যাপ।

এবার ভিডিও কলে আরও সুবিধা দিতে চালু হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। যা ব্যবহারকারীরা ভিডিও কলে কথোপকথনের সময় আরও স্পষ্ট অভিজ্ঞতা উপভোগ করতে পারবে।

মেটার তরফে আরও জানানো হয়েছে, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ভিডিওকল এখন থেকে ল্যান্ডস্কেপ মোডেও করা যাবে। নতুন এই ফিচারে রয়েছে এমন অত্যাধুনিক চমকও।

পাশাপাশি থাকছে সাইলেন্ট ফিচার। অর্থাৎ অজনা নম্বর থেকে ফোন এলে সাইলেন্স ফিচার অন হবে। এর জেরে ব্যবহারকারীদের ইনকামিং কলগুলির উপর আরও নিয়ন্ত্রণ হবে বলে মত বিশেষজ্ঞদের।

এর জন্য ব্যবহারকারীদের সেটিংসে গিয়ে প্রাইভেসি – কল অপশনে গিয়ে অজানা নম্বরে বেছে নিয়ে এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন।



This post first appeared on Bengali News Live, please read the originial post: here

Share the post

WhatsApp tips: এবার নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ

×

Subscribe to Bengali News Live

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×