Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Madan Vs Suvendu: টুইটে বাকযুদ্ধ বন্ধ করে ময়দানে নেমে মুখোমুখি লড়ুন, নন্দীগ্রামে শুভেন্দুকে চ্যালেঞ্জ মদনের

নিজস্ব প্রতিবেদনঃ টুইটে বাকযুদ্ধ বন্ধ করে বাজারে নেমে মুখোমুখি লড়ুন, কবে লড়বেন কোথায় লড়বেন ডেট আর টাইম ফিক্স করুন। এবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর-কে এমনই চ্যালেঞ্জ ছুঁড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

প্রসঙ্গত, রবিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে নন্দীগ্রামে আসেন মদন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার নন্দীগ্রামের মাটি চাই, কন্টেনার আনতে পাঠিয়েছি, নন্দীগ্রামের মাটি নিয়ে যাব। এই মাটির তিলক আমি কপালে লাগিয়ে প্রত্যেকদিন বলতে পারব, শুভেন্দু অধিকারী প্রাক্তন বিরোধী দলনেতা আর প্রাক্তন বিধায়ক।’

তাঁর দাবি, এ রাজ্যে একমাত্র মুর্শিদাবাদ ছিল, যেখানে বেইমানির জন্য ভারতবর্ষে ২০০ বছর ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয়েছিল। তেমনি নন্দীগ্রামের মাটিতে কয়েকজনের বেইমানির জন্য আজ রাজ্যে বিজেপির এত বাড়বাড়ন্ত আর দাদাগিরি। মানুষের সমর্থন ছাড়া এই গুন্ডাগিরি চালাচ্ছে বিজেপি।

মদন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিরোধী দলনেতা না হন প্রাক্তন বিধায়ক না হন ততদিন পর্যন্ত তৃণমূলের প্রত্যেকটা কর্মী গোষ্ঠী সংঘর্ষ ভুলে রক্ত দিয়ে জন সংযোগের অঙ্গীকার করবে।



This post first appeared on Bengali News Live, please read the originial post: here

Share the post

Madan Vs Suvendu: টুইটে বাকযুদ্ধ বন্ধ করে ময়দানে নেমে মুখোমুখি লড়ুন, নন্দীগ্রামে শুভেন্দুকে চ্যালেঞ্জ মদনের

×

Subscribe to Bengali News Live

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×