Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Arijit Singh: বিদেশে বাংলা বলে আরো একবার নজর কাড়লেন অরিজিৎ

নিজস্ব প্রতিবেদন : অরিজিৎ সিং নিজেকে একেবারে অন্যভাবে সকলের কাছে তুলে ধরেছে বরাবর। তার মাটির মানুষের মতন ব্যবহার, স্বল্পভাষী এই গায়ক কে ধর্ষক মহলে আরো পরিচিতি বাড়িয়ে দিয়েছে। যতই পরিচিতি পারুক না কেন নিজের মাটির সঙ্গে যোগাযোগ রেখেছেন অরিজিৎ বরাবর।

বলিউডের সবচেয়ে দামি গায়ক এখন পর্যন্ত মুর্শিদাবাদের নিজের বাড়ির কাছে নিজেই স্কুটি চালিয়ে ঘুরে বেড়ান। কোটি টাকা উপার্জন করলেও নিজের ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছেন মুর্শিদাবাদে। তারি মাটির সঙ্গে যোগাযোগ রেখে চলা কে সকলে সম্মান করে। সে সম্মান আরো কয়েকগুন বেড়ে গেল অরিজিতের জন্য তার অনুরাগীদের। লন্ডনে একটি প্রেস কনফারেন্সে যখন একের পর এক ইংরেজিতে প্রশ্ন দিয়ে আসছে অরিজিৎ এর দিকে, আর তিনিও অনর্গল উত্তর দিয়ে চলেছেন ইংরেজিতে ঠিক তখনই তার মধ্যেই তিনি নিজের মাতৃভাষায় কথা বলে উঠলেন।

ইংরেজিতে কথা বলা এক রিপোর্টারকে রীতিমতন থামিয়ে দিয়ে কোন এক পরিচিত কে প্রশ্ন করলেন,-” কেমন আছো জেঠিমা ” তারেই অহংকার ব্যবহার বারবার মানুষের কাছে অন্যতম করে তোলে তাকে। তার গায়ে ওকে ছাড়া তার ব্যবহারের রীতিমতন ফ্যান হয়ে গিয়েছে তার অনুরাগীরা।



This post first appeared on Bengali News Live, please read the originial post: here

Share the post

Arijit Singh: বিদেশে বাংলা বলে আরো একবার নজর কাড়লেন অরিজিৎ

×

Subscribe to Bengali News Live

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×