Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

নারায়নী নমস্তুতের বিজয়ীরা

পঞ্চমীর দিন নারায়নি নমস্তুতে দুর্গাপূজা এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ ফলাফল জানালো, কলকাতা চ্যাপ্টারের সেরা পূজা উদ্যোক্তাদের। বেশ কিছু বছর ধরে দিল্লিতে শুরু হওয়া এই দুর্গাপূজা উৎকর্ষের পুরস্কার আজ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে- আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, লন্ডন থেকে কলকাতা। ড্রিম নর্চারিস্ট এভিনিউ-এর উদ্যোগে বিশ্বব্যাপী এই শারদ সম্মানর প্রতিযোগিতায় কলকাতা থেকে অংশগ্রহণ করে শতাধিক পূজা কমিটি নিজেদের সৃজনশীলতা ও মৌলিক চিন্তাভাবনায় সৃষ্টি করা পূজা মন্ডপ থেকে শুরু করে পরিবেশ সব দিক দিয়ে বিচারকদের কাজটি কঠিন করে তোলে। অবশেষে কঠিনতম কাজটি শেষ করে ফেলেন তারা। বিভিন্ন ক্যাটেগরিতে বেছে নেন উৎকর্ষ মানের পূজা গুলিকে আসুন এক নজরে দেখেনি কোন পূজা, কি পুরস্কার জিতল।

ত্রিধারা অকালবোধন মানুষের জীবনের চড়াই উতরাই এবং সাফল্য। এই থীমেই কলকাতা চ্যাপ্টারের সেরা-র-সেরা পুজা বিবেচিত হল ত্রিধারা অকালবোধন।

হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব পেল ‘হেরিটেজ অ্যাওয়ার্ড’। তাদের থীম ‘দৃষ্টিকোণ’।

‘নারায়নী নমস্তুতে’ – র ব্যানার কে যে সুন্দরভাবে সাজিয়ে চেতলা সর্বসাধারণের দুর্গোৎসব কমিটি জিতে নিল বেস্ট ব্যানার ডিসপ্লে অ্যাওয়ার্ড। তাদের থীম ‘মায়ের ঘর’।

কাশি বোস লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রকৃতি মা-এর ‘মাটি’ রূপ তুলে ধরে জিতে নিল আর্টিস্ট এন্ড হিজ ক্রিয়েশন এওয়ার্ড।

অর্জুনপুর আমরা সবাই ক্লাবের শিল্পীর অভিনব মৌলিক চিন্তাধারা তুলে ধরে পেল বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড।তাদের থীম ‘কর্মজীবন’

আলিপুর ৭৮ পল্লী দেখালো তাদের সৃজনশীলতা তাদের থিম ‘চৌকাঠ’ -এ। তারা পেল বেস্ট ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড।

সল্টলেকের, এফ ডি ব্লক সার্বজনীন দুর্গাপূজা কমিটি তাদের থীম অনুজায়ি এক জঙ্গলের মধ্যে গ্রাম তৈরি করে জিতল বেস্ট ইকো ফ্রেন্ডলি পুজো অ্যাওয়ার্ড।

মধ্য কলকাতার এক ছোট্ট পুজো শেক্সপিয়ার সরণি সার্বজনীন দুর্গাপূজা বিভিন্ন সামাজিক কাজে নিযুক্ত থেকে পুরস্কৃত হল স্পেশাল ইনিশিয়েটিভ ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড। তাদের থীম শতবর্ষে সত্যজিৎ রায়।

বেলেঘাটার ৩৩পল্লীর থিম ‘চুপ কথা’ তাদের হাতে এনেদিল বেস্ট প্যান্ডেলের দ্বিতীয় পুরস্কার।

প্যান্ডেলের প্রথম পুরস্কার চলে গেল আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির হাতে। তাদের থিম ‘পুরনো দিনের গান আজও ভরে মন প্রাণ’।

১ নম্বর ওয়ার্ড সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী (জগত মুখার্জি পার্ক) পেল বেস্ট আইডলের দ্বিতীয় স্থান। তারা বর্ষা মঙ্গল তুলে ধরলেন মন্ডপে।

হাজরা পার্ক দুর্গোৎসব তাদের থীম ‘তান্ডব’ নিয়ে পেয়ে গেল বেস্ট আইডলের তকমা।

The post নারায়নী নমস্তুতের বিজয়ীরা appeared first on KEYখবর | Latest Bengali News.



This post first appeared on Bengali News Live, please read the originial post: here

Share the post

নারায়নী নমস্তুতের বিজয়ীরা

×

Subscribe to Bengali News Live

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×