Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Belgachia Sarbojanin Durgotsav : কলকাতার মায়ের হাতেই বিশ্ব জয়

নিজস্ব প্রতিবেদন: সমস্ত বাঙালির জন্যই দুর্গাপুজো তাঁদের সবচেয়ে বড় উৎসব। কিন্তু এ বছর সেই দুর্গাপূজার সমস্ত কলকাতাবাসির জন্য একটু বেশই বিশেষ । কারণ এ বছর কলকাতার পুজো পেয়েছে ‘ হেরিটেজের তকমা ‘। ইউনেস্কোর পক্ষ থেকে কলকাতার পুজোকে ‘ ক্যালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি ‘ পুরস্কারকে পুরস্কিত করা হয়েছে।

এই শারদীয়া উৎসব যদিও মূলত একটি হিন্দুদের উৎসব , কিন্তু বছরের পর বছর জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসব পালন করে আসছে মানুষ। যার কারণে আমরা এটিকে ‘ বারোয়ারি ‘পূজো বলে থাকি ।

উদাহরণস্বরূপ বেলগাছিয়ার সার্বজনীন দুর্গোৎসব সম্প্রদায়ের কথাই ধরুন । নাম শুনেই বোঝা যায় তারা এমন একটি সম্প্রদায় যারা গত ৯৫ বছর ধরে দুর্গাপূজার আয়োজন করে আসছে । কয়েক করে গত কয়েক বছর ধরেই তারা থিম প্যান্ডেলের জগতে অবিস্মরণীয় কিছু নিদর্শন সৃষ্টি করেছে ।

GTPL KCBPL এর ম্যানেজিং ডিরেক্টর বিজয় আগরওয়াল। উনি খুব সক্রিয়ভাবে মারওয়ারী সম্প্রদায়ের দুর্গাপুজোর সঙ্গে জড়িত । তিনি বলেছেন, ‘ প্রতিবছরই আমরা আমাদের থিমটিকে অত্যন্ত যত্ন সহকারে ডিজাইন করে থাকি । ঐতিহ্যবাহী এই দুর্গা পূজোয় স্পন্সর হিসেবে অংশগ্রহণ করতে পারে আমরা ধন্য । এবং বাংলার এই বিরাট উৎসবের অঙ্গ হয়ে আমরা গর্বিত ।

The post Belgachia Sarbojanin Durgotsav : কলকাতার মায়ের হাতেই বিশ্ব জয় appeared first on KEYখবর | Latest Bengali News.



This post first appeared on Bengali News Live, please read the originial post: here

Share the post

Belgachia Sarbojanin Durgotsav : কলকাতার মায়ের হাতেই বিশ্ব জয়

×

Subscribe to Bengali News Live

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×