Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

কাটল আইনি জট, ১৬ই নভেম্বর থেকেই খুলছে স্কুল

করোনার জেরে বিগত দুবছর যাবৎ বন্ধ থাকার পর আগামী ১৬ই নভেম্বর থেকে রাজ্যে স্কুল খুলবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। প্রথমে নবম থেকে দ্বাদশ শ্রেনীর জন্যে স্কুল খোলা হবে। দুসপ্তাহ পর পরিস্থিতি স্বাভাবিক থাকলে নীচু ক্লাসের জন্যে খুলে যাবে স্কুলের দরজা, এমনটাই জানিয়েছিল রাজ্য।

তবে রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কিছু মানুষ আদালতের দারস্ত হয়েছিলেন। তাদের দাবি ছিল ছাত্রছাত্রীদের যেহেতু টিকাকরন হয়নি তাই এখনি স্কুল খুললে তাদের সংক্রমিত হবার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় কোনমতেই এখনি স্কুল খোলা যুক্তিযুক্ত হবে না বলে তারা দাবি করেন।

কিন্তু রাজ্যে সরকার পালটা যুক্তি দিয়ে জানায় যে ইতিমধ্যেই দেশের বেশিরভাগ রাজ্যেই স্কুল খুলে গেছে। কিন্তু সেখান থেকে পড়ুয়াদের সংক্রমত হবার কোন খবর আসেনি। তাছাড়া এখন রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে। তাই এখন রাজ্যে স্কুল খুলতে কোন বাধা নেই বলেই দাবি করা হয় রাজ্যের তরফে।

দুপক্ষের মতামত শোনার পর কলকাতা হাইকোর্ট রাজ্যের গত ২৯শে অক্টোবারে জারি করা স্কুল খোলা সম্পর্কিত নির্দেশিকাটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে আগামী ১৬ই নভেম্বর থেকে সকল করোনাবিধি মেনে রাজ্যের সমস্ত স্কুল খুলবে। স্কুল চালু হবার পর পড়ুয়াদের সমস্যা হলে তারা আবার আদালতের দ্বারস্ত হতে পারবে বলে জানিয়েছে আদালত।

আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরও জানিয়েছেন যে এখনি পড়ুয়াদের স্কুলে আসা বাধ্যতামূলক করা হয়নি। তাই পড়ুয়ারা স্কুলে না এলেও তাদের উপস্থিতিতে কোন প্রভাব পরবে না। তবে তিনি পড়ুয়াদের অভিভাবকদের আশ্বস্ত করে জানিয়েছেন কোভিড পরিস্থিতিতে পরিকাঠামর ক্ষেত্রে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে তাই ছাত্রছাত্রীদের কোনরকম সমস্যা হবে না বলেই আশা করছেন তিনি।

The post কাটল আইনি জট, ১৬ই নভেম্বর থেকেই খুলছে স্কুল appeared first on Viral Indian News Portal in Bengali - Sweetindians.



This post first appeared on The Latest Bengali News | Viral News | News Updates, please read the originial post: here

Share the post

কাটল আইনি জট, ১৬ই নভেম্বর থেকেই খুলছে স্কুল

×

Subscribe to The Latest Bengali News | Viral News | News Updates

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×