Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

সবুজ বাজি চিহ্নিত করতে কলকাতা পুলিশ নিয়ে এল বিশেষ অ্যাপ

সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য তথা দেশের কোথাও নিষিদ্ধ বাজি ব্যবহার করা যাবে না। তার বদলে ব্যাবহার করা যাবে কেবলমাত্র সবুজ বাজি। কিন্তু এই সবুজ বাজিকে চিহ্নিত করার কোন পদ্ধতি জানা ছিল না কলকাতা পুলিশের। তাই এই সবুজ বাজিকে চিহ্নিত করতে কলকাতা পুলিশ নিয়ে এল এক বিশেষ ধরনের অ্যাপ।

এই অ্যাপ ব্যবহার করে বাজির বক্সের গায়ে থাকা কিউআর কোড স্ক্যান করে ওই বাজি আসল না নকল তা ধরতে পারবে পুলিশ। এই অ্যাপ ব্যবহার করে ভুয়ো বাজি চিহ্নিতকরনের কাজে লেগে পরতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত থানাকে। তারা ইতিমধ্যেই সেই কাজ জোরকদমে শুরু করে দিয়েছে বলে জানা গেছে।

সবুজ বাজি চিহ্নিত করার সহজ উপায় হল তাতে কিউআর কোড অবশ্যই থাকবে। এছাড়া এই ধরনের বাজিতে বারিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেটের পরিমান থাকে ৩০%-এর কম। এতে অ্যালুমিনিয়ামের পরিবর্তে ম্যাগনেশিয়াম ব্যবহার করা হয়। এই ধরনের বাজির বক্সের গায়ে কিউয়ার কোড ছাড়াও সিএসয়াইয়ার-নিরির লোগো এবং কারখানার ঠিকানা দেওয়া থাকে। তাই বাজি কেনার আগে উপরুল্লিখিত বিষয়গুলিকে একবার ভালভাবে যাচাই করে নিতে ক্রেতাদের অনুরোধ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।

The post সবুজ বাজি চিহ্নিত করতে কলকাতা পুলিশ নিয়ে এল বিশেষ অ্যাপ appeared first on Viral Indian News Portal in Bengali - Sweetindians.



This post first appeared on The Latest Bengali News | Viral News | News Updates, please read the originial post: here

Share the post

সবুজ বাজি চিহ্নিত করতে কলকাতা পুলিশ নিয়ে এল বিশেষ অ্যাপ

×

Subscribe to The Latest Bengali News | Viral News | News Updates

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×