Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

অতিবৃষ্টির দাপটে লক্ষীপুজোর বাজার করতে গিয়ে হাত পড়ছে মানুষের

আজ কোজাগরী লক্ষীপুজো। ছোট হোক বা বড়, রাজ্যের বেশিরভাগ মানুষ আজ মেতে উঠবে মাতৃ আরাধনায়। কিন্তু একদিকে যেমন পেট্রোপন্যের দাম লাগামছাড়া ভাবে বেড়েছে তেমনি অতিবৃষ্টির জেরে বাজারে ফল-সব্জির দাম অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। তাই অগ্নিমুল্যের এই বাজারে লক্ষীপুজোর আয়োজন করতে গিয়ে হাঁসফাঁস করছে মানুষ।

সব্জির বাজারে প্রায় হাত দেবার উপায় নেই। মঙ্গলবার বাজারে একপিস ছোট ফুলকপির দাম ছিল ৫০-৬০ টাকা। তেমনি একপিস ছোট বাঁধাকপির দাম ছিল ৬০-৭০ টাকা। টমেটো, পটল, বেগুন ১০০ টাকা/কেজি বিক্রি হয়েছে। সিম, পেঁয়াজকলি ২০০টাকা/কেজি। গাজর ৫০-৬০ টাকা/কেজি এবং ক্যাপ্সিকাম ১০০-২০০ টাকা/কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া লাউ ৩০-৪০ টাকা/কেজি এবং উচ্ছে ৫০-৬০ টাকা/কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

সব্জির পাশাপাশি ফলের দামও ছিল আকাশছোঁয়া। একপিস আখের দাম ৫-১০টাকা। ন্যাসপাতি ১০০-১৩০ টাকা/কেজি, পেয়ারা ৬০-১০০ টাকা/কেজি, মুসাম্বি লেবু ১০-১২ টাকা/পিস বিক্রি হয়েছে। শশা ৪০-৫০ টাকা/কেজি, কলা ৫০-৬০ টাকা/ডজন, আপেল ১০০-১২০ টাকা/কেজি, আতা ১৮০-২০০ টাকা/কেজি, এবং পানিফল ৮০-১০০ টাকা/কেজি দরে বিক্রি হয়েছে। সবমিলিয়ে এবছর লক্ষীপুজোর বাজার করতে গিয়ে হাত পুড়েছে মানুষের।

The post অতিবৃষ্টির দাপটে লক্ষীপুজোর বাজার করতে গিয়ে হাত পড়ছে মানুষের appeared first on Viral Indian News Portal in Bengali - Sweetindians.



This post first appeared on The Latest Bengali News | Viral News | News Updates, please read the originial post: here

Share the post

অতিবৃষ্টির দাপটে লক্ষীপুজোর বাজার করতে গিয়ে হাত পড়ছে মানুষের

×

Subscribe to The Latest Bengali News | Viral News | News Updates

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×