Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

অবাক ফেমিনিসম্

ফেমিনিস্ট দের এই মুহূর্তের সবচেয়ে বড়ো দাবী "women can enjoy their sexuality" আর সেটা করতে গিয়ে কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে একটা নতুন প্রাণ পৃথিবীতে আসে। সময়মতো বুঝতে পারলে সেই প্রাণটাকে গোড়াতেই শেষ করে দেওয়া হয়। কিন্তু যখন বুঝতে না পারার ফলে অনেকটা দেরী হয়ে যায় abortion করার উপায় থাকেনা তখন শুরু হয় ঝাঁট জালানো ফেমিনিসম। ছেলেটার against এ বিয়ের প্রতিশ্রূতি দিয়ে ধর্ষণ এর চার্জ আনা হয়।
আমার প্রশ্ন ছেলেটা হঠাৎ করে ধর্ষক কি করে হয়ে যায়?
দ্বিতীয়ত, 
মেয়েটার চুলকানিটাও তো কম ছিলনা। অথচ আমরা ধরেই নি যে ছেলেটিই ভুল বুঝিয়ে রাজি করিয়েছিল। বাহ্ দারুণ যুক্তি তো!!!!! 
তৃতীয়্তঃ, একটা মেয়ে একটা বেকার ছেলের সাথে প্রেম প্রেম খেলে শেষে বেকার বলে তাকে ছেড়ে পয়সাওলা কাওকে বিয়ে করে। এটা কি ঠকান না? এর against এ কী কেস আনবেন?
আর, একটা মেয়ে যদি একটি বেকার ছেলেকে accept না করতে পারে তাহলে সে কি করে একটা ছেলের সাথে বিয়ের আগে শারীরিক সম্পর্কে যায়?আর আশা করে সে দায়িত্ব নেবে?
না ছেলেরা বাধ্য না দায়িত্ব নিতে। কাজটা করার সময় যখন মেয়েটার সম্মতি ছিল, ভাবার দায়িত্বটাও তার ছিল।

এরপর, খবর হয় মেয়েটা tragedy film এর নায়িকা আর ছেলেটা villain হয়ে যায়। এরপর রোজ সে সমাজের হাতে ধর্ষিত হয়। সে খবরটা যদিত্ত কোন চ্যানেল দেখাবে না। কারন মেয়েরা অবলা। ধন্য সমাজ ধন্য যুক্তি । P.S. The inspiration is based on a true story.


This post first appeared on Rimpa Mukherjee's, please read the originial post: here

Share the post

অবাক ফেমিনিসম্

×

Subscribe to Rimpa Mukherjee's

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×