Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

শাওমি রেডমি নোট ১৩ মোবাইল ফোনের বাংলাদেশের দাম || Xiaomi Redmi Note 13 Price in Bangladesh 2023.

Xiaomi Redmi Note 13
অনেকেই নতুন মোবাইল কিনতে চাচ্ছেন। আর এই কারনে আপনারা গুগলে এসে বিভিন্ন ফোন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য খুঁজে থাকেন। আজকের আর্টিকেলে নতুন একটি মোবাইল ফোন সম্পর্কে বলবো। তাহলে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

Xiaomi Redmi Note 13 কিছুদিন পূর্বেই রিলিজ হয়েছে। আজকের পোস্টে Xiaomi Redmi Note 13 ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

চলুন এক নজরে দেখে নেয়া যাক এই আর্টিকেলে কী কী জানতে পারবেন?

  1. Xiaomi Redmi Note 13 হাইলাইট
  2. Xiaomi Redmi Note 13 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন
  3. Xiaomi Redmi Note 13 এর ভালো দিক 
  4. Xiaomi Redmi Note 13 এর অসুবিধা
  5. Xiaomi Redmi Note 13 এর বাংলাদেশ দাম


হাইলাইট


Xiaomi Redmi Note 13 ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে CPU Octa-core (2x2.4 GHz Cortex-A76 & 6x2.0 GHz Cortex-A55) ফোনটিতে ব্যবহার করা হয়েছে GPU Mali-G57 MC2
- 64 bit। Xiaomi Redmi Note 13 ফোনটিতে আরও রয়েছে 5000 mAh ব্যাটারী, 6.67 inches Display, 6GB/8GB/12GB RAM, 128GB/256GB Storage এবং ফোনটির পিছনে রয়েছে 100+2 MP ডুয়াল ক্যামেরা ও সামনে রয়েছে 16 MP সেলফি ক্যামেরা। ফোনটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 161.1 mm/6.34 inches ও 75 mm/2.95 inches। ফোনটির Thinness 7.6 mm/0.30 inches এবং ওজন 173.5 গ্রাম। ফোনটির কয়েকটি কালার রয়েছে Star Sand White, Midnight Dark & Time Blue কালার। এই ফোনটিতে বিল্ড ম্যাটারিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে Glass Front। এছাড়াও ফোনটিতে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, ফিঙ্গার সেন্সর ইত্যাদি।


Xiaomi Redmi Note 13 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন


প্রথম রিলিজ: অক্টোবর, 2023

তৈরি: China

কালার: এই মোবাইলটির কালার হলো- Star Sand White, Midnight Dark & Time Blue

নেটওয়ার্ক: 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক।

সিম: ডুয়াল সিম (ন্যানো-সিম এবং dual stand-by)

নাম: Xiaomi Redmi Note 13

ব্র্যান্ড: Xiaomi


বডি


ফোনটির Thinness 7.6 mm/0.30 inches এবং ওজন 173.5 গ্রাম। এই ফোনটিতে বিল্ড ম্যাটারিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে Glass Front।


স্টোরেজ


Xiaomi Redmi Note 13 ফোনটিতে আছে 6GB/8GB/12GB RAM, 128GB/256GB স্টোরেজ।


ক্যামেরা


Xiaomi Redmi Note 13 মোবাইলটিতে পিছনের ক্যামেরা আছে: 100+2 মেগাপিক্সেল + রেজোলিউশন: 11584 x 8688 পিক্সেল ও ভিডিও রেকর্ডিং: 1080p@30/60fps, 720p@30fps

Xiaomi Redmi Note 13 মোবাইলটিতে সামনের ক্যামেরা আছে: 16 মেগাপিক্সেল + রেজোলিউশন: 4616 x 3464 পিক্সেল ও ভিডিও রেকর্ডিং: 1080p@30fps, 720p@30fps


ডিসপ্লে


Xiaomi Redmi Note 13 মোবাইলটিতে ডিসপ্লে 6.67 ইঞ্চি ও রেজোলিউশন: 1080 x 2400 পিক্সেল (395 পিপিআই)। ডিসপ্লে প্রোটেকশন: Corning Gorilla Glass 5


ব্যাটারি


Xiaomi Redmi Note 13 মোবাইলটিতে আছে 5000 mAh ( Non-removable Li-Po ) ব্যাটারি। চার্জিং টাইম: Up to 62 minutes with 33W first charging


কর্মক্ষমতা


Xiaomi Redmi Note 13 ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে CPU Octa-core (2x2.4 GHz Cortex-A76 & 6x2.0 GHz Cortex-A55) ফোনটিতে ব্যবহার করা হয়েছে GPU Mali-G57 MC2
- 64 bit। চিপসেট: Mediatek Dimensity 6080 (6 nm) ও OS: Android 13


সেন্সর


Xiaomi Redmi Note 13 ফোনটিতে আছে ফিঙ্গার সেন্সর, Proximity Sensor, Accelerometer, Light Sensor, GPS Sensor ও Gyroscope Sensor। এছাড়াও আছে কম্পাস সেন্সর।


কানেক্টিভিটি


Wi-Fi: Wi-Fi 802.11 a/b/g/n/ac

WLAN: Dual-band, hotspot

Bluetooth: 5.3, A2DP, LE

NFC: No

USB: USB Type-C 2.0

Browser: HTML 5


অন্যান্য


Extra Features:
SMS(threaded view), MMS, Email, Push Email, IM
- XviD/MP4/H.265 player
- MP3/WAV/eAAC+/Flac player
- Photo/video editor
- Document viewer

More:
- IP54, dust and splash resistant



    আপনার পছন্দ হতে পারে এমন...

  • বর্তমানে অনলাইন থেকে ইনকামের সেরা পাঁচটি পদ্ধতি।
  • আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইল ফোনের বাংলাদেশের দাম || Apple iPhone 15 Pro Max Price in Bangladesh 2023.
  • আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল ফোনের বাংলাদেশের দাম || Apple iPhone 14 Pro Max Price in Bangladesh 2023.
  • স্মার্টফোন ব্যবহারের সময় এই ভুলগুলো কখনোই করবেন না। এই ৮ টি ভুল স্মার্টফোন ইউজাররা বেশি করে থাকে।
  • ফেসবুক রিলস থেকে ইনকাম করবেন যেভাবে || How to earning by Facebook reels.

Xiaomi Redmi Note 13 এর ভালো দিক


  • সিনেমাটিক-স্তরের সামনে এবং পিছনের ক্যামেরার গুণমান
  • ডিসপ্লে কোয়ালিটি
  • উন্নত ব্যাটারি এবং চার্জিং
  • Mediatek Dimensity 6080 (6 nm) চিপসেট
  • 5G সাপোর্ট
  • লাউড স্পিকার
  • মাল্টিটাচ সুবিধা
  • Infrared port


Xiaomi Redmi Note 13 এর অসুবিধা


  • কোন এফএম রেডিও নেই
  • এক্সটার্নাল মেমরি স্লট নেই


Xiaomi Redmi Note 13 এর বাংলাদেশ দাম


আনঅফিশিয়াল দাম:

  • ১২জিবি+২৫৬জিবি- ৩৬,৫০০ টাকা (প্রায়)


[বিঃদ্রঃ Xiaomi Redmi Note 13 ফোনটি কেনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে দেখবেন এবং বিস্তারিত জানাবেন, বুঝবেন তারপর কিনবেন। আর শাওমি ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা শো-রুম থেকে ফোনটির আপডেট দাম সম্পর্কে জেনে নিবেন।]


This post first appeared on , please read the originial post: here

Share the post

শাওমি রেডমি নোট ১৩ মোবাইল ফোনের বাংলাদেশের দাম || Xiaomi Redmi Note 13 Price in Bangladesh 2023.

×

Subscribe to

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×