Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল ফোনের বাংলাদেশের দাম || Apple iPhone 14 Pro Max Price in Bangladesh 2023.

Apple iPhone 14 Pro Max
অ্যাপন ফোন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু আর এই কারণেই অ্যপলের ফোন নিয়ে সবার মাতামাতি সবসময় একটু বেশীই থাকে। আপনার অনেকেই অনেকে ইন্টারনেটে খুঁজেন অ্যাপলের বিভিন্ন ফোনের দাম ফিচার ও অন্যান্য বিষয় সম্পর্কে। আপনাদের আগ্রহের কথা মাথায় রেখে আজকের আর্টিকেলে জানাবো আইফোন ১৪ প্রো ম্যাক্স সম্পর্কে। তাহলে অবশ্যই আর্টিকেলটি সম্পূর্ণ পড়বেন।

চলুন এক নজরে দেখে নেয়া যাক এই আর্টিকেলে কী কী জানতে পারবেন?

  1. আইফোন ১৪ প্রো ম্যাক্স হাইলাইট
  2. আইফোন ১৪ প্রো ম্যাক্স এর সম্পূর্ণ স্পেসিফিকেশন
  3. আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম
  4. আইফোন ১৪ প্রো ম্যাক্স এর ভালো দিক 
  5. আইফোন ১৪ প্রো ম্যাক্স এর অসুবিধা

হাইলাইট


iPhone 14 Pro Max ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে CPU Hexa-core (2x3.46 GHz Avalanche + 4x Blizzard) ফোনটিতে ব্যবহার করা হয়েছে GPU Apple GPU (5-core graphics)। iPhone 14 Pro Max ফোনটিতে আরও রয়েছে 4323 mAh ব্যাটারী, 6.7 inches Display, 6 GB RAM, 128 GB/256 GB/512 GB/1 TB Storage এবং ফোনটির পিছনে রয়েছে 48+12+12 MP ট্রিপল ক্যামেরা ও সামনে রয়েছে 12 MP সেলফি ক্যামেরা। ফোনটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 160.7 mm/6.33 inches ও 77.6 mm/3.06 inches। ফোনটির Thinness 7.9 mm/0.31 inches এবং ওজন 240 গ্রাম। ফোনটির কয়েকটি কালার রয়েছে Space Black, Silver, Gold & Deep Purple কালার। এই ফোনটিতে বিল্ড ম্যাটারিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে Glass Front (Gorilla Glass), Glass Back (Gorilla Glass), Stainless Steel Frame


আইফোন ১৪ প্রো ম্যাক্স এর সম্পূর্ণ স্পেসিফিকেশন


প্রথম রিলিজ: 07 সেপ্টেম্বর, 2022

তৈরি: USA

কালার: এই মোবাইলটির কালার হলো- Space Black, Silver, Gold & Deep Purple

নেটওয়ার্ক: 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক।

সিম: ডুয়াল সিম (ন্যানো-সিম এবং ইসিম)।

নাম: Apple Iphone 14 Pro Max

ব্র্যান্ড: iPhone

সম্পর্কযুক্ত ফোন: Apple iPhone 14, Apple iPhone 14 Plus, Apple iPhone 14 Pro, Apple iPhone 14 Pro Max


বডি


ফোনটির Thinness 7.9 mm/0.31 inches এবং ওজন 240 গ্রাম। এই ফোনটিতে বিল্ড ম্যাটারিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে Glass Front (Gorilla Glass), Glass Back (Gorilla Glass), Stainless Steel Frame। মডেল: A2651 (USA), A2893 (Canada, Japan), A2894 (International), A2895 (Russia), A2896 (China, Hong Kong), iphone15,3


স্টোরেজ


আইফোন ১৪ প্রো ম্যক্স ফোনটিতে আছে 6 GB RAM ও 128 GB/256 GB/512 GB/1 TB স্টোরেজ।


ক্যামেরা


আইফোন ১৪ প্রো ম্যক্স মোবাইলটিতে পিছনের ক্যামেরা আছে: 48+12+12 মেগাপিক্সেল + TOF 3D LiDAR স্ক্যানার ও ভিডিও রেকর্ডিং: 4K@24/25/30/60fps, 1080p@25/30/60/120/240fps, 10-bit HDR, Dolby Vision HDR (up to 60fps), ProRes, Cinematic mode (4K@30fps), stereo sound rec.

আইফোন ১৪ প্রো ম্যক্স মোবাইলটিতে সামনের ক্যামেরা আছে: ডুয়াল 12 মেগাপিক্সেল + SL 3D ও ভিডিও রেকর্ডিং: 4K@24/25/30/60fps, 1080p@25/30/60/120fps, gyro-EIS


ডিসপ্লে


আইফোন ১৪ প্রো ম্যক্স মোবাইলটিতে ডিসপ্লে 6.7 ইঞ্চি ও রেজোলিউশন: 1290 x 2796 পিক্সেল (460 পিপিআই)। ডিসপ্লে প্রোটেকশন: Scratch-resistant ceramic glass, oleophobic coating


ব্যাটারি


আইফোন ১৪ প্রো ম্যক্স মোবাইলটিতে আছে 4323 mAh ( Non-removable Li-Ion ) ব্যাটারি। চার্জিং টাইম: Up to 1:10 hours with Fast Charging
- Fast charging, 50% in 30 min (advertised)
- USB Power Delivery 2.0
- MagSafe wireless charging 15W
- Qi magnetic fast wireless charging 7.5W আর ভিডিও প্লেব্যাক: Up to 24:38 hours।


কর্মক্ষমতা


iPhone 14 Pro Max ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে CPU Hexa-core (2x3.46 GHz Avalanche + 4x Blizzard) ফোনটিতে ব্যবহার করা হয়েছে GPU Apple GPU (5-core graphics)। চিপসেট: Apple A16 Bionic (4 nm) ও OS: iOS 16


সেন্সর


আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনটিতে আছে Face ID, Proximity Sensor, Accelerometer, Barometer, LiDAR Scanner, Ultra-Wideband (UWB) support, Siri natural language commands and dictation, Gyroscope Sensor, Light Sensor, GPS Sensor: Yes, with dual-band A-GPS, GLONASS, GALILEO, BDS, QZSS সেন্সর।


কানেক্টিভিটি


Wi-Fi: Wi-Fi 802.11 a/b/g/n/ac/6

WLAN: Dual-band, hotspot

Bluetooth: 5.3, A2DP, LE

NFC: Yes

USB: Lightning, USB 2.0, proprietary reversible connector

Browser: HTML 5


অন্যান্য


Extra Features: 
- iCloud cloud service
- MP3/WAV/AAX+/AIFF/Apple Lossless player
- MP4/H.264 player
- Audio/video/photo editor
- Document editor

More: - IP68 dust/water resistant (up to 6m for 30 mins)
- Apple Pay (Visa, MasterCard, AMEX certified)
- Emergency SOS via satellite (SMS sending/receiving)
- Crash Detection


আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম


অফিসিয়াল দাম:

  • ৬জিবি+১২৮জিবি- ২,০১,৫৯৯ টাকা
  • ৬জিবি+২৫৬জিবি- ২,১৯,৬৯৯ টাকা
  • ৬জিবি+৫১২জিবি- ২,৫৫,৮৯৯ টাকা
  • ৬জিবি+১টিবি- ২,৮৯,৯৯৯ টাকা

আনঅফিসিয়াল দাম:

  • ৬জিবি+১২৮জিবি- ১,৩১,০০০ টাকা
  • ৬জিবি+১২৮জিবি- ১,৪৫,৫০০ টাকা (e-SIM, Inactive, USA)
  • ৬জিবি+১২৮জিবি- ১,৫২,৫০০ টাকা (e-SIM, Inactive)
  • ৬জিবি+১২৮জিবি- ১,৫৮,০০০ টাকা (Dual SIM, Inactive)
  • ৬জিবি+২৫৬জিবি- ১,৪১,০০০ টাকা
  • ৬জিবি+২৫৬জিবি- ১,৫৫,০০০ টাকা (e-SIM, Inactive, USA)
  • ৬জিবি+২৫৬জিবি- ১,৬২,০০০ টাকা (Dual, Inactive)
  • ৬জিবি+২৫৬জিবি- ১,৬৩,৫০০ টাকা (e-SIM, Inactive)
  • ৬জিবি+২৫৬জিবি- ২,২৮,০০০ টাকা (24K Gold Edition)
  • ৬জিবি+৫১২জিবি- ১,৯৫,০০০ টাকা (e-SIM, Inactive, USA)
  • ৬জিবি+৫১২জিবি- ১,৯৬,০০০ টাকা (e-SIM, Inactive)
  • ৬জিবি+৫১২জিবি- ১,৯৬,০০০ টাকা (Dual SIM, Inactive)
  • ৬জিবি+৫১২জিবি- ২,২৫,০০০ টাকা
  • ৬জিবি+১টিবি- ২,২৫,০০০ টাকা (e-SIM, Inactive, USA)
  • ৬জিবি+১টিবি- ২,২৬,০০০ টাকা (e-SIM, Inactive)
  • ৬জিবি+১টিবি- ২,৪৮,০০০ টাকা (Dual SIM, Inactive)


আইফোন ১৪ প্রো ম্যক্স এর ভালো দিক


  • সিনেমাটিক-স্তরের সামনে এবং পিছনের ক্যামেরার গুণমান
  • ডিসপ্লে কোয়ালিটি
  • উন্নত ব্যাটারি এবং চার্জিং
  • Apple A16 Bionic (4 nm) চিপসেট
  • 5G সাপোর্ট
  • উন্নত ব্যাটারি এবং চার্জিং
  • লাউড স্পিকার
  • মাল্টিটাচ সুবিধা


আইফোন ১৪ প্রো ম্যাক্স এর অসুবিধা


  • কোন 3.5 মিমি জ্যাক নেই
  • কোন এফএম রেডিও নেই
  • এক্সটার্নাল মেমরি স্লট নেই
  • কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই
  • Infrared port নেই

[বিঃদ্রঃ আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনটি কেনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে দেখবেন এবং বিস্তারিত জানাবেন, বুঝবেন তারপর কিনবেন। আর অ্যাপল ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা শো-রুম থেকে ফোনটির আপডেট দাম সম্পর্কে জেনে নিবেন।]


This post first appeared on , please read the originial post: here

Share the post

আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল ফোনের বাংলাদেশের দাম || Apple iPhone 14 Pro Max Price in Bangladesh 2023.

×

Subscribe to

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×