Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইল ফোনের বাংলাদেশের দাম || Apple iPhone 15 Pro Max Price in Bangladesh 2023.

Apple iPhone 15 Pro Max

কিছুদিন আগে বাজারে রিলিজ হয়েছে আইফোন ১৫ প্রো ম্যাক্স। আর অ্যপলের ফোন নিয়ে সবার মাতামাতি সবসময় একটু বেশীই থাকে। আপনার ইতোমধ্যেই অনেকে ইন্টারনেটে খুঁজতে শুরু করছেন আইফোন ১৫ প্রো ম্যাক্স এর দাম ফিচার ও অন্যান্য বিষয় সম্পর্কে। আপনাদের আগ্রহের কথা মাথায় রেখে আজকের আর্টিকেলে জানাবো আইফোন ১৫ প্রো ম্যাক্স সম্পর্কে। তাহলে অবশ্যই আর্টিকেলটি সম্পূর্ণ পড়বেন।

চলুন এক নজরে দেখে নেয়া যাক এই আর্টিকেলে কী কী জানতে পারবেন?

  1. আইফোন ১৫ প্রো ম্যাক্স হাইলাইট
  2. আইফোন ১৫ প্রো ম্যাক্স এর সম্পূর্ণ স্পেসিফিকেশন
  3. আইফোন ১৫ প্রো ম্যাক্স এর দাম
  4. আইফোন ১৫ প্রো ম্যাক্স এর ভালো দিক 
  5. আইফোন ১৫ প্রো ম্যাক্স অসুবিধা
  6. আইফোন ১৫ প্রো ম্যাক্স বাংলাদেশ কবে আসবে

হাইলাইট


iPhone 15 Pro Max ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে CPU Hexa-core (2x3.78 GHz + 4) ফোনটিতে ব্যবহার করা হয়েছে GPU Apple GPU (6-core graphics)। iPhone 15 Pro Max ফোনটিতে আরও রয়েছে 4422 mAh ব্যাটারী, 6.7 inches Display, 8 GB RAM, 256 GB/512 GB/1TB Storage এবং ফোনটির পিছনে রয়েছে 48+12+12 MP ট্রিপল ক্যামেরা ও সামনে রয়েছে 12 MP সেলফি ক্যামেরা। ফোনটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 159.9 mm/6.30 inches ও 76.7 mm/3.02 inches। ফোনটির Thinness 8.3 mm/0.33 inches এবং ওজন 221 গ্রাম। ফোনটির কয়েকটি কালার রয়েছে Black Titanium, White Titanium, Blue Titanium & Natural Titanium কালার। এই ফোনটিতে বিল্ড ম্যাটারিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে Glass Front (Corning Ceramic made Glass), Glass Back (Corning Ceramic-made Glass), Titanium Frame (Grade 5)।


আইফোন ১৫ প্রো ম্যাক্স এর সম্পূর্ণ স্পেসিফিকেশন


প্রথম রিলিজ: 22 সেপ্টেম্বর, 2023

তৈরি: USA

কালার: এই মোবাইলটির কালার হলো- Black Titanium, White Titanium, Blue Titanium & Natural Titanium

নেটওয়ার্ক: 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক।

সিম: ডুয়াল সিম (ন্যানো-সিম এবং ইসিম)।

নাম: Apple iPhone 15 Pro Max

ব্র্যান্ড: iPhone

সম্পর্কযুক্ত ফোন: Apple iPhone 15, Apple iPhone 15 Plus, Apple iPhone 15 Pro, Apple iPhone 15 Pro Max


বডি


ফোনটির Thinness 8.3 mm/0.33 inches এবং ওজন 221 গ্রাম। এই ফোনটিতে বিল্ড ম্যাটারিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে Glass Front (Corning Ceramic made Glass), Glass Back (Corning Ceramic-made Glass), Titanium Frame (Grade 5)। মডেল: A2849, A3105, A3106, A3108, iPhone16,2।


স্টোরেজ


আইফোন ১৫ প্রো ম্যক্স ফোনটিতে আছে 8 GB RAM ও 256 GB/512 GB/1TB স্টোরেজ।


ক্যামেরা


আইফোন ১৫ প্রো ম্যক্স মোবাইলটিতে পিছনের ক্যামেরা আছে: 48+12+12 মেগাপিক্সেল + TOF 3D LiDAR স্ক্যানার ও ভিডিও রেকর্ডিং: 4K@24/25/30/60fps, 1080p@25/30/60/120/240fps, 10-bit HDR, Dolby Vision HDR (up to 60fps), ProRes, Cinematic mode (4K@24/30fps), 3D (spatial) video, stereo sound rec.

আইফোন ১৫ প্রো ম্যক্স মোবাইলটিতে সামনের ক্যামেরা আছে: ডুয়াল 12 মেগাপিক্সেল + SL 3D ও ভিডিও রেকর্ডিং: 4K@24/25/30/60fps, 1080p@25/30/60/120fps, gyro-EIS


ডিসপ্লে


আইফোন ১৫ প্রো ম্যক্স মোবাইলটিতে ডিসপ্লে 6.7 ইঞ্চি ও রেজোলিউশন: 1290 x 2796 পিক্সেল (460 পিপিআই)। ডিসপ্লে প্রোটেকশন: Ceramic Shield Glass


ব্যাটারি


আইফোন ১৫ প্রো ম্যক্স মোবাইলটিতে আছে 4422 mAh ( Non-removable Li-Ion ) ব্যাটারি। চার্জিং টাইম: Up to 1:10 hours with 20W Fast Charger
- USB Power Delivery 2.0
- 15W MagSafe wireless charging
- 7.5W Qi magnetic fast wireless charging


কর্মক্ষমতা


iPhone 15 Pro Max ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে CPU Hexa-core (2x3.78 GHz + 4) ফোনটিতে ব্যবহার করা হয়েছে GPU Apple GPU (6-core graphics)। চিপসেট: Apple A17 Pro (3 nm) ও OS: iOS 17


সেন্সর


আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনটিতে আছে ফেস আইডি, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপ, ই-কম্পাস, ব্যারোমিটার সেন্সর।


কানেক্টিভিটি


Wi-Fi: Wi-Fi 802.11 a/b/g/n/ac/6e

WLAN: Dual-band, Hotspot

Bluetooth: 5.3, A2DP, LE

NFC: Yes, with reader mode

USB: USB Type-C 3.0, DisplayPort

Browser: HTML 5


বাংলাদেশ আইফোন ১৫ প্রো ম্যক্স এর দাম


বাংলাদেশ আইফোন ১৫ প্রো ম্যক্স ফোনটির দাম ২১৫০০০ টাকা (৮+২৫৬) জিবি। আপনার বাজেট যদি থাকে বেশি আর আপনি যদি অ্যাপলের মতো ব্র্যান্ডের ফোন নিয়ে ঘুরতে চান তাহলে বাংলাদেশ আইফোন ১৫ প্রো ম্যক্স আপনার জন্য।


আইফোন ১৫ প্রো ম্যক্স এর ভালো দিক


  • সলিড বিল্ড, সুরক্ষা, জলরোধী, টাইটানিয়াম ফ্রেম
  • সিনেমাটিক-স্তরের সামনে এবং পিছনের ক্যামেরার গুণমান
  • শীর্ষ-গ্রেড ডিসপ্লে কোয়ালিটি
  • 5G সাপোর্ট
  • শিল্পের শীর্ষস্থানীয় 3 nm Apple A17 Pro চিপসেট
  • উন্নত ব্যাটারি এবং চার্জিং
  • পরবর্তী স্তরের গেমিং অভিজ্ঞতা
  • অ্যাপল অপ্টিমাইজ করা হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার
  • স্যাটেলাইটের মাধ্যমে জরুরী SOS
  • মাল্টিটাচ সুবিধা


আইফোন ১৫ প্রো ম্যাক্স অসুবিধা


  • কোন 3.5 মিমি জ্যাক
  • এক্সটার্নাল মেমরি স্লট নেই
  • কোন মাইক্রোএসডি স্লট নেই
  • কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই
  • কোন এফএম রেডিও নেই


আইফোন ১৫ প্রো ম্যাক্স বাংলাদেশ কবে আসবে


আইফোন ১৫ প্রো ম্যাক্স বাংলাদেশ কবে আসবে তা এখনও বলা হয়নি। তবে সেপ্টেম্বরের ২৯ তারিখ ম্যাকাও, মালয়েশিয়া, তুর্কিয়ে, ভিয়েতনামসহ আরও ১৭ টি দেশে রিলিজ হবে।

[বিঃদ্রঃ আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনটি কেনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে দেখবেন এবং বিস্তারিত জানাবেন, বুঝবেন তারপর কিনবেন। আর অ্যাপল ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা শো-রুম থেকে ফোনটির আপডেট দাম সম্পর্কে জেনে নিবেন।]


This post first appeared on , please read the originial post: here

Share the post

আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইল ফোনের বাংলাদেশের দাম || Apple iPhone 15 Pro Max Price in Bangladesh 2023.

×

Subscribe to

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×