Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

এক ক্লিকেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন।

এক ক্লিকেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন।

বিভিন্ন কারণে ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।আমরা অনেকেই ফটো তুলতে পছন্দ করি শুধু ফটো তুলেই ক্ষান্ত হইনা।ফটোগুলো এডিট করে আরও সুন্দর করার চেষ্টা করি।আর ফটো এডিট করতে গেলে ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার দরকার হয়।এছাড়াও যারা ইউটিউবে কাজ করেন তাদের ইউটিউব থাম্বনেইল তৈরির কাজে png ফটোর প্রয়োজন হয়।মোটকথা বিভিন্ন কাজে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হতে পারে। আজকের পোস্টে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে এক ক্লিকেই অটোমেটিক ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়।

মূলত দুই পদ্ধতিতে মোবাইল দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়।

  1. ওয়েবসাইটের মাধ্যমে
  2. মোবাইল অ্যাপসের মাধ্যমে 


ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে ফটোর

 ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন।


বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলো ব্যবহার করে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়।যেমন Adobe Express, Fotor, Removal.AI, Remove Background বা remove.bg ইত্যাদি।


Remove Background বা

 remove.bg ব্যাবহার করে কীভাবে

 ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন?


স্টেপ ১ঃপ্রথমে যেকোনো ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে Remove Background বা remove.bg লিখে সার্চ করুন।

স্টেপ ২ঃএরপর www.remove.bg ওয়েবসাইটে প্রবেশ করুন।

স্টেপ ৩ঃওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে ফটো আপলোড করার অপশন পাবেন।Upload Image লেখার উপর ক্লিক করে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করুন।
স্টেপ ৪ঃফটো আপলোড করে কিছুক্ষণ অপেক্ষা করুন।এরপর অটোমেটিক ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে এডিট অপশনে ক্লিক করে আপনার পছন্দের (সেখানে যেসব ব্যাকগ্রাউন্ড ফটো দেওয়া আছে ) ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন এবং ফটোটি এডিট করতে পারবেন।আর না চাইলে png ফাইল ডাউনলোড করতে পারবেন।

স্টেপ ৫ঃনিচ থেকে Download আইকনে ক্লিক করে ফটোটি ডাউনলোড করুন।

Remove Background বা remove.bg এর মতো উপরে বর্ণিত অন্যান্য ওয়েবসাইট থেকেও খুব সহজেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।


অ্যাপসের মাধ্যমে কীভাবে ফটোর

 ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন?


বর্তমানে মোবাইলে বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করে খুব সহজেই মূহুর্তের মধ্যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব।যেমন Background Eraser Photo Editor, Adobe Photoshop Mix, Background Eraser, Picsart Al Avatar Photo Editor ইত্যাদি।


Background Eraser Photo Editor

 ব্যাবহার করে কীভাবে ফটোর

 ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন?


স্টেপ ১ঃপ্রথমে Background Eraser Photo Editor অ্যাপটি ওপেন করে Create আইকনে ক্লিক করে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি আপলোড করুন।
স্টেপ ২ঃফটো আপলোড করে কিছুক্ষণ অপেক্ষা করুন।এরপর অটোমেটিক ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।আপনি চাইলে নিচের এডিট অপশনে ক্লিক করে আপনার পছন্দের (সেখানে যেসব ব্যাকগ্রাউন্ড ফটো দেওয়া আছে ) ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন এবং ফটোটি এডিট করতে পারবেন।আর না চাইলে png ফাইল ডাউনলোড করতে পারবেন।

স্টেপ ৩ঃউপর থেকে (✓)  আইকনে ক্লিক করে SAVE আইকনে ক্লিক করে ফটোটি সেভ করুন।


এক ক্লিকেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয় তা জানতে নিচের টিউটোরিয়াল ভিডিওটি দেখুন।

Change photo background just one click on android.




This post first appeared on , please read the originial post: here

Share the post

এক ক্লিকেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন।

×

Subscribe to

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×