Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

শীত নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, মেসেজ । শীতের কবিতা ও ছন্দ

শীত নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, শীতের কবিতা

ঋতু চক্রের আবর্তনে আমাদের দেশে শীত আসে কুয়াশার চাদরে। কুয়াশা আর শিশিরে ভেজা শীত রোমান্টিক হয়ে উঠে প্রিয়জনের সাথে মেসেজ, স্ট্যাটাস, কবিতার মাধ্যমে। আপনি যদি শীত নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, মেসেজ ও শীতের কবিতা ও ছন্দ পেতে চান তাহলে এই নিবন্ধটি আপনার জন্য।

আমাদের মধ্যে অনেকেই ফেসবুকে শীতের সকাল স্ট্যাটাস দিতে পছন্দ করেন। শীতের সকালে ঘুম থেকে উঠেই প্রিয়জনকে শুভ সকাল পিকচার দিয়ে শুভেচ্ছা জানানো আর ফেসবুকে স্ট্যাটাস দেওয়া অনেকেই পছন্দ করেন। তাই আজকের নিবন্ধে, শীত নিয়ে স্ট্যাটাস প্রকাশ করেছি।

এখানে ৩০+ শীতের স্ট্যাটাস, শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, শীত নিয়ে কবিতা প্রকাশ করা হয়েছে।

শীত নিয়ে স্ট্যাটাস

১। শীত হলো একটি পর্দাশীল ঋতু, যা নারীকে অশ্লীল জামা পরিধান করা থেকে বিরত রাখে, আলহামদুলিল্লাহ।

২। নবান্নের ঘ্রাণ শেষ হতে না হতে দোরগোড়ায় এসে উপস্থিত হয় আমাদের সকলের প্রিয় শীতকাল।

৩। শীত আসছে গুটি গুটি পায়ে। আসছে পিঠা-পুলি, গানের আসর, গরম কফি কিংবা চায়ের সময়। সেই সাথে আসবে বিষণ্ণতা, রুক্ষতা, কিঞ্চিৎ জ্বর-কাশি, ঠান্ডার ভাব। এই শীতে নিজের যত্ন নিন, যত্ন নিন আপনজনদের ও। শীতের দুপুরের শুভেচ্ছা।

৪। যাচ্ছে ভালো চলছে ভালো কাটছে ভালো দিন সবাই শীতের শুভেচ্ছা নিন।

৫। শীতের কোন প্রাণময় রূপমাধুরী নেই, এটি শূন্য, ধ্যানের তপস্যা।

৬। হেমন্ত পেরিয়ে, সমস্ত প্রকৃতিতে শীত সাময়িকভাবে নিজেকে জাহির করে; তখন মানুষ তাকে গ্রহণ করে।

৭। শীতের উজ্জ্বল মাধুর্যে প্রকৃতি সুন্দর হয়ে ওঠে; সে শুধু সুন্দরই নয় খুব মিষ্টি।

৮। শীতকাল এসে পড়েছে, তাতে আমার কি আমি তো রেইনকোট পড়ে গোসল করুম।

৯। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুর চোখ জুড়ানো শোভা, খেজুরগাছে ঝোলে রসের হাঁড়ি পৌষ পার্বণে পিঠে পুলির আয়োজন আর তার সাথে নলেনগুড়ের পায়েস একেই বলে শীতকালের আয়েস।

১০। শীতের দিনে উষ্ণতার সন্ধানে ঘরে ঘরে গরম কাপড়ের প্রাচুর্য, দরিদ্র সমাজের একমাত্র ভরসা আগুন। নিষ্ঠুর প্রকৃতি নয়; সমাজ নিষ্ঠুর।

সম্পর্কিত নিবন্ধ - ফুল নিয়ে ক্যাপশন

শীত নিয়ে ক্যাপশন । শীতের ক্যাপশন

১১। হা করলেই যদি মুখ থেকে ধোয়া বের হয় তা হলে বুঝবেন যে শীত কাল এসে গেছে।

১২। শীত শীত ভাব, সুন্দরী বউয়ের অভাব।

১৩। শীতের জড়তা বড়ই মায়াবী। সুমধুর, অলসতায় শীতের ভোরবেলা যেন এক আদরিনী মেয়ে।

১৪। শীতের উজ্জ্বল মধুরিমা গায়ে মেখে প্রকৃতি অপরূপা হয়ে ওঠে; শুধু সুন্দর নয় বড় স্নিগ্ধ লাগে তাকে।

১৫। ভালবাসা এমন একটি কুয়াশা যা বাস্তবতার প্রথম দিনের আলোতে হারিয়ে যায়। – চার্লস বুকভস্কি।

১৬। শীতের কাল শুকিয়েছে পাতা, তুমি রোদ হয়ে এনো উষ্ণতা।

১৭। অমলিন ও পরিচ্ছন্ন শীতকাল যেমন উপভোগ্য তেমনই স্বাস্থ্যকর।

১৮। শীতের দিনের রুপোলি রোদে অবগাহন করতে করতে গ্রাম্য পথে আপন মনে ভ্রমণের অভিজ্ঞতা অনির্বচনীয়।

১৯। শীতের রাতে বাইরে টং দোকানে বসে এক কাপ চা জীবনে এনে দেয় দারুণ এক অনুভূতি ।

২০। শীত মানেই কষ্ট নয়, শীতকেও নিজের মত উপভোগ করা যায়, যদি পাশে বন্ধুরা থাকে।

শীতের শুভ সকাল মেসেজ

২১। সকালের রোদ তুমি বিকেলের ছায়া, গোধূলির রং তুমি মেঘের মায়া। ভোরের শিশির তুমি জোছনার আলো, আমি চাই তুমি থাক সব সময় ভাল। শীতের শুভ সকাল।

২২। সকাল বেলা ঘুম ভাঙাল একটি পাখি এসে, শুভ সকাল বলল আমায় মিষ্টি করে হেসে। আমিতো আর পাখি নয় বলব উড়ে উড়ে , বলছি তাই শীতের শুভ সকাল।

২৩। সুখের জন্য “স্বপ্ন”, দুখের জন্য “হাসি”, দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”, মনের জন্য “আশা”, তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”,,, শুভ সকাল।

২৪। ভোরে শুনি কোকিলের কুহু কুহু ডাক, দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক, বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল, বন্ধু তোমাকে জানাই - শুভ সকাল।

২৫। শিশির ভেজা দুর্বা ঘাসে, ফুলের রাণী বলছে হেসে। বিদায় নিয়েছে হিমেল রাত, জানাই তোমাদের সুপ্রভাত।

আরও পড়ুন - শুভ সকাল sms

২৬। সকাল বেলা এসো তুমি ,শিশির কণা হয়ে,,,,, সন্ধ্যা বেলা এসো তুমি, রক্ত জবা হয়ে,,,, রাত হলে জ্বলো তুমি জোনাকি হয়ে,,,,, সারা জীবন থেকো তুমি,,, আমার বন্ধু হয়ে। শুভ সকাল।

২৭। সবাইকে জানাই শুভ্র সকালের কুয়াশা ভেজা শীতল শুভেচ্ছা,,,,,,,,, শুভ সকাল।

২৮। শীতের মাঝে সকাল সাজে, কুয়াশার শব্দ কানেতে বাজে। তোমার সৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘন্টা বাজে। তাই জীবন কাটাবো প্রেমহিন, ভবিষ্যৎ হবে রঙিন। আবার এলো সেই শীতের দিন।

২৯। শীতের সকালে, কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আলোতে। যদি ঘুম ভাঙে তোমার, মনে করবে প্রথম "গুড মর্নিং" উইশটা ছিল শুধু আমার।

৩০। দুর্বা ঘাসের ডগায় জমে থাকা এক ফোটা শিশিরবিন্দু স্পর্শে ভোরে উঠুক তোমার প্রতিটি সকাল শুভ সকাল।

শীত নিয়ে কবিতা

কবিতা - ১

শীত
- রাকিব
-------------
বছর শেষে শীত ফিরেছে,
কুয়াশার দল নিয়ে।
তোমায় বরণ করবো বলে,
শীত গিয়েছে বেড়ে।
তোমার ক্ষিপ্রতায়
শীতের তীব্রতায়
উষ্ণতা এসেছে কি ফিরে।
প্রকৃতিতে মুগ্ধতা ফিরেছে,
ফিরেছে ছয় ঋতু।
তোমায় ফেরার অপেক্ষায়,
ধুমকেতু আর হেতু।

কবিতা - ২

নেই সে কদর শীতের পিঠার
-সঞ্জয় কুমার পাল 
---------------
হেমন্তের  হীম শীত সকালে
নবান্নের শুকনো ধানের  গুঁড়ো দিয়ে, 
ভাপা পিঠা বানাতেন মাটির উনুনে
আমার মমতাময়ী মায়ে।
ভাপা পিঠের দারুণ প্রচলন ছিলো
ভাপা পিঠা না হলে,
শীত এসেছে মনেই হতোনা
এ পিঠা না খেলে।
পৌষ আর মাঘে পুলি পিঠা, পাকন পিঠা     
পাটিসাপটার ঘ্রাণ,
লবঙ্গ লতিকা, জামদানি পিঠা, কলা পিঠা
হায়! নেচে উঠতো প্রাণ।
খেজুরের রসে ভেজাতে হতো
 চিতই নামের পিঠা,
ভেজানোর পর খেলেই তা
লাগতো বেজায় মিঠা।
কালা পিঠা,বোতাম পিঠা, নকশি পিঠা
আরো আছে নানা জাতের নাম,
অঞ্চল ভেদে নানা জাতের নানা পিঠার
ছিলো অনেক সুনাম।
আজকাল এসব পিঠা পুলির কদর
নেই বললেই চলে,
বিপনী বিতানে নানা ফাস্টফুড সোপ
চলছে রাজারহালে।
চটপট্টি, ফুচকা, বার্গার, চিকেন ফ্রাই 
এসব চলছে হরদম,
অথচ যুগ যুগ ধরে চলে আসা পিঠার নাম
নতুন প্রজন্ম জানেই না একদম।

কবিতা - ৩

ভোরের শহরটা কি স্নিগ্ধ নির্মল
আবছা কুঁয়াশা মাখা 
হালকা শীত শীত ভাব
চারদিকে নিঃসীম নিরবতা। 
যান্ত্রিকতার কোন ছোঁয়া নেই
জনমনবের শোরগোল নেই
মাঠে হাটে আড্ডা নেই
কোন ব্যাস্ততা নেই পথ ঘাট জুড়ে
যেন এক সর্গীয় সুবাতাস বয়ছে।
গাছে গাছে পাখীদের কলতান
ডানা ছেড়ে উড়া চলা
কিচির-মিচির শব্দে মুখরিত 
আম্রকানন কাঠালের শাখা।
ইতি-উতি চড়ুইয়ের ছুটোছুটি 
কিচ কিচ করে স্রী চড়ুইকে আকৃষ্ট করা
মন কেড়ে নেয়া এক মোহনীয় পরিবেশ।

কবিতা - ৪

শীত সকালের গান।
-উদাসী গনেশ। 
------------------
হেমন্তের অবসানে হিমেল হাওয়ায়,
কাঁপিতে কাঁপিতে শীত এসে হাজির হয়।
পৃথিবী শুইয়া কাঁপে রুগ্ন শয্যায়,
হিমেল নিঃস্বাসে সদা তনু শিহরায়।
সূর্য্য কাঁপে ত্রাসে সুদুর মকর ক্রান্তিতে,
মলিন তাপে সমীরণ ভরিছে ভ্রান্তিতে।
সর্বত্র মালিন্যের যেন পড়ে ছায়া,
চারিদিক কুয়াশাচ্ছন্ন হেন শীত কায়া।
কাঁথার আস্তরন হইতে মুখখানি তুলিয়া,
দেখি রবি উদিয়াছে কুহেলী ভেদিয়া।
অবিশ্রান্ত কান্না রূপ কুয়াশা যে ঝরে,
নির্জনে অবিরাম ধারায় নীহার বিন্দু পড়ে।
ধুসর পর্দায় যেন মুখ ঢাকিয়া যায়,
মাঠ-ঘাট, বন-বাদার, পথিক লোকালয়।
ভোরের তরুণ তপন অনেক দেরীতে,
পূর্বাকাশে উদিত হয় কিরণ ছাড়িতে।
রৌদ্র আসিয়া পড়ে বট-পাকুরের শিরে,
ক্রমশেঃ সোনালী আলো ছড়াইয়া পড়ে।
অজস্র শিশির কণা মুক্তার ন্যায়,
গাছে, দূর্ব্বাদলে, পত্রে-পুস্পে ঝলমলায়।
হাঁড় কাঁপানো হিম হাওয়া আসে ঝুঁকে ঝুঁকে,
শীতের চাবুক মারে প্রকৃতির বুকে।
ঠাণ্ডা কুয়াশায় হাওয়া ঘুড়িয়া যে ফিরে,
ঢুকিয়া আঘাত করে জীর্ণ কুটিরে।
পরিত্যক্ত খড়-খুটার আগুন ধরাইয়া,
চারিপাশে ঘিড়ে বসি দলবদ্ধ হইয়া।
শিশুরা মাদুর পাতে মিষ্টি মাখা রোদে,
মাতিয়া উঠে নতুন বই পড়ার আমোদে।
কৃষাণের ঘড়ে উঠে নতুন যে ধান,
হরেক রকম পিঠা-পুলির চলে ধুমধাম।
চামেলী-বকুল ফোটে বাড়ির উঠানে,
নিস্প্রভ-মলিন হয় হিমেল আলিঙ্গনে।

আরও পড়ুন - মন খারাপের স্ট্যাটাস ও ক্যাপশন

আশা করি, শীত নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, মেসেজ । শীতের কবিতা ও ছন্দ গুলো আপনাদের ভালো লেগেছে। আপনার যে ক্যাপশনটি ভালো লাগবে সেটি কপি করে যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন।



This post first appeared on Fuler Chobi, please read the originial post: here

Share the post

শীত নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, মেসেজ । শীতের কবিতা ও ছন্দ

×

Subscribe to Fuler Chobi

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×