Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ঈদুল আযহার শুভেচ্ছা ব্যানার ও পোস্টার ডিজাইন

ব্যানার ও পোস্টারের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানোর এক বিশেষ রীতি রয়েছে। আপনি যদি ঈদুল আযহার শুভেচ্ছা ব্যানার ও পোস্টার ডিজাইন করতে চান তাহলে এই নিবন্ধটি আপনার জন্য।

বন্ধু বা প্রিয়জনদের ঈদ শুভেচ্ছা জানাতে প্রয়োজন হয় ঈদ মোবারক পোস্টার ও ব্যানার ডিজাইন। এই পোস্টারগুলো সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কাজে ব্যবহৃত হয়। আপনার ছবিসহ একটি আকর্ষণীয় ঈদুল আজহার শুভেচ্ছা ব্যানার সবাইকে হৃদয়গ্রাহী বার্তা দিয়ে থাকে।

ঈদুল আযহার শুভেচ্ছা ব্যানার ও পোস্টার ডিজাইন

এই নিবন্ধে, ২ টি আকর্ষণীয় ঈদুল আযহা ব্যানার PLP ফাইল শেয়ার করবো। যেগুলো মোবাইল দিয়ে এডিট করে আপনার ছবি যুক্ত করতে পারবেন।

ঈদুল আযহার শুভেচ্ছা ব্যানার ডিজাইন

ঈদুল আযহার শুভেচ্ছা ব্যানার

ঈদুল আযহার শুভেচ্ছা ব্যানার PLP ফাইল - ডাউনলোড

ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার ডিজাইন

ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার ডিজাইন

ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার ডিজাইন PLP ফাইল - ডাউনলোড

ঈদুল আযহার ব্যানার ডিজাইন করার নিয়মঃ

মোবাইল দিয়ে PixelLab এপটি ব্যবহার করে খুব সহজেই পোস্টার ডিজাইন করা যায়। উপরে দেওয়া PLP ফাইলগুলো এডিট করে আপনার ছবি এবং নামটি বসিয়ে চমৎকার একটি পোস্টার ডিজাইন করতে পারবেন। আমরা মনে করি, সকল গুগল ব্যবহারকারী এই PLP File গুলো দিয়ে পোস্টার বা ব্যানার ডিজাইন করতে পারবেন। তবে ডিজাইন করার নিয়ম না জানলে, নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

১। প্রথমে উপরে দেওয়া ডাউনলোড লিংকে ক্লিক করে PLP গুলো ডাউনলোড করে নিন।

২। তারপর ডান পাশের ৩ডট ম্যানু থেকে open .plp file অবশনে ক্লিক করে ডাউনলোড ফোল্ডার থেকে আপনার আগে ডাউনলোড করা PLP ফাইলটি ওপেন করুন।

৩। PLP ফাইলটি একবার ওপেন হলে গেলে আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি Import করুন। আর আগের নামটি পরিবর্তন করে আপনার নাম লিখে দিন।

৪। সবকিছু হলে গেলে Save বাটনে ক্লিক করে Save as image অবশনে ক্লিক করলেই আপনার ছবি ও নাম সহ একটি ব্যানার বা পোস্টার তৈরি হয়ে যাবে।

অনেক সহজ তাই না? আশা করি, প্রত্যেকেই এই PLP ফাইলগুলো এডিট করে আকর্ষনীয় একটি ব্যানার / পোস্টার ডিজাইন করতে পারবেন। 

ঈদুল আজহা নিয়ে আরও কিছু নিবন্ধঃ

  • ঈদুল আজহা পিকচার
  • ঈদ মোবারক ক্যাপশন
  • ঈদের শুভেচ্ছা বার্তা ও বানী

ইসলামী সংস্কৃতিতে ঈদুল আযহার তাৎপর্য অপরিসীম। এই ঈদ মুসলমানরা নামাজ আদায় করে, খাবার ভাগ করে এবং গরীব-দুঃখীদের মাঝে মাংস বিতরণ করে উদযাপন করে। এটি প্রতিফলন, সমবেদনা, পারিবারিক এবং সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করার একটি সময়। একতাবদ্ধতার এই চেতনায়, সুন্দর শুভেচ্ছা পোস্টার শেয়ার করা ঈদের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আসুন আমরা একসাথে আনন্দ করি এবং এই ঈদ উল-আযহাকে সবার জন্য একটি স্মরণীয় উপলক্ষ করে তুলি।



This post first appeared on Fuler Chobi, please read the originial post: here

Share the post

ঈদুল আযহার শুভেচ্ছা ব্যানার ও পোস্টার ডিজাইন

×

Subscribe to Fuler Chobi

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×