Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

স্বর্গ মর্ত পাতাল - হাবিবুর রহমান Sarga Marta Patal pdf by Habibur Ranman

স্বর্গ মর্ত পাতাল pdf download - হাবিবুর রহমান Sarga Marta Patal pdf by Habibur Ranman pdf

লেখকের নিবেদন
'তাই আমি মেনে নিই সে নিন্দার কথা— 
আমার সুরের অপূর্ণতা। 
আমার কবিতা, জানি আমি, 
গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।'
কার লেখা জানেন? স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের। সুতরাং, আপনি আমি সাধারণ মানুষ। কোন ছার! আর উপন্যাস তাে সাহিত্যে সমাজের দর্পন। তাই, ভয় হয় পাছে লােকে কিছু বলে। কিন্তু, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে!' ফুল তুলতে গেলে কাঁটা থাকবে, বিরত হলে চলবে কেন? হাতে কাঁটা লাগার ভয় আমার কেটে গেছে। কেননা, হাতে খড়ি হয়ে গেছে অনেক দিন আগে। প্রশংসা-নিন্দার অভিজ্ঞতাও অনেক হয়েছে। ভাই, সাহসও অনেকটা বেড়েছে। সমাজ নিত্য পরিবর্তনশীল। কিন্তু যতই পরিবর্তন হােক না। উঁচু-নীচু, ভেদাভেদ, সাদা-কালাের দ্বন্দ্ব, হ্যাভ-হ্যাভ নট এর পার্থক্য কিন্তু চিরন্তন। স্বর্গ-মর্ত্য-পাতাল উপন্যাস তার সার্থক রূপায়ণ। জমিদারি প্রথা কবে উঠে গেছে। কিন্তু তাদের প্রবীণ বংশধরটি এখনাে সেই ধারা ধরে রাখতে মরিয়া। সে কেন মানবে তার নবীনা বংশধরটি, এক কালে তার বাড়িতে কাজ করা সামান্য লােকের এক মেধাবী ছেলেটির সঙ্গে মিশবে, তাকে ভালােবাসবে? সেখানে মেধা, যােগ্যতা তার মাপকাঠি নয়। যােগ্যতা তার বংশ মর্যাদা, তার স্টেটাস, তার ধন ঐশ্বর্য। এই স্টেটাসের গোঁ রাখতে গিয়ে, সমানে সমানে সখ্যতা রাখতে গিয়ে নিজের হাতে নিজ প্রজন্মকে অতৃপ্তির অন্ধকারে ঠেলে দিতেই হয়। স্বর্গ-মর্ত্য-পাতাল উপন্যাসটি এ রকমই এক টেনশনে ভরপুর ভয়ঙ্কর কাহিনীর নির্যাস। ডঃ হরেন্দ্র কিশাের মণ্ডল পারবেন কি এই বেড়া ভেঙে দিতে? পারবেন কি সমাজের কুটিকে তুচ্ছ করে তার প্রেমাস্পদ মিনতিকে ফিরে পেতে? সমাধান মিলবে উপন্যাসটি পড়লে।।
এই উপন্যাসটি লেখার অনুপ্রেরণা পেয়েছি আমার মেয়ে হাফিজা পারভীন, সায়লা সেরিনদের কাছে। আমার পেশার অভিজ্ঞতা ও বাস্তবতাকে লেখার আকারে দেখার জন্যে তাদের তাগিদ আমাকে কলম ধরতে বাধ্য করেছে। সমাজের বাস্তব হাল অভিজ্ঞতার নিরিখে চাক্ষুস করেছি। আমার কলমে তার বিবরণ বেরিয়ে এসেছে। ভালাে মন্দের ভার পাঠকের ওপর।
আমি কৃতজ্ঞ ডক্টর শাবানা সবনমের কাছে। যিনি উপন্যাসটির আগাগােড়া পড়ে ভূমিকা লিখেছেন। আমি কৃতজ্ঞ প্রফেসর মিজানুর রহমান সরদারের কাছে, যাঁর হাতে লেখাগুলাে পরিশীলিত ও মার্জিত হয়েছে। আমি কৃতজ্ঞ আমার পরিবারের লােকের কাছে। যারা আমাকে উৎসাহিত করেছে। আমি কৃতজ্ঞ আমার কবি-সাহিত্যিক বন্ধুদের কাছে, যাঁদের দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। সর্বশেষে প্রকাশক, আমার ভ্রাতৃপ্রতিম শ্রী জয়জিৎ মুখার্জী ও সঙ্গীগণকে, যাদের প্রত্যক্ষ সহযােগিতা ছাড়া উপন্যাসটি ছাপার আকারে প্রকাশ হত না। পাঠকের সমাদর পেলে—
হাবিবুর রহমান 
বারুইপুর, কলকাতা

হাবিবুর রহমান এর স্বর্গ-মর্ত-পাতাল pdf download করুন এখান থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে। boierpathshala.blogspot.com বই পড়ার প্রতি আগ্রহ তৈরিই করার লক্ষ্যে নেটে পাওয়া কিছু pdf শেয়ার করে।


This post first appeared on Bangla Pdf, please read the originial post: here

Share the post

স্বর্গ মর্ত পাতাল - হাবিবুর রহমান Sarga Marta Patal pdf by Habibur Ranman

×

Subscribe to Bangla Pdf

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×