Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

জন্ম ও যোনির ইতিহাস (18 + ) - জান্নাতুন নাঈম প্রীতি Jonmo O Jonir Itihas pdf by Jannatun Nayeem Prity

বড়দের 18 বই pdf জন্ম ও যোনির ইতিহাস pdf download - জান্নাতুন নাঈম প্রীতি Jonmo O Jonir Itihas Pdf by Jannatun Nayeem Prity book pdf download link
বড়দের 18 বই pdf জন্ম ও যোনির ইতিহাস pdf download

আমি এই পুরো বইটি লিখেছি একজন ভাসমান মানুষকে মনে রেখে। মানুষটির নাম জান্নাতুন নাঈম প্রীতি। মানুষটির সবচেয়ে বড় অপরাধ এই যে- সে তার সমাজে চলতে থাকা নানা অপরাধ আর অন্যায়ের কথা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই অপরাধে তাকে এই পুরো বইটাই লিখতে হয়েছে নির্বাসনে নিজের দেশ থেকে হাজার মাইল দূরে অন্য মহাদেশে বসে যেখানে নিজের দেশের সরকার বা মৌলবাদী তার নাগাল পাবে না!

আবার সে নিজেও নাগাল পাবে না তার সমাজের, যেখানে তার একদিন অনেক কিছু ছিল। এমনকি সেখানে হয়তো আছে তার না থাকাটুকুও!
আর এই অদ্ভুত টানাটানির সম্পর্কের একটা দলিল এই বই। দেশে থাকলে সম্ভবত এই বইই তার জীবনের শেষ বই হতো। কারণ এটা লেখার পর হয় তাকে হয়তো সরকারের প্ররোচনায় জীবন্ত কুপিয়ে মারা হতো, কিংবা মধ্যরাতে বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হতো কোনো নাম না জানা বধ্যভূমি বা টর্চার সেলে অথবা সবচেয়ে সম্মানজনক হতো জেলে নিয়ে গিয়ে শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে ইলেকট্রিক শক দেওয়া অথবা পুলিশের দ্বারা ধর্ষণ!
এই বই লেখা শেষে তাই আমি কৃতজ্ঞ তাদের প্রতি- যারা আমাকে নির্ভয়ে লেখার সাহসটুকু দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, বাংলাদেশ নামক জেলখানা থেকে উদ্ধার করে আমাকে নতুন এক পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। যেখানে আমার পরিচয়, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে লেখালেখি করা একজন লেখক হিসেবে। যে নাম না জানা ভূখণ্ডে আমার কাঁধে হাত রাখার এত বন্ধু জুটে গেছে কাজের সুবাদেই !
বিশেষ ধন্যবাদ বিবলিওসিটির ডিরেক্টর স্টেফানিকে। আমি ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু মাঝে মাঝে যেসব কারণে বিশ্বাস করার সাধ হয়, সেসবের একটা অন্যতম উপলক্ষ্য সে। প্রিয় স্টেফানি, জেনে রাখো- প্যারিস আমাকে অকাতরে যেসব চমৎকার মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, তুমি তাদের একজন। আমি জানি তুমি এইটুকু অংশ পড়েই একটা মিষ্টি হাসি দেবে। এই হাসির দাম আমার কাছে বাংলাদেশকে এক ঝলক দেখার আকুতির মতো!
বিশেষ কৃতজ্ঞতা আমার সবসময়ের সহযাত্রীকে। সে না থাকলে আমি পুরুষদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতাম অনেক আগেই। যতদিন সে আমাকে এমন অকৃপণভাবে ভালোবাসবে, সবসময় বিপদের বন্ধুর এত পাশে থাকবে, ততদিন এই কৃতজ্ঞতা লিখে বোঝানো যাবে না ।
কৃতজ্ঞতা আমাকে নতুন জীবন দেওয়া আইকন সেক্রেটারিয়েটের প্রতিটি সদস্য- ম্যারিয়ান, এলিজাবেথ ডেইভিক, হেলজ লন্ড আর প্যারিস নামের শহরটির সাথে আমার প্রথম যোগাযোগ ম্যাগুলন, ইসাবেল সহ প্যারিসের মেয়র এন হিডেরো, ডেপুটি মেয়র জ লুক রোমেরো মিশেলকে, যারা এই শহরের পক্ষ থেকে আমাকে নিরাপদে লেখালিখি করার ব্যবস্থা করে দিয়েছে।
আমার রেসিডেন্সি প্রোগ্রাম সিটি ইন্টারন্যাশনাল দেজ আর্টের ডিরেক্টর বেনেডিক্ট এলিয়ট, তুমি যতই মুখ গম্ভীর করে রাখো, আমি জানি তুমি
আমাকে অনেক পছন্দ করো!
অ্যাডমিনিস্ট্রেশন অফিসের লরা, ভেরোনিক, ভিনসেন্ট, নাতাশা, এলিক্স, ম্যাথিউ আর আন্দ্রেই আমি জানি এই অসমান্য থাকার জায়গাটা আমাকে ছেড়ে যেতে হবে, কিন্তু তোমাদের হৃদয় থেকে সরানো যাবে না ।
আমার প্যালেস্টাইনের বন্ধু তাকি, ইমরানি, ক্রোয়েশিয়ার মিষ্টি মেয়ে নিভেস, মেসিডোনিয়ার ভিভেকা, জার্মানির নিনা, ইস্তাম্বুলের দিদেম, ইরান, ইরাক, আফগানিস্তানের ফাতিমাসহ দুনিয়ার সব প্রান্তের যে অসংখ্য বন্ধুর দেখা আমি এই বই লেখাকালে পেয়েছি তা ভুলবার নয়। ভোলার না- সারা দুনিয়ার যুদ্ধক্ষেত্রগুলো এড়িয়েও এমন এক চমৎকার জায়গায় জমায়েত হয়ে বলা 'ভিভে লা লিবার্তে ডি এক্সপ্রেশন!”
বাংলাদেশে থাকা উৎস, জুবায়ের কিংবা অবনী জেনো তোমাদেরও কখনো ভুলিনা আমি।
ভুলি না বাংলাদেশের একুশে বইমেলায় যারা অনেক দূর থেকে কষ্ট করে আসতেন আমার হাত থেকে অটোগ্রাফ পাওয়া, সামান্য কিছু বাক্য বিনিময় কিংবা একটা ছবি তোলার জন্য!
আর হ্যাঁ, এইসব প্রেরণাই আমাকে সেই প্রেরণা দেয় যার কারণে আমি বারবার বলতে চাই- বাকস্বাধীনতার জয় হোক, সব যুদ্ধ থেমে গিয়ে প্রতিটি দেশের সীমান্তে ফুল ফুটুক। তারা আকাশের দিকে মাথা উঁচু করে মানবসভ্যতার দিকে দীর্ঘশ্বাস ফেলে দ্বিখণ্ডিত পৃথিবীর অখণ্ডিত আকাশের দিকে তাকিয়ে বারবার বলুক- আকাশের কোথাও কাঁটাতার নেই, বাক্‌স্বাধীনতা মূলত আকাশের উদার জমিনে 'স্বাধীনতা' লেখার এতই গভিড় আনন্দের!

বলতে শিখুক বাক্‌স্বাধীনতা এমন এক স্বাধীনতা, যেটা না থাকলে - স্বাধীনতার কিছুই অবশিষ্ট থাকে না।
জান্নাতুন নাঈম প্রীতি এর pdf book জন্ম ও যোনির ইতিহাস pdf download করুন এখান থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে। boierpathshala.blogspot.com বই পড়ার প্রতি আগ্রহ তৈরিই করার লক্ষ্যে নেটে পাওয়া কিছু pdf শেয়ার করে। ডাউনলোড লিংকে কোন সমস্যা হলে বা ডাউনলোড লিংক ডেড হলে ফেসবুক পেজে (https://facebook.com/boierpathshala.official) মেসেজ করুন। লিংক আপডেট করে দেব।


This post first appeared on Bangla Pdf, please read the originial post: here

Share the post

জন্ম ও যোনির ইতিহাস (18 + ) - জান্নাতুন নাঈম প্রীতি Jonmo O Jonir Itihas pdf by Jannatun Nayeem Prity

×

Subscribe to Bangla Pdf

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×