Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

কখনো কাছে, কখনো দূরে - আশাপূর্ণা দেবী Kakhano Kachhe Kakhano Dure pdf by Ashapurna Devi

কখনো কাছে, কখনো দূরে  - আশাপূর্ণা দেবী Kakhano Kachhe Kakhano Dure Pdf by Ashapurna Devi pdf
আমার কাছে একটা দুরবীন রয়েছে। দুরবীনটাকে নিয়ে আমি আমার মেজছেলের এই নতুন কেনা তিনতলার ফাটটার পশ্চিমমুখাে ছােট্ট ব্যালকনিটায় বসে আছি। ওরা আমার বসার জন্যে একটা বেতের চেয়ার দিয়ে গেছে। চেয়ারটা ভারী সুন্দর শৌখিন, তা সুন্দর না হলে এই ছিমছাম সুন্দর ফাটটিতে মানাবে কেন?
আশাপূর্ণা দেবী ইবুক পিডিএফ ডাউনলোডড লিংক Ashapoorna Devi books pdf download link
এখন সকাল, তাই পশ্চিমের ব্যালকনিটা বেশ উত্তাপহীন! পব দিকেরটায় এখনি বেশ একট, রােদ এসে গেছে। বৈশাখের সকাল তাে। এখন অবশ্য আর কেউ বৈশাখের সকাল বলে না, বলে এপ্রিলের। তা যাকগে, বলায় কী আসে যায়? এই এপ্রিলের সকালেও তো ‘বৈশাখী বাতাসের’ লুটোপুটি খেলা। ঠিক, যেমনটি দেখা যাচ্ছে দরবীনের কাচের মধ্য দিয়ে ওই অনেক দরটায়।
আমার মেজছেলের এই ফ্যাটটা একদম নতুন পাড়ায়, ওর ব্লকটার পরেই এখনাে বেশ খানিকটা ছাড়া জমি পড়ে রয়েছে। বেশীদিন থাকবে না অবিশ্যি, কারণ ধারে-কাছে বেশ কিছু বালি আর পাথরকুচি ঢালা রয়েছে। যেটা অদূর ভবিষ্যতের সঙ্কেতবাহী।
তা হােক, এখনাে ওই খােলা জমিটা এই ব্লকটাকে অনেকখানি বাতাসের দাক্ষিণ্য ভােগ করতে দিচ্ছে। দিচ্ছে আরাে মহার্ঘ একটি জিনিসও।
 জিনিস? সৌরভকে কী জিনিস’ বলা যায়? তাে আমারা যে কোন কিছুকে বােঝাতে জিনিস'ই বলতে অভ্যস্ত। জিনিসটা হচ্ছে হঠাৎ হঠাৎ বাতাসে ভেসে আসা খুব পরিচিত আর প্রিয় একটি সৌরভভার। ওই জমিটায় অনেকগুলাে হাত মেলে থাকা একটা কাঠচপা গাছ আছে। আর আছে একটা নিমগাছ। কাঠচাপা গাছের ফল আর নিমগাছের ফল কী চিরকাল একই সময় ফোটে?

আশাপূর্ণা দেবী এর কখনো কাছে, কখনো দূরে pdf download করুন এখান থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে।


This post first appeared on Bangla Pdf, please read the originial post: here

Share the post

কখনো কাছে, কখনো দূরে - আশাপূর্ণা দেবী Kakhano Kachhe Kakhano Dure pdf by Ashapurna Devi

×

Subscribe to Bangla Pdf

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×