Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

শ্রী রাম নিয়ে উক্তি, Best quotes on Shree Ram in Bengali

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা শ্রী রাম নিয়ে কিছু উক্তি, রামের বাণী, রাম কে নিয়ে লেখা কবিতা, ছন্দ ইত্যাদি  তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

শ্রী রাম নিয়ে সেরা লাইন, Best lines on Shree Ramchandra in Bangla

  • শুধু রামের মন্দির তৈরী নয়,রামের মতো চরিত্র গঠনের ও প্রয়োজন আজকের এই মনুষ্যত্বহীন সমাজে।
  • রাম একদিকে ছিলেন পিতার সর্বোত্তম সন্তান,অন্যদিকে ছিলেন মাতা সীতার আদর্শ স্বামী। এছাড়াও একদিকে ছিলেন অসামান্য যোদ্ধা, অন্যদিকে প্রজাপালনকারী শ্রেষ্ঠ সম্রাট। এমনই একজন মানুষ হওয়া উচিৎ আমাদের আদর্শ।
  • ঘরে ঘরে রাম, সব আঙ্গিনায় রাম, রামের আশীর্বাদে রাবন বধ হোক সবার মনে।
  • রাম আমার, রাম তোমার, রাম আমাদের সকলের,  শুধু আবেগেই রামের বাস নয়, বরং প্রতিটি মানুষের মধ্যেই রাম বাস করেন।
  • হে বীর বিক্রম, প্রজাবৎসল দশরথনন্দন রাম, আজি এই পূণ্যতিথিতে তোমায় শত-শত প্ৰণাম । 
  • রামায়ণে রামের জীবনটা ১৪ বছর ১৪বছর করে ভাগ করে রাখা আছে। প্রথম ১৪ বছর বাবা-মায়ের কাছে কাটানো। দ্বিতীয় ১৪ বছর আশ্রম এ অস্ত্রশিক্ষা শেখা এবং জনক রাজার কন্যা সীতাকে বিবাহ। তৃতীয় ১৪ বছর বাবার আদেশ মান্য করে বনবাসে যাত্রা করা, রাবন কে হত্যা করা, আর কিশকিন্ধা রাজা বালি কে হত্যা করে সুগ্রীবকে রাজা হিসেবে অভিষিক্ত করা এবং শিষ্য হিসাবে হনুমানকে পাওয়া। চতুর্থ ১৪ বছর সীতার তিন বার অগ্নি পরীক্ষা নেওয়া, লব কুশের জন্ম এবং নিজের রাজ্যভিষেক হওয়া। পঞ্চম ১৪ বছর লব কুশের সঙ্গে মিলিত হওয়া এবং তাদের সিংহাসনে বসিয়ে নিজে সরযু নদীর তীরে গিয়ে আত্ম বিলীন হওয়া।

https://bongquotes.com/best-quotes-captions-on-noise-in-bengali/

রাম নবমীর শুভেচ্ছা বাণী, Ram Navami greetings in Bangla 

  • যার মনেতে বসত করে শ্রী রামচন্দ্র, তার ভাগ্যতে লেখা থাকে বৈকুণ্ঠধাম। শ্রীরামচন্দ্রর চরণে যার জীবন সমর্পণ, যার মুখেতে সর্বদাই শ্রী রামের নাম, ইহকালে পরকালে সুখী হবে সেই, ধন্য হবে জীবন তার এই ধরনীতেই। শুভ রামনবমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
  • আকাশ বাতাস সবই আজ, উঠেছে সেজে নতুন করে, রামচন্দ্রের জন্মদিনে প্রকৃতি থাক ভরে ভরে। সবার বাড়ি দুঃখ কষ্ট যাক সবই সরে সরে, ঝগড়াঝাঁটি ভুলে গিয়ে, সবাইকে নাও আপন করে। শুভ রামনবমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
  • ফুল ফুটেছে ডালে ডালে, সময় চলে নিজের তালে। গাছের শাখায় ডাকছে পাখি, অশ্রু জলে ভরল আঁখি। একটুখানি দেখার তরে রামচন্দ্র তোমায়, সকল পাপ মুছে দিয়ে চরণে দাও ঠাঁই আমায়। শুভ রাম নবমী।
  • সারা জগত যার চরণে, প্রণাম জানাই সেই চরণে, শান্তিপ্রিয় শ্রীরামচন্দ্র সবার মনে বিরাজ করেন, ভক্তের মনের ইচ্ছা গুলো, রামের আশীর্বাদে তোমার জীবন উঠুক ভরে, আছে যত দুঃখ কষ্ট যাক সবই সরে। শুভ রামনবমীর শুভেচ্ছা।
  • দুঃখগুলো সরে যাক, আনন্দেতে ভরে থাক, আছে যত ভুল বোঝাবুঝি, তুমি রামের চরণে সকল কিছু অর্পণ করো আজ। সবকিছুতে ভগবান তোমাকেই খুঁজি, দাও সরিয়ে কালিমা, তোমার আলোয় আলোকিত করে। চারিদিক, অগোছালো হওয়া সব কিছু দাও করে তুমি ঠিক। শুভ রাম নবমী।
  • ভ্রমর ওড়ে ফুলের পরে, মিষ্টি মধু খেতে, রামনবমীর এই খুশিতে সকলেই যে মাতে। তুমিও ওঠো দুঃখগুলো সরিয়ে রেখে পাশে, রাম নবমীর শুভক্ষণে আনন্দে মন হাসে। রামনবমীর এই শুভদিনের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
  • রামচন্দ্রের আশীর্বাদে পৃথিবীর, সকল বাড়িতে বজায় থাক সুস্বাস্থ্য, অসুখ সেরে যাক, শুভ রাম নবমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে। জয় শ্রী রাম।

https://bongquotes.com/best-quotes-of-martin-luther-king-in-bengali/

শ্রী রামচন্দ্রের বানী, Great sayings of Shri Ramchandra 

  • প্রভু শ্রী রামের উপদেশগুলো এতই বাস্তবধর্মী যে, তার  প্রতিফলন মানব জীবনে ঘটাতে পারলেই পরিবার হবে সুখী, সমাজ হবে সমৃদ্ধ আর বিশ্ব হবে শান্তিময়।
  • একজন জ্ঞানীর নিকট সত্যই হল পরম ধর্ম।।
  •  দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর
  • বীর ভাগ্যকে অর্জন করে।
  • গোদান করে দড়ির উপর মায়া রেখে কি
  • লাভ? যখন মোহ ত্যাগ করবে, তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করতে হবে।
  • শোকের চেয়ে বড় নাশকতা আর কিছু নেই, শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই কোনো কিছু নিয়ে শোক কোরো না।
  •  ব্যবহার ও চরিত্রই বংশের পরিচয় হয়।।
  •  মিথ্যাবাদী ব্যাক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর।।
  •  সত্যই এ জগতের নিয়ন্ত্রক, সত্যেই ধর্ম প্রোথিত হয়ে আছে।।
  • মাতৃঋণ কোন সন্তানই কখনো শোধ করতে পারেনা।।
  • চন্দ্র তাঁর সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফ শূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র একদিন খালি হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হবেন না।।
  •  শেকড়হীন বিশাল বৃক্ষও যেমন অতিসত্তর নির্জীব হয়ে পড়ে, ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও একদিন সমূলে পতিত হয়।
  • উৎসাহের চেয়ে বড় বল আর হয়তো কিছুই নেই, উৎসাহী ব্যাক্তি জগৎকেও জয় করতে পারার ক্ষমতা রাখে।
  • দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মত পরম সঙ্গী আর কেউ নেই; অনুকম্পা,দয়া, ক্ষমা ও মানবতার মত বড় গুণ আর নেই।
  • হৃদয়বানের কোন ক্রোধ থাকে না।
  • অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎই বর্ষিত হয়, প্রকৃত বীর অকারণে বাক্যব্যয় করেনা।
  • দেশে দেশে বন্ধু, আত্মীয়স্বজন বা স্ত্রী মেলে কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষ্মণ এর মত সহোদর মেলা সম্ভব।
  •  তপস্যাই পরম শ্রেয়, বাকী সকলই মায়া।
  • যদিও লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ তথাপি হে লক্ষণ, এখানে আমার শান্তি লাভ হচ্ছেনা, সব সময় মনে রাখবে, জননী ও জন্মভূমি , স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ।

https://bongquotes.com/best-youth-quotes-in-bengali/

রাম কে নিয়ে রচিত কিছু কবিতা, Best Bangla poems about Shri Ram

  • রাজ-পাট ত্যাগ করে অযোধ্যা নন্দন । বনবাসে রাম-সীতা, অনুজ লক্ষ্মন।। রাজসুখ, রাজধর্ম সবই দিলেন ত্যাজি। পিতৃবাক্য রক্ষার্থে বনবাসে আজি।। সোনার মুকুট আর পশম চাদর। সব ত্যাজি চড়ালেন মুনির কাপড়।। এক হাতে কমন্ডুল, অন্য হস্তে ছড়ি। কাঁধেতে গান্টীব আর পীঠে বানের ঝুড়ি।। পতিধর্ম নিমিত্ত জানকী কানন। হাসিমুখে ত্যাজিলেন সব আভুষন।। চুড় আর চুড়ামণি খুলিলেন ফলা। শূন্য হস্তে শোভিত রুদ্রজপ মালা।। হাসিমুখে রাজপুত্র রাজরথ ছাড়ি। চলিলেন পদব্রজে রাজপথ ধরি।। সঙ্গে চলে মাতা সীতা, কনিষ্ঠ লক্ষ্মন। অন্তপুর কাঁদে আর মুর্ছিত রাজন।। প্রজাদের প্রিয় রাজা বনবাসে যায়। করজোরে প্রজারা প্রভু প্রতি চায়।। একি দিন এল প্রভু অযোধ্যাতে আজি। চলিলেন রামচন্দ্র রাজ্যপট ত্যাজি।। কৈকেয়ী কাঁদে তবু হাসে মন্থরা। বিধির বিধান লেখা খন্ডাবে কারা।। এইস্থলে শুরু হয় রামায়ন বানী। বাল্মিকী রচিত অপুর্ব কাহিনী।।
  • চৌদ্দ বছর রামচন্দ্র বনবাসে, সীতা হরণে অগ্নিমূর্তি ধারন করে, ভালোবাসা থাকবে অনন্তকাল, বনবাস যদি হয় একশ বছর ধরে। মর্ত্যলোকে পূজা হয়, দেবতার ঘর শূন্য দেবলোকে, তুমি তো দেবীর আসনে যথারীথি, তোমার প্রতিমা করছি প্রেমলোকে। মনে মনে মিলবন্ধন, মালা গেঁথে নিয়ে মেখেছি চন্দন, তোমার সেবায় অধিষ্ঠিত দেখ স্বয়ং তোমার রামচরণ।
  • রাম নাম , রাম নাম , শুনছি বছর ধরে । আগে জয় হোক শ্রী রামের ; অন্য কিছু লিখব পরে ।। ধ্বংস হোক রাবণ রাজ । সীতা আসুক ঘরে । স্থাপনা হোক রাম রাজ্য । বাঁধো জোট সবে মিলে ।।
  • শ্রী রাম নিয়ে উক্তি, Best quotes on Shree Ram in Bengali
  • দেবী সীতা কে নিয়ে উক্তি, Best quotes, captions on Maa Sita in Bengali 
  • মেলা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on Fair in Bengali
  • অপূর্ণ ইচ্ছা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, Best quotes on Unfulfilled Desire in Bengali 
  • রান্না নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on Cooking in Bengali

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা শ্রী রাম নিয়ে কিছু উক্তি, রামের বাণী, রাম কে নিয়ে লেখা ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

The post শ্রী রাম নিয়ে উক্তি, Best quotes on Shree Ram in Bengali appeared first on BongQuotes.



This post first appeared on Bongquotes.com, please read the originial post: here

Share the post

শ্রী রাম নিয়ে উক্তি, Best quotes on Shree Ram in Bengali

×

Subscribe to Bongquotes.com

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×