Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

প্রত্যাশা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best captions on Expectations in Bengali 

আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে আমরা ” প্রত্যাশা ” সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

প্রত্যাশা নিয়ে সেরা উক্তি, Best ever sayings on Expectations in Bangla

  • যখন তুমি যেকোনো ব্যাপার নিয়ে প্রত্যাশা করার পরিবর্তে পরিস্থিতিকে মেনে নিতে শিখে যাবে তখনই কেবল তোমার দু:খ কষ্ট কম হবে।
  • কোনো রকম প্রত্যাশা ছাড়াই কাজ করতে শিখুন, কাজ করার পর প্রত্যাশা অনুযায়ী ফল না হলে হতাশার সৃষ্টি হয়।
  • বেশি প্রত্যাশা আমাদের মনের শান্তিকে নষ্ট করে দেয়, এটি আমাদের মনে ভবিষ্যতের জন্য অগ্রীম দুশ্চিন্তা সৃষ্টি করতে থাকে।
  • আশা – প্রত্যাশা নিয়ে কোনো কাজে এগিয়ে যেও না, বরং তোমার যে কাজ করতে ভালো লাগে, যা তোমাকে কোনো প্রতিদান ছাড়াও আনন্দ দেয় তার দিকে এগিয়ে যাও।
  • একবার আমায় একজন জিজ্ঞেস করেছিল যে আমাকে কোন বিষয়টা সবচেয়ে বেশি কষ্ট দেয়, উত্তরে আমি বলেছিলাম আমার প্রত্যাশাগুলো আমায় অনেক কষ্ট দেয়।
  • আমি জীবন থেকে অনেক প্রত্যাশা করেছিলাম, কিন্তু কিছুই যে পাইনী মনের মতো!
  • স্কুলে যে ছেলেটা কখনোই শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা অনুযায়ী ফল আনতে পারে নি সেই ছেলেটিই আজ বিদেশের বড় একটি কোম্পানিতে চাকরি পেয়ে সবাইকে গর্ব বোধ করিয়েছে।
  • সততা হলো এক মহৎ নিয়ামত। যেকোনো কারো কাছ থেকে এর প্রত্যাশা করা ঠিক না।
  • যখন আপনি সবকিছুর ক্ষেত্রেই কম প্রত্যাশা করবেন তখন দেখবেন জীবনটা অনেকটাই সহজ বলে মনে হচ্ছে।
  • কেউ তোমাকে নিয়ে কোনো প্রত্যাশা রাখলে যদি তার প্রত্যাশা পূরণের মত সাধ্য তোমার না থাকে তবে তাকে কোনো বৃথা আশাও দিও না।

ইচ্ছা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Wishes in Bengali

প্রত্যাশা নিয়ে ক্যাপশন, Protyasa nie caption

  • জীবন থেকে যত কিছু প্রত্যাশা ছিল, সব যেন কোথায় হারিয়ে গেছে, আজ আর খুঁজি না তাদের, বড় কষ্ট দেয় তারা আমায়।
  • যখন কারও প্রতি প্রত্যাশা বেড়ে যায়, তখনই বোধহয় আঘাত আসে। 
  • তোমার কাছে আমার প্রত্যাশাগুলো কখন যে ধূলোয় মিশে একাকার হয়ে গেছে, তা আমি বুঝতেই পারি নি।
  • ভালো থাকার এবং নিজের মনকে ভালো ও শান্ত রাখার একমাত্র গোপন রহস্য হলো কোনো কিছু নিয়ে প্রত্যাশা না করা।
  • যখন শুধু তোমার কিছু নিয়েই প্রত্যাশা থাকে না তখনই তুমি শান্ত মনে ভালোভাবে যেকোনো কাজ করতে পারবে।
  • উচ্চ প্রাপ্তি সব সময়ই এসে থাকে উচ্চ প্রত্যাশা থেকে।
  • সেই ব্যক্তিই আশীর্বাদ প্রাপ্ত যে, কোনো কিছু করার পর সেই কাজের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ফলের প্রত্যাশা করে এবং সেই প্রাপ্তি থেকে তার কোনো দুঃখ কষ্টও থাকে না, তবে আমি বোধ হয় অভিশাপ প্রাপ্ত যা নিয়ে প্রত্যাশা করি তাতেই দুঃখ পাই।
  • আমি তোমায় ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু তোমার থেকে ভালোবাসা পাওয়ার প্রত্যাশা কখনো রাখি নি, তাই হয়তো আমার প্রেম নিস্বার্থ ও প্রশান্তি দায়ক।
  • কোনো কিছু ঘটার প্রত্যাশা করার চেয়ে ভাল চমৎকৃত হয়ে যাওয়া, কোনো প্রত্যাশা না থাকা সত্ত্বেও মনের মত কিছু ঘটলে তার আনন্দ বেশি থাকে। 
  • প্রত্যাশা অনুযায়ী কাজ না হলে মনে বড্ড কষ্ট হয়, এই কষ্ট এড়িয়ে যেতে চাইলে আপনাকে প্রত্যাশা রাখা থেকে বিরত থাকতে হবে।
  • কেউ যদি তোমাকে দুঃখ কষ্ট দেয়, তার জন্য সেই মানুষকে দোষারোপ করো না, বরং এই নিয়ে নিজেকে দোষারোপ করো যে তুমি তাদের থেকে ভালো কিছু পাওয়ার প্রত্যাশা করেছো।

অমানুষ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, Best quotes on inhuman people in Bengali

প্রত্যাশা নিয়ে স্টেটাস, Best Bengali status on Expectation

  • নিজে পড়াশুনা না করে পরীক্ষার আগের দিন ভগবানের কাছে পাশ করিয়ে দেওয়ার প্রত্যাশা রাখাটা যেন ছাত্রদের মৌলিক অধিকার।
  • সবকিছুতে প্রত্যাশা রাখতে শুরু করলে শেষ পর্যন্ত হয়তো কোনো কিছুই লাভ হবে না, হয়তো দেখা যাবে তোমার সকল কর্মের ফল শূন্য।
  • অন্যদের তুলনায় নিজের থেকে বেশি প্রত্যাশা করো, কারণ অন্যের থেকে প্রত্যাশা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অনেক বেশি কষ্ট দেয়, আর নিজের থেকে তা করলে নিজে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হতে পারি।
  • প্রেমের প্রত্যাশা নিয়ে এসেছিলাম তোমার শহরে, এখন বুঝেছি এ যে একটা ভুল সিদ্ধান্ত ছিল, তুমি তো কখনোই আমার ছিলেনা, আর কখনও হবেও না।
  • প্রত্যাশা করেছিলাম অনেক, কিন্তু সে অনুযায়ী কিছুই হয়নি জীবনে, তাই এখন যাই করি না কেন, কোনো কিছুতেই কোনো প্রত্যাশা রাখি না।
  •  জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো।
  • মনে শুধু প্রত্যাশা নিয়ে বেঁচে থেকো না, বরং বাইরে যাও, পৃথিবীকে উপভোগ করো এবং ভিন্ন কিছু একটা করে দেখাও, যা স্মরণীয় হয়ে থাকে।
  • আমি জীবন থেকে অনেক কিছু পাওয়ার প্রত্যাশায় থেকে গেলাম, কিন্তু শেষ মেষ কিছুই পেলাম না।
  • কখনো কারো প্রতি খুব বেশি দুর্বল হয়ে পড়ো না, এতে সেই ব্যক্তির জন্য তোমার মনে প্রত্যাশা বাড়বে এবং এই প্রত্যাশাই একসময় তোমায় দুঃখের দিকে ধাবিত করবে।

ছেলেদের নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best caption and quotes on boys in Bengali

প্রত্যাশা নিয়ে কবিতা, Best Bengali poems on Expectation

  • অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবী দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।
  • কত প্রত্যাশা অধিকারচ্যুত হয় নিঃশব্দে, জীবন বন্দি করতে পারেনি ভালবাসার সব নীল! কত জ্বালায় জীবন ক্ষয়ে রয়ে যায় প্রতিবাদহীন, অন্তিম সময় ক্রোধ ভাঙে। কত যে সময় অসময় হয়ে অসহায় দীর্ঘশ্বাসে মিলেমিশে, জীবন পিষে বয়ে বেড়ানো!!
  • কাউকে দিয়েছ অকাতরে সব ঢেলে, সেও অন্তত কিছু দেবে ভেবেছিলে। অথচ ফক্কা, শূন্যতা নিয়ে একা পড়ে থাকো আর দ্রুত সে পালায় দূরে ভালবেসে, কিছু প্রত্যাশা করা ভুল।
  • সকলে আমার কাছে যত কিছু চায়, সকলেরে আমি তাহা পেরেছি কি দিতে ! আমি কি দিই নি ফাঁকি কত জনে হায়, রেখেছি কত – না ঋণ এই পৃথিবীতে ।
  • ঠকতেই হবে ভালবেসে যদি গোপনে কিছুর করো কোনও প্রত্যাশা, এমনকি ভালবাসা পাবার আশাও ঠকিয়ে দিতে পারে।
  • আমি স্বপ্ন দেখতাম সোনালি প্রভাতের, রাতের নিরবতায় তুমি হতে প্রিয় সঙ্গী, সকালের মায়ায় উঠতাম আমি দুঃস্বপ্ন ভাঙ্গি, প্রত্যাশার খাঁচায় তুমি অজানা পাখি, ফিরবে তুমি সেই আশায় থাকি।
  • বেদনার্ত শব্দেরা নিঃশব্দে চলে গেলে, পড়ে থাকে কষ্টাহত চৌচির বিরান মাঠ, জলপানে চেয়ে চেয়ে চাতক ক্লান্ত আশাহত বিভ্রম প্রত্যাশার আবছা আঁধারে, বিষণ্ন কি সুপ্রসন্ন-খোঁজ তার রাখে না কেউ, যেখানে জ্বলে নেভে অনল সেখানে নিত্য কেন পোড়ে হৃদয়।
  • কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে।বুক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে।রাগ হলেও নতুন করে কাছে ফিরে আসবো।তোকে ভালোবাসবো ও সজনী।
  • এ কথা আর ওই কথা, অনেক কথাই অজানা, মনে আশা জমে থাকা কথা আসে ফিরে বার বার, কিছু স্বপ্ন দেখা আর কিছু প্রত্যাশা নিয়ে বেঁচে থাকা, নইলে আঁধার, শুধুই আঁধার ।
  • Bengali Love Quotes & Images by Rabindranath Tagore with English Translation
  • Beautiful Bengali Life quotes with Pictures | শতাধিক বাংলা জীবনের উক্তি
  • Great Bengali Quotes by Kazi Nazrul Islam
  • Top 500 Beautiful Bengali Love Quotes | ৫০০+ বাংলা প্রেমের উক্তি
  • Bengali Inspirational quotes that will motivate you | অনুপ্রেরণামূলক উক্তি সমগ্র

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “প্রত্যাশা” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

The post প্রত্যাশা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best captions on Expectations in Bengali  appeared first on BongQuotes.



This post first appeared on Bongquotes.com, please read the originial post: here

Share the post

প্রত্যাশা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best captions on Expectations in Bengali 

×

Subscribe to Bongquotes.com

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×