Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

সরস্বতী পূজার পাঁচালী | Saraswati Puja Panchali

Dear friends, today we are going to offer সরস্বতী পূজার পাঁচালী PDF / Saraswati Puja Panchali in Bengali PDF for all of you. Here in this article, you can get the pranam mantra of Saraswati puja in Bengali, Saraswati Puja Panchali in Bengali and Saraswati Puja Items List in Bengali. After getting these you will properly worship of goddess Saraswati Ji on the day of Basant Panchami.

Basant Panchami is one of the most popular Hindu festivals which is dedicated to the goddess Saraswati Ji. It is also known as Vasant Panchmi. On the day of this famous festival, Saraswati Maa is worshipped all around the world. She is the goddess of Buddhi, Vidhya and Gyaan.

There are many devotees who properly worship Her to get Buddhi, Vidhya and Gyaan from the grace of Saraswati Ji. If you also want to seek Her special blessings on the day of Basant Panchami then you can worship goddess Saraswati Ji with full devotion to Vasant Panchami.

সরস্বতী পূজার পাঁচালী PDF | Saraswati Puja Panchali in Bengali PDF

সরস্বতী পূজার প্রণাম মন্ত্র – Pranaam Mantra of Saraswati Puja in Bengali

সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকালৈ্য নমো নমঃ।

বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যস্থানেভ্য এব চ ।।

সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে।

বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে ।।

সরস্বতী পূজার মন্ত্র পুষ্পাঞ্জলী – Pushpanjali Mantra of Saraswati Puja in Bengali

(১)

যা কুন্দেদু তুষারহার ধবলা যা শ্বেত পদ্মাসনা।

যা বীনা বরদন্ড মন্ডিত ভুজা যা শুভ্রবস্ত্রাবৃতা।।

ব্রহ্মাচ্যুতশঙ্কর প্রভৃতিভি দৈবৈ সদা বন্দিতা।

সা মাং পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ জাড্যাপহা ।।

সা মে বসতু জিহ্বায়াং বীণাপুস্তক ধারিণী।

মুরারী বল্লভাং দেবীং সর্বশুক্লা সরস্বতী।।

সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে।

বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে ।।

(২)

জয় জয় দেবী ! চরাচর সারে !

কুচযুগ শোভিত মুক্তাহারে ।।

বীনা পুস্তক রঞ্জিত হস্তে।

ভগবতী ভারতি দেবী নমস্তে।।

সরস্বতী পূজার পাঁচালী / Saraswati Puja Panchali PDF in Bengali

প্রণমি দেবী সরস্বতীর শ্রীচরণ।

যাঁর পূজা করেছিল কৃষ্ণ ভগবান ।।

যাঁহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান।

তাঁর জন্ম বিবরণ শুন সর্ব্বজন ।।

নারায়ণ ছিলা যবে অনন্ত শয্যাতে।

প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে ।।

একই প্রকৃতি পরে নানা মূর্তি লয়।

তাঁরই অন্য রূপ সরস্বতী যে হয় ।।

যেবা পূজা যেবা স্মরে এই ভূমন্ডলে।

চারি বেদ সর্ব শাস্ত্র তার করতলে ।।

মাঘ মাসে শুল্কাপক্ষ পঞ্চমী তিথিতে।

বিদ্যারম্ভ পূর্বে তাঁরে পুজিবে ভক্তিতে ।।

পূর্বদিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ।

শ্রীপঞ্চমী দিনে তাঁরে করিবে অর্চন ।।

সংযম করিয়া থাকি সর্ব বিজ্ঞজন।

মনোমত ঘট এক করিবে স্থাপন ।।

গণেশাদি পঞ্চ দেবে পুজি তৎপরে।

করিবে দেবীর পূজা এটি ভক্তিভরে ।।

নৈবেদ্যাদি দিবে যাহা শুন ভক্তজন।

ক্ষীর-ননি মিষ্টান্নাদি করিবে প্রদান ।।

শ্বেত পদ্ম শ্বেত মালা শ্বেত পুষ্প দিবে।

নানা বস্ত্র দিয়া তাঁরে করিবে অর্চন ।।

নানাবিধ ফলে ফুলে সাজায়ে যতনে।

করিবে দেবীর ধ্যান ভক্তিযুত মনে ।।

শুভ্রবর্ণা হাস্যময়ী অতি মনোহরা।

রতন ভূষণ তাঁর সর্ব অঙ্গে ধরা ।।

কোটিচন্দ্র প্রভা তিনি করেন ধারণ।

পরিধানে শ্বেতবস্ত্র শ্বেত পদ্মাসন ।।

ব্রহ্মা বিষ্ণু আদি করি দেব অগণন।

অর্চনা করেন তাঁরে হয়ে একমন ।।

অষ্টাক্ষর মূলমন্ত্র বাগদেবীর হয়।

ভক্তিভরে সাধ্যমত জপ শুধু তায় ।।

এই মন্ত্র যেইজন জপে ভক্তিমনে।

দেবী বরপুত্র হয় জানিবে এ ভুবনে ।।

সত্য যুগে এই মন্ত্র ভাগীরথী তীরে।

নারায়ণ দিয়াছিল বাল্মীকি মুনিরে ।।

পুস্করে শুক্রেরে দেন ভৃগু মহামতি।

মরিচীর কাছে পান গুরু বৃহস্পতি ।।

ভৃগুৱে এ মন্ত্র দেন দেব নারায়ণ।

জরৎকারু আস্তিকেরে করেন অর্পণ ।।

কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল।

দেবীর কৃপায় সে যে মহাকবি হল ।।

বাক্যের দেবতা তিনি বাগ্দেবী নাম।

তাঁহার কৃপায় কথা বলি অবিরাম ।।

কাম মোক্ষ যাহা সংসার ভিতরে।

সকলি অসার যদি বাক্য নাহি স্ফুরে ।।

মনুষ্য হিয়া যেবা না পুঁজে তাঁহারে।

সপ্ত কল্প মূর্খ হয়ে থাকে এ সংসারে ।।

মূর্খ হয়ে সে জনার পঞ্চ জন্ম যায়।

অতি দুঃখে দিন কাটে নাহিক সংশয় ।।

পূজা অন্তে বাগদেবীর বন্দনা করিবে।

তারপর ভক্তিভরে নির্মাল্য লইবে ।।

সরস্বতী পূজা সামগ্রী লিস্ট ইন বাঙ্গালী / Saraswati Puja samagri (Items) List in Bengali PDF

  • সিদ্ধি
  • সিঁদুর
  • তিল
  • হরতকি
  • পঞ্চগুড়ি
  • পঞ্চশস্য
  • পঞ্চরত্ন
  • পঞ্চগব্য
  • পঞ্চপল্লব
  • যব-তিসিগাছ
  • ঘট ১টি
  • দ্বার ঘট ২টি
  • কুন্ডহাঁড়ি ১টি
  • তেকাঠা ১টি
  • দর্পন ১টি
  • তীরকাঠি ৪টি
  • সাদাসুতা
  • বরণডালা ১টি
  • প্রদীপ
  • ধুপ
  • পান ও সুপারি ইত্যাদি।

To Saraswati Puja Panchali Bengali PDF Download, you can click on the following download button.



This post first appeared on PDF File, please read the originial post: here

Share the post

সরস্বতী পূজার পাঁচালী | Saraswati Puja Panchali

×

Subscribe to Pdf File

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×