Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রিদ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার পার্টির সম্মেলন (সিওপি ২৫) এর ২৫ তম অধিবেশনে অংশ নেওয়ার পরে মাদ্রিদকে স্পেন সফরে জড়ালেন।

সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের কাঠামো সম্মেলনের আওতায় বিশ্বের ১২ দিনের বার্ষিক জলবায়ু সম্মেলন, সিওপি ২৫ শুরু হয়েছিল।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট মাদ্রিদ টরেজোন বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৯ টায় যাত্রা করেছে (স্থানীয় সময়)।
বিশ্ববন্দী সংস্থায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে তাকে দেখেন।

বুধবার সকাল সাড়ে বারোটায় (বিএসটি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের কথা রয়েছে।

এর আগে রবিবার প্রধানমন্ত্রী মাদ্রিদে গিয়ে সিওপি ২৫ এর উদ্বোধন ও অন্যান্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
জলবায়ু সম্মেলনের সময় শেখ হাসিনা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এবং স্পেনীয় রাষ্ট্রপতি পেদ্রো সানচেজের সাথে বৈঠক করেছেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী মাদ্রিদে একটি সম্প্রদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।


This post first appeared on NewsInside - Notícias E Tutoriais Da Cena Homebrew Handheld E Console, please read the originial post: here

Share the post

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রিদ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন

×

Subscribe to Newsinside - Notícias E Tutoriais Da Cena Homebrew Handheld E Console

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×