Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ফেসবুকের কারণে যেভাবে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিল

ট্রাম্পকে জেতায় সাহায্য করা ফেসবুক   

এখনকার সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হলো ইরান-আমেরিকা যুদ্ধ। আর এই যুদ্ধের একটি মূখ্য ভূমিকা পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট হিসেবে কতোটা যোগ্য তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মাঝেই। তিনি কিভাবে প্রেসিডেন্ট হিসেবে অধিক ভোট পেয়েছিলেন তা নিয়ে গুজব রটেছিল অনেক। কেউ দাবি করেছিল চিটিং, আবার কেউ দাবি করেছিল রাশিয়ান হ্যাকার। তবে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পেছনের মূল কারণ প্রকাশ পেয়ে কলঙ্কিত হয় ফেসবুক। সেটি নিয়েই আজকে লিখছি।

অনেকের মনেই প্রশ্ন উঠবে- "ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে ২বছর আগে, এখন এটি নিয়ে পোস্টের কি আছে?"

আসলে এই ২বছর পরেও ট্রাম্পের ও ফেসবুকের কলঙ্কারির তথ্যটি কোথাও বিস্তারিত আকারে নেই। কেউ কোথাও প্রযুক্তিগতভাবে বলেনি আসলে কিভাবে ফেসবুক ব্যবহার করে ট্রাম্প জিতেছিল। তাই আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে লিখছি প্রতিটি ধাপ যা ব্যবহার করে ট্রাম্প জিততে পেরেছিল। 

সংক্ষিপ্ত ঘটনাঃ 
আমেরিকার নির্বাচনে জেতার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং হেলারি ক্লিন্টন নানা মাধ্যমে প্রমোশন (বিজ্ঞাপন) দেন। তারা অনলাইনেও এড বা বিজ্ঞাপন দেন। তবে ডোনাল্ড ট্রাম্প ফেসবুককে প্রধান বিজ্ঞাপন মাধ্যম হিসেবে নির্বাচন করেন। তিনি অনলাইনে এড প্রদর্শনের জন্য ক্যামব্রিজ অ্যানালেটিকা নামক এড এজেন্সি ব্যবহার করেন।

মূলত এই এড এজেন্সির কারণেই ফেসবুক কলঙ্কিত হয়। কারণ তারা ফেসবুক ব্যবহারকারীদের গোপন তথ্যকে ফেসবুকে এড প্রদর্শনের জন্য ব্যবহার করে। যেটিই ট্রাম্পকে জেতাতে সাহায্য করে।

ফেসবুক এড কি?



ফেসবুক এড হলো ফেসবুকের একটি এড প্লাটফর্ম যেটি অনেকটা গুগল এডসেন্স এর অনুরূপ। এই প্লাটফর্মে ফেসবুকে থাকা কোন প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে কোন পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে।

ক্যামব্রিজ অ্যানালেটিকা কিভাবে ফেসবুক এড ব্যবহার করেছিল?



ফেসবুক এডের একটি ফিচার বা সুবিধা হলো অডিয়েন্স টার্গেটিং। কোনো প্রতিষ্ঠান কোন কোন ফেসবুক  ব্যবহারকারিদের মাঝে তাদের বিজ্ঞাপন প্রদর্শন করতে চায় তা এই অপশন ব্যবহার করে নির্বাচন করতে পারে। এটির মাঝে অডিয়েন্স(যারা বিজ্ঞাপন দেখবে) এর অবস্থান, বয়স, পছন্দ সিলেক্ট করে নির্দিষ্ট অডিয়েন্সের মাঝে এড প্রদর্শন করা যায়। 

ক্যামব্রিজ অ্যানালেটিকা কিভাবে ফেসবুক ব্যবহারকারীদের ডাটা লিক করেছিল?



ক্যামব্রিজ অ্যানালেটিকার একজন রাশিয়ান-আমেরিকান রিসার্চার আলেক্সান্ডার কোগান একটি ফেসবুক এপ তৈরি করেছিল। এপটি মূলত একটি কুইজ এপ ছিল।

আজও অনেককে এই ধরনের এপ ব্যবহার করতে দেখা যায়। যেমনঃ আপনি কোন অভিনেতার মতো দেখতে? বা আপনার কয়টি গার্লফ্রেন্ড হবে? ইত্যাদি ইত্যাদি।

যাহোক, কোগানের এপটি ঠিক এরকমই ছিল। এই এপটির সাহায্যে ফেসবুকের মাঝে একটি বাগ খুঁজে পায় ক্যামব্রিজ অ্যানালেটিকা। সেই বাগের কারণে যারা কুইজ এপটি ব্যবহার করে তাদের তথ্য ফাঁস হওয়ার পাশাপাশি তাদের বন্ধুদের গোপন তথ্যও ফাঁস হয়ে যায়।

এই কুইজ এপটি প্রায় ২,৭০,০০০জন ব্যবহারকারি ব্যবহার করে। আর তাদের বন্ধুদের নিয়ে মোট ৮,৭০,০০০০০জন ব্যবহারকারির গোপন তথ্য ফাঁস হয়।

এই বিশাল তথ্যকেই কাজে লাগায় ক্যামব্রিজ অ্যানালেটিকা। এটি ছিল ফেসবুকের একটি সবচেয়ে বড় ডাটা লিক।

এই ডাটা থাকার কারণেই ক্যামব্রিজ অ্যানালেটিকা সঠিকভাবে এড প্রদর্শন করতে পারে। আর এভাবেই এটি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে লোকজনের ব্রেইন ওয়াশ করে।





This post first appeared on TechneSiyam, please read the originial post: here

Share the post

ফেসবুকের কারণে যেভাবে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিল

×

Subscribe to Technesiyam

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×