Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Amar Chintaa - তিস্তা চুক্তি এ বছরেই, হাসিনার মেয়েকে বার্তা সনিয়া-প্রণবের

য়াদিল্লি এসে সোমবার ইউপিএ-র চেয়ারপার্সন সনিয়া গাঁধী ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনার কন্যা পুতুল। সনিয়া তাঁকে আবারও বলেন, তিস্তা চুক্তি করতে বদ্ধপরিকর ইউপিএ সরকার। নানা কারণে ঢাকাকে দেওয়া প্রতিশ্রুতি রাখা যায়নি। কিন্তু আর বিলম্ব না করে কয়েক মাসের মধ্যেই ভারত সরকার এই চুক্তি সম্পাদন করতে চায়। প্রণববাবুও পুতুলকে একই আশ্বাস দিয়েছেন বলে রাষ্ট্রপতি ভবন সূত্রের খবর।চলতি মাসেই ঢাকা যাবেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। তার পর মার্চে রাষ্ট্রপতি প্রণববাবুরও সে দেশে যাওয়ার কথা। এই দুই সফরের পরে ভারত সফরে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, তখনই তিস্তার জল বণ্টন নিয়ে দু’দেশের মধ্যে এই অতি গুরুত্বপূর্ণ চুক্তিটি করে ফেলার চেষ্টা চলছে। তবে, জল বণ্টনের পরিমাণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে হেতু এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি, তাই চুক্তি পত্রে এই বিষয়টি উহ্য রাখা হবে। বিদেশ মন্ত্রকের এক কর্তার কথায়, গঙ্গা চুক্তির সময়েও জলের পরিমাণের বিষয়টি পরে আলোচনার মাধ্যমে ঠিক হয়েছিল। সুতরাং তিস্তার ক্ষেত্রেও বিষয়টি নিয়ে পরে আলোচনা সম্ভব। মন্ত্রকের বক্তব্য, চুক্তিটি নিয়ে টালবাহানা চললে বাংলাদেশে কিছু ভারত-বিরোধী শক্তি নানা ধরনের অপপ্রচার করতে পারে। শেখ হাসিনার সরকারও তাতে বিপাকে পড়তে পারে। তাই কেন্দ্রের প্রধান লক্ষ্য তিস্তা চুক্তিটি সেরে ফেলা।
তিস্তা চুক্তি রূপায়ণে প্রধান অন্তরায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি। প্রধানমন্ত্রী ঢাকায় গিয়ে চুক্তি করতে গিয়েও শেষ মুহূর্তে মমতার আপত্তিতে পিছিয়ে আসেন। তিস্তা চুক্তি যখন কেন্দ্রীয় মন্ত্রিসভার আলোচ্যসূচিতে ওঠে, প্রণব মুখোপাধ্যায় তখন অর্থমন্ত্রী। তৃণমূল তখনও ইউপিএ-র অন্যতম প্রধান শরিক। তাদের বিরোধিতায় সে সময়ে মন্ত্রিসভায় ওই চুক্তি পাশ করানো যায়নি। কিন্তু তৃণমূল এখন ইউপিএ-র বাইরে। ঢাকা বরাবর দিল্লির উপর চাপ সৃষ্টি করে চলেছে, যাতে প্রতিশ্রুতি রেখে মনমোহন সরকার অবিলম্বে তিস্তা চুক্তিটি সম্পাদন করে। এ বছরের শেষ দিকে বাংলাদেশে নির্বাচন। পরের বছরের মাঝামাঝি ভারতে লোকসভা নির্বাচন। বিদেশ সচিব রঞ্জন মাথাই সম্প্রতি ঢাকা ঘুরে এসেছেন। বাংলাদেশের প্রশাসনিক কর্তাদের সূত্রে খবর, মাথাইও তাঁদের আশ্বাস দিয়ে এসেছেন, কয়েক মাসের মধ্যেই তিস্তা চুক্তিটি হয়ে যাবে।

For More Details Bangla BLog
http://feeds.feedburner.com/blogspot/UFxEh?format=xml


This post first appeared on World Politics, please read the originial post: here

Share the post

Amar Chintaa - তিস্তা চুক্তি এ বছরেই, হাসিনার মেয়েকে বার্তা সনিয়া-প্রণবের

×

Subscribe to World Politics

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×