Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

চাঁদপুরে ২ টাকায় মিলছে ডাক্তারি চিকিৎসা ও ঔষধ

বর্তমান সময়ে চিকিৎসার ব্যায় যেখানে গরীব-অসহায় মানুষদের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেখানে মাত্র ২ টাকার বিনিময়ে মিলছে ডাক্তারি চিকিৎসা সেবা। শুধু ডাক্তারের চিকিৎসাসেবাই নয়, বিনা মুল্যে পাওয়া যায় সকল প্রকার ঔষধও।

১০১ বছর ধরে চাঁদপুর শহরের পুরাণবাজার পৌর দাতব্য চিকিৎস্যালয়ে দেয়া হচ্ছে এ স্বাস্থ্য সেবা। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩ জন স্বাস্থ্য সহকারি চিকিৎসক এখানে রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেন। ২ টাকার টিকেটের বিনিময়ে প্রাথমিক চিকিৎসা ও ঔষদ পেয়ে খুশি অসহায় রোগীরাও।

১ আগস্ট সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে বিভিন্ন বয়সের রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। আগত রোগীদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি। রোগীদের কয়েকজন স্বজন জানান, বাহিরে বেসরকারি মেডিকেলে চিকিৎসা নিতে গেলে অনেক টাকা ফি দিতে হয় ডাক্তারকে। এরপর বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা খরচ তো রয়েছেই। কিন্তু এখানে ২ টাকা টিকেটের বিনিময়ে চিকিৎসার পাশাপশি ওষুধও দেওয়া হচ্ছে। এমন সুবিধার কারণে আমাদের মত গরিব রোগীদের বাহিরে যেতে হচ্ছে না।

মেঘনার পশ্চিমের চর এলাকা থেকে আগত সুফিয়া বেগম চাঁদপুর টাইমসকে বলেন, তিনি বহুদিন ধরে বাতের অসুখে ভুগছেন। অনেক টাকা পয়সা খরচ করেছেন। এখানে ২ টাকায় যে ইনজেকশন দেয়া হয়েছে, তাতে তিনি সুস্থ্য আছেন। এরপর থেকে তিনি যে কোন সমস্যায় এই দাতব্য চিকিৎসালয়ে ছুটে আসেন।

ইকবাল হোসেন ও শাহিন নামে আরো ২ জন রুগী বলেন, আমরা চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের মত অসহায় রোগীদের জন্য তারা ২ টাকার বিনিময়ে চিকিৎসা ব্যবস্থা করেছেন। আমাদেরকে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। এখানকার ডাক্তাররা খুবই আন্তরিক। আমরা পৌরসভার মেয়র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।

অন্যান্য রোগীরা জানান, পুরানবাজার দাতব্য চিকিৎসালয়ে একটা সময় অপারেশনও করা হতো। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সেটি বন্ধ রয়েছে। তারা কতৃপক্ষের কাছে দাবি করেন, এখানে যেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। তাহলে তারা আরো বেশি সেবা পাবেন।

দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ বেলায়েত হোসেন রাজু চাঁদপুর টাইমসকে জানান, এখানে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী চিকিৎসা সেবা নেন। আমাদের বর্তমান মেয়র এই চিকিৎসা কেন্দ্রটি নিয়ে খুবই আন্তরিক। তিনি দায়িত্ব নেওয়ার পরেই একসাথে লক্ষাধিক টাকার ঔষধ দিয়েছেন। পৌর এলাকাসহ চরাঞ্চলের রোগীরা বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আসেন। আমারা আমাদের সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করি।

দায়িত্বরত চিকিৎসক মোশারফ হোসেন ও বিপ্লব রায় চাঁদপুর টাইমসকে বলেন, এখানে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগী গরিব এবং অসহায়। ২ টাকার টিকেটের বিনিময়ে তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। বড় এবং জটিল রোগীদেরকে চাঁদপুর সরকারি হাসপাতালের রেফার করা হয়।

তারা আরো জানান, এখানে বিশেষত যে চিকিৎসাটি দেয়া হয়, সেটি হলো বাতের ইনজেকশন। যেটি চাঁদপুরে আর কোথাও পাওয়া যায় না। এখানে কাজ করে আমরা আত্মতৃপ্তি পাই। কারণ এখানে আমরা প্রকৃত অর্থে রোগীদেরকে সেবা দিতে পারি।

চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটা মানুষের খাদ্য, শিক্ষা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের চাঁদপুর সদর আসনের সাংসদ ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলের নির্দেশ এবং দিক নির্দেশনায় পুরানবাজার দাতব্য চিকিৎসালয়ে অসহায় মানুষদের চিকিৎসা সেবা চলমান রয়েছে। রোগীদের সকল প্রকার ঔষদ ফ্রি দেয়া হয়।একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিষয়ে আমরা মেয়র মহোদয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবো।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯২০ সালে বৃটিশ শাসনামলে পুরাণবাজারের সাবেক ফায়ারসার্ভিস এলাকায় নির্মাণ করা হয় এ চিকিৎসালয়টি। বর্তমানে এই ভবনটির বয়স ১০১ বছর। বিট্রিশ সরকার, পূর্ব পাকিস্তান সরকার এবং বর্তমানে বাংলাদেশ সরকার- এই তিনটি রাষ্ট্রিয় শাসনামল ধরে এখানে অসহায় রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। ৫ পয়সা থেকে বর্তমানে টিকেটের মূল্য ২টাকা হয়েছে।

এই চিকিৎসালয়ে দায়িত্ব পালন করেছেন চাঁদপুরের সুনামধন্য চিকিৎসক ডাক্তার মিনহাজ উদ্দিন, ডাক্তার আব্দুল হাই। এছাড়াও পরবর্তীকালে ডাক্তান জাহাঙ্গীর আলম, ডাক্তার আশ্রাফ আহমেদ চৌধুরী, ডাক্তার এইচএম তাহের দায়িত্ব পালন করেছেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১ আগস্ট ২০২২



This post first appeared on ChandpurTimes, please read the originial post: here

Share the post

চাঁদপুরে ২ টাকায় মিলছে ডাক্তারি চিকিৎসা ও ঔষধ

×

Subscribe to Chandpurtimes

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×