Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

কৃষকের চাহিদা মেটাতে সকল ব্যবস্থা নিয়েছে সরকার : মতলবে ত্রাণমন্ত্রী

অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এ শ্লোগানে সামনে রেখে সারা দেশের ন্যায় মতলব উত্তর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ১০ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা-২০১৮ উদ্বোধন হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের চাহিদা মেটাতে সকল ব্যবস্থা নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকার ভতুর্কিসহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশে ফলদ ও বনজ গাছ লাগানোর জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ মন্ত্রী মায়া চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আপনার প্রতি বছর অন্তত তিনধরনের তিনটি গাছ লাগাবেন। তিনটি গাছ লাগালে আপনাদের এবং দেশবাসী উপকৃত হবে। আজ একটি বৃক্ষ রোপন করুন আগামী বিশ বছর পরে ওই গাছটি আপনাদের সন্তানের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। এসময় তিনি আগত সকলকে বৃক্ষ রোপনের অনুরোধ জানান।

তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। কৃষি ক্ষেত্রে অসামন্য সাফর‌্য আসে। তাই দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

ত্রাণমন্ত্রী বলেন,আ’লীগ উন্নয়নে বিশ^াসী বলেই জনগন আওয়ামীলীগের সাথেই রয়েছে। জনগন উন্নয়নের পক্ষে,তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনগন আবারো আওয়ামীলীগকে ভোট দিবে। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতির জনকের কন্যা শেখ হাসিনা রাজনীতি করেন জনগনের কল্যানের জন্য। শেখ হাসিনার পক্ষ্যেই উন্নয়ন সম্ভব বলে জনগন একাদশ সংসদ নির্বাচনে আ’লীগকে রায় দিবে। জনগন যেহেতু আওয়ামীলীগের সাথে রয়েছে, তাই যতই জোট করুক,কোনো জোটই আ’লীগকে রুখতে পারবেনা।

এবারের মেলার প্রতিপাদ্য বিষয় ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্র- ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’। এ স্লোগানকে সামনে রেখে এবারের ফলদ বৃক্ষ মেলা ০১-১০ জুলাই ১০ দিন ব্যাপী আয়োজন করা হয়েছে। মেলার আয়োজকরা কৃষকদের বেশী করে দেশী ফলের চারা লাগানো জন্য পরামর্শ দেন। মেলায় ১২ টি স্টল নিয়ে মেলা শুরু হয়েছে।

মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা উঠেছে। উন্নতমানের দেশী উঁচু জাতের আম, পেয়ারা, জামবুরা, লেবু, ডালিম, করমচা, লটকন, আতা, লিচু’সহ প্রায় ৫০-৬০ জাতের ফল গাছের চারা দেখা যায়। এর আগে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন মন্ত্রী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড.রুহুল আমিন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, মতলব উত্তর থানার ওসি মো. কবির হোসেন, ওসি তদন্ত মোঃ আলমগীর হোসেন, ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি হাজ¦ী মনির হোসেন বেপারী,

সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, আ’লীগ নেতা বোরহান উদ্দিন মিয়া, কাজী মিজানুর রহমান, মোঃ আনিসুল হক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ,কলাকান্দা ইউপি চেয়ারম্যান আঃ ছোবান সরকার সুভা, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণকারী কর্মকর্তা এসএম সৈয়দ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন,

ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, পৌর আ’লীগ নেতা আল-মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ রুহুল আমিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান, ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, উপজেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম প্রধান, ছেংগারচর পৌর কাউন্সিলর, শাহাদাত হোসেন খোকন ঢালী, আঃ সালাম খান, মোঃ বোরহান উদ্দিন প্রধান, আঃ মান্নান বেপারী, মোঃ আহসান হাবীব, ছেংগারচর পৌর আ’লীগ নেতা মোঃ খোকন প্রধান, মোঃ জাহাঙ্গীর আলম ভুইয়া, মোবারক হোসেন মুফতি,

মোঃ শাহ আলম প্রধান, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভুলু, ছেংগারচর পৌর যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান বেপারী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব আলম বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি কামরুল হাসান মামুন,উপজেলা নৌযান শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী,উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি শিবলী ইমরান জুয়েল,

সাধারণ সম্পাদক খোরশেদ আলম অপু, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাহিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ অলিউল্যাহ অলি, যুবলীগ নেতা খোরশেদ আলম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ তোফায়েল সরকার, সাধারণ সম্পাদক আল-ইমরান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, মোঃ মারফত আলী মজুমদার, বাদল ঢালী, সোহেল ঢালী, লিটন ঢালী প্রমুখ।

প্রসঙ্গত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি মহোদয় মেলা পরিদর্শণ করে সন্তোষ প্রকাশ করেন। কৃষিক্ষেত্র উন্নয়ন এবং ব্যপক সাফল্য দেখে মতলব উত্তর উপজেলা কৃষি অফিসারকে তিনি সাধুবাদ জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদে গাছের চারা বিতরণ করা হয়। ফলদ ও বৃক্ষ মেলা ১লা আগষ্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল

The post কৃষকের চাহিদা মেটাতে সকল ব্যবস্থা নিয়েছে সরকার : মতলবে ত্রাণমন্ত্রী appeared first on Chandpur Times | চাঁদপুর টাইমস.



This post first appeared on ChandpurTimes, please read the originial post: here

Share the post

কৃষকের চাহিদা মেটাতে সকল ব্যবস্থা নিয়েছে সরকার : মতলবে ত্রাণমন্ত্রী

×

Subscribe to Chandpurtimes

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×