Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

চাঁদপুরে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল পুলিশ বাধা দেয়ার কারণে পণ্ড হয়ে গেছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ জুম’আ শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে চিশতিয়া জামে মসজিদের সামনে বিএনপির নেতা-কর্মীর বিক্ষোভ মিছিল করার জন্যে একত্রিত হয়। পুলিশ তাদরেকে মিছিল না করার জন্যে নিষেধ করে চলে যেতে বলে।

চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক জানান,‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করার জন্য প্রস্তুতি নিয়েছি।পুলিশ এসে আমাদেরকে বাধা দেয়ার কারণে মিছিল করা সম্ভব হয়নি। আগামীকাল (১০ ফেব্রুয়ারি) আমাদের সমাবেশে কোনো প্রকার বাধা না দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক এড.সেলিম উল্যাহ সেলিম, যুগ্ম-আহবায়ক মুনির চৌধুরী,সলিমুস্ সালাম, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের ফয়সাল গাজী বাহারসহ প্রায় ২ শতাধিক নেতা-কর্মী।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ বলেন,‘বিএনপি বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিয়েছে। শহরের শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য আমরা বিএনপিকে বিক্ষোভ মিছিল করতে দেই নি।’

মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১:০৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ

The post চাঁদপুরে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড appeared first on Chandpur Times | চাঁদপুর টাইমস.This post first appeared on ChandpurTimes, please read the originial post: here

Share the post

চাঁদপুরে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

×

Subscribe to Chandpurtimes

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×