Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় লালমোহন তজুমদ্দিনে প্রতিটি ঘরে ঘরে ৮৫ ভাগ বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছি – এমপি শাওন

স্টাফ রিপোর্টারঃ

ভোলা- ৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন আজ সোমবার সকাল ১১টায় লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ডের কৃষ্ণ পুরা বাড়ীর নব নির্মিত সড়ক আরসিসি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্ধোধন শেষে এক উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তবে বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখনই ভোলা সহ সাড়া দেশে বর্তমান প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে উন্নয়ন হয়। বিগত জোট সরকারের আমলে লালমোহন তজুমদ্দিনে তেমন কোন উন্নয়ন হয়নি। সাবেক পানিসম্পদ মন্ত্রী এই দুই উপজেলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পারেনি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ভোলা জেলায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙ্গন রোধে ২২ শত কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। লালমোহনে নদী ভাঙ্গন রোধে ১৩৮ কোটি টাকার বরাদ্ধ পেয়ে কাজ হয়েছে। বর্তমানে আরো ৬ শত কোটি টাকা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াধীন। আমি এমপি হওয়ার পূর্বে ওয়াদা করেছি লালমোহন তজুমদ্দিনে প্রতিটি পরিবারকে শতভাগ বিদ্যুৎতে রূপান্তর করব। মাননীয় প্রধান মন্ত্রীর সহযোগিতায় লালমোহন তজুমদ্দিনে ৮৫ ভাগ বিদ্যুৎ পৌছাতে সক্ষম হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রতিটি পরিবারের মাঝে শতভাগ বিদ্যুৎ পৌছাতে সক্ষম হব। এই সরকারের আমলে লালমোহন পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে। লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মানুষ সাকো দিয়ে বাড়ীতে যেত হত। সেই সকল জায়গায় ব্রিজ, পাকা রাস্তা, ড্রেন নির্মাণ ও বিদ্যুৎ সহ সকল প্রকার নাগরিক সুবিধা দিয়েছি। লালমোহন ছিল সন্ত্রাসের রাজ্য ব্যবসায়িরা ব্যবসা করতে গিয়ে বিএনপির ক্যাডারদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়েছিল। আর আমি এমপি হওয়ার পর লালমোহন বাজারে বনভোজন কার্ড সহ সকল চাঁদা বাজি বন্ধ করে দিয়েছি। ব্যবসায়িরা সুন্দর ভাবে বাজারে ব্যবসা করে যাচ্ছে। কিছুদিন পূর্বে লালমোহন পৌরসভায় ২৩ কোটি টাকা বরাদ্ধ এনে লালমোহন বাজারের উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। লালমোহন লঞ্চঘাট থেকে ৯নং ওয়ার্ডে সংযোগ ব্রিজের কাজ চলছে। থানা মোড়ে ড্রেন নির্মানের কাজ চলমান। সেখানে একটি কিচেন মার্কেট নির্মান করা হবে। উত্তর বাজার ব্রিজ নির্মাণ করা হবে। লালমোহন বাজারের বিভিন্ন সড়ক উন্নয়নের কাজ চলমান। কলেজ মাঠে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক নির্মাণ, লালমোহন থানাকে একটি আধুনিক পঞ্চম তালা ভবন নির্মান, লাঙ্গলখালী উপজেলা ও প্রশাসনিক পাচ তালা ভবন নির্মান লাঙ্গলখালী ব্রিজ নির্মান সহ আওয়ামীলীগ সরকারের আমলে অসংখ উন্নয়ন। এসময় তিনি আরো বলেন, ভোলায় আরো একটি গ্যাস কুপের সন্ধান পাওয়াগেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ শত ইকোনমিক জোনের মধ্যে ভোলাকেও রেখেছেন। আগামী দিনে ভোলা জেলায় বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠবে। আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে তৃতীয় বারের মত ক্ষমতায় আনতে হবে। বিগত দিনে মেজর হাফিজ শূর্ণ মঠে বার বার এমপি হয়েছে। এখন আর সেই দিন নেই। আগামী নির্বাচনে লালমোহন তজুমদ্দিনের মানুষ জামানত হারিয়ে তাকে ঢাকার বনানীতে পাঠাবে। এসময় আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বীরমুক্তি যোদ্ধা গিয়াস উদ্দিন আহাম্মেদ, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলামা তুহিন, লালমোহন পৌরসাভা আওয়ামীলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ সফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সোহেল পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনম শাহাজামাল দুলাল, কাউনসিলর হেলাউদ্দিন। উঠান বৈঠকের আয়োজন করেন লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন লালমোহন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ মোস্তফা মিয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলী আহাম্মেদ, কাউনসিলর যুবলীগ সভাপতি ইমাম হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান মাসুম, পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগ নেতা রুবেল ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জসিম ফরাজি, নুর হোসেন পিফলু যুগ্ন সাধারণ সম্পাদক পৌরসভা ৪নং ওয়ার্ড, পৌরছাত্রলীগ আহব্বায়ক মুরতুজা সজীব, পৌরছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের বীন কুদ্দুছ সহ প্রমুখ।



This post first appeared on Amr Bangla - 24/7 Online News Portal, please read the originial post: here

Share the post

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় লালমোহন তজুমদ্দিনে প্রতিটি ঘরে ঘরে ৮৫ ভাগ বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছি – এমপি শাওন

×

Subscribe to Amr Bangla - 24/7 Online News Portal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×