পরিচয়পত্র না দেখানোয় সাতক্ষীরায় ইনজামুল ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছেন বিজিবি সদস্যরা।গতকাল শুক্রবার দুপুরের দিকে সাতক্ষীরা জেলারায় ভোমরা এ ঘটনা ঘটে।
Related Articles
পুলিশ সদস্য ইনজামুল ইসলাম খুলনা জেলার তেরখাদা থানায় কর্তব্যরত ও ভোমরা এলাকার গয়েশপুর এলাকার বাসিন্দা।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন জানান, ভোমরা জাহাঙ্গীর মার্কেটের সামনে পুলিশ সদস্য ইনজামুল ইসলামকে মারপিট করেন বিজিবি ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার হায়দার, এসএস কাফি খানসহ অজ্ঞাত ৪/৫ জন বিজিবি সদস্য।
মারপিটের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রথমে বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চাইলে ইনজামুল ইসলাম পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় বিজিবি সদস্যরা পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখাতে না চাইলে তখন তারা মারপিট শুরু করেন।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বলেন, আহত পুলিশ সদস্য ইনজামুল ইসলামকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা-৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ভুল বোঝাবুঝির এক পর্যায়ে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা নেয়া হবে।
This post first appeared on Amr Bangla - 24/7 Online News Portal, please read the originial post: here