Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম

গত সপ্তাহ অর্থাৎ ঈদের পরের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে। গত সপ্তাহে তুলনায় প্রতি কেজি বেগুন ২০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৮০ টাকা, শসা ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ১০ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

করলা কেজিপ্রতি ৫০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা, শিম ২০ টাকা বেড়ে ১২০ টাকা, ঝিঙা ৫০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুর লতি ১০ টাকা ৫০ টাকা, টমেটো ১০০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৫০ টাকা, গাজর ৬০, কাঁকরোল ৫০ টাকা, পুঁইশাক প্রতি আটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ২৫ টাকা। এ ছাড়া ধনেপাতা আঁটি ১০ থেকে ১৫ টাকা। আলু ২৫ টাকা কেজি।

এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজিপ্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ২৫ টাকা কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ টাকা, দেশি মুরগি ১৫০ থেকে ৩৫০ টাকা পিস। লেয়ার মুরগি ২২০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকার ভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।



This post first appeared on Amr Bangla - 24/7 Online News Portal, please read the originial post: here

Share the post

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম

×

Subscribe to Amr Bangla - 24/7 Online News Portal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×