Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

আগামী নির্বাচনে ঢাকায় বিএনপির প্রার্থী যারা

Tags: agravebrvbar

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার নির্বাচনী আসনগুলোতে পাল্টে যেতে পারে বিএনপির মনোনীত প্রার্থীদের তালিকা। বিগত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের যোগ্যতা ও দুর্বলতাকে বিবেচনা করে এসব প্রার্থী বদল হবে বলে জানা গেছে। এছাড়া অনেক নেতার মৃত্যু ও নিষ্ক্রিয়তার কারনেও জনপ্রিয় নতুন প্রার্থীদেরকে দেখা যাবে আগামী নির্বাচনে।

জানা গেছে, রাজধানী ঢাকা জেলার ২০টি আসনের অন্তত দশটি আসনে প্রার্থী পরিবর্তন করবে বিএনপি। দলের এ অবস্থান বুঝতে পেরে এ সকল আসনে মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে এলাকাভিত্তিক গণসংযোগ এবং নেতাকর্মীদের নিয়ে দলীয় কর্মসূচি পালন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এর পাশাপাশি দলের নীতিনির্ধারকদের সাথে যোগাযোগ বৃদ্ধি করে গুলশান অফিস ও নয়াপল্টন অফিসে যাতায়াত বাড়িয়ে দিয়েছেন। ব্যবহার করছেন ফেসবুক, টুইটারসহ যোগাযোগের সকল মাধ্যম। আর এসব মাধ্যমে আগামী নির্বাচনে নিজের প্রার্থীতার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা।

জানা গেছে, সমগ্র ঢাকা জেলার ৪৯টি থানাকে ২০টি আসনে ভাগ করা হয়েছে। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে আসন নং ১৭৪ থেকে ১৯৩ পর্যন্ত আসনগুলো ঢাকা জেলার নির্বাচনী এলাকা।

এর মধ্যে সম্ভাব্য পরিবর্তনের তালিকায় রয়েছে ঢাকা-৪ (শ্যামপুর), ঢাকা-৮ (মতিঝিল), ঢাকা-৯ (সবুজবাগ), ঢাকা-১০ (ধানমন্ডি), ঢাকা-১১ (বাড্ডা), ঢাকা-১২ (তেজগাঁও), ঢাকা-১৩ (মোহাম্মদপুর), ঢাকা-১৫ (মিরপুর), ঢাকা-১৬ (পল্লবী) ও ঢাকা-১৮ (উত্তরা)।

ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ): সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসন থেকে মনোনয়ন পেতে পারেন। তবে তার চিরপ্রতিদ্বন্দ্বি নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশরাফও মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

ঢাকা-২ (কেরানীগঞ্জ-কামরাঙ্গীচর): চেয়ারম্যানের উপদেষ্টা আমান উল্লাহ আমান এবারও এই আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়বেন বলে তার অনুসারীরা জানান। তবে কোন কারণে তাকে দেওয়া না হেল কামরাঙ্গীচর থানা বিএনপির সভাপতি মনির হোসেন রয়েছেন এ তালিকায়।

ঢাকা-৩ (কেরানীগঞ্জ): বিএনপির স্থাযী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও তার মেয়ে বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্না রায়।

ঢাকা-৪ (শ্যামপুর): এই আসনে গত নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন মুন্সীগঞ্জের সাবেক এমপি আবদুল হাই। আগামী নির্বাচনে তিনি আবারও মুন্সীগঞ্জ থেকেই মনোনয়ন পেতে পারেন। অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ এর ছেলে তানভির আহমেদ রবিন এই এলাকায় সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি নিজের অবস্থানকেও মজবুত করেছেন। সেই হিসেবে তার মনোনয়ন অনেকটা নিশ্চিত।
ঢাকা-৫-(ডেমরা-যাত্রাবাড়ী): আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ করার কথা রয়েছে। তা সম্ভব না হলে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ এ আসন থেকে মনোনয়ন নিয়ে লড়বেন।

ঢাকা ৬- (সুত্রাপুর-কোতয়ালী): বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এই আসন থেকে লড়েন। কিন্তু মামলা ও অসুস্থতার কারণে তিনি দেশে ফিরতে না পারলে তার ছেলে ইশরাক হোসেন মনোনয়ন চাইবেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারন সম্পাদক কাজী আবুল বাশার মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

ঢাকা-৭ (লালবাগ): এই আসনে প্রার্থী হয়েছিলেন প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। বিগত ওয়ান-ইলেভেনের পর তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে মৃত্যু পর্যন্ত তিনি জেলে ছিলেন। এ্ আসনে তার সহধর্মীনি ও ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি নাসিমা আক্তার কল্পনা মনোনয়ন চাইবেন। এর বাইরে ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোশারফ হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

ঢাকা-৮ (মতিঝিল): এই আসন থেকে বরাবরই অংশ নিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারাগারে থাকার কারণে গত নির্বাচনে অংশ নিতে না পারায় ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুন্নবী খান সোহেলকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু এ আসনটি মির্জা অাব্বাসের থাকায় আগামী নির্বাচনে তিনি এখান থেকে মনোনয়ন আশা করছেন। ফলে হাবিবুন্নবী খান সোহেল নিজেও আর এতে তেমন আগ্রহী নন। এলাকায়ও যাচ্ছেন না নির্বাচনের পর থেকেই।

ঢাকা-৯ (সবুজবাগ): আসন থেকে গত নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। এ আসনে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর বিপরীতে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবিবউন নবি খান সোহেল অথবা শিরীন সুলতানাকেই দেখা যাবে। তবে মির্জা আব্বাস তার সহধর্মিনী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের জন্য মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

ঢাকা-১০ (ধানমন্ডি): এই আসনে আসনে প্রার্থী হয়েছিলেন সাবেক এমপি ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমদ। তার অবর্তমানে আগামী নির্বাচনে ধানমন্ডির মতো একটি গুরুত্বপূর্ণ আসনে এলাকার জনপ্রিয় নেতা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শেখ রবিউল আলম কাজ করছেন। বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে সম্পৃক্ততার কারণে তাকে এখন প্রত্যেকদিনই আদালত পাড়া দিয়ে দিনের কর্মসূচি শুরু করতে হয়। নেতাকর্মীবান্ধব এ নেতা আগামীতে এ এলাকায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে তৃণমূলের বিশ্বাস। অন্যদিকে দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমও রয়েছেন মনোনয়ন প্রত্যাশী তালিকায়।

কিন্তু নিজ এলাকার শ্রমিক দল নেতা হত্যাকাণ্ডের সাথে তার নাম জড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত তাকে পিছুটান দিতে হতে পারে। মনোনয়ন প্রত্যাশী তালিকায় আরো রয়েছেন সাবেক কমিশনার আবদুল লতিফ। এছাড়া এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদার বড় বোন বিন্দুর প্রার্থীতা নিয়েও গুঞ্জন রয়েছে।

ঢাকা-১১ (বাড্ডা): এই আসন থেকে প্রতিদ্বন্দিতা করেছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুম। ওয়ান-ইলেভেনের পর প্রার্থী সংকটের কারণে তড়িঘড়ি করে তাকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। আগামী নির্বাচনেও তিনি এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তিনি।

ঢাকা-১২ (তেজগাঁও): এই আসনে ব্যবসায়ী সাহাবুদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এ আসনের সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আলহাজ মোসাদ্দেক আলী ফালু। কিন্তু রাজনীতি থেকে তিনি অনেকটা নিস্ক্রিয় থাকার কারণে আগামীতে এ আসন থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ও এই এলাকার জনপ্রিয় নিতা সাইফুল ইসলাম নীরবের মনোনয়ন পাওয়া অনেকটাই নিশ্চিত। এর অংশ হিসেবে তিনি এলাকায় কাজও শুরু করেছেন। তার বিরুদ্ধে ২১৬টি মামলা রয়েছে। এছাড়া কর্মীবান্ধব হওয়ার কারণে নেতাকর্মীদের মাঝে তিনি আলাদা ইমেজ তৈরি করে নিয়েছেন।

ঢাকা-১৩ (মোহাম্মদপুর): এই আসনে বর্তমান এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মতো জনপ্রিয় ও প্রভাবশালী নেতার বিপরীতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কুলিয়ে উঠতে পারছেন না। এছাড়া এলাকার নেতাকর্মীদের সাথে তার দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতা এবং স্থানীয় ইজমের কারণে এ আসনে পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুস সালামকে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।

ঢাকা-১৫ (মিরপুর): উইং কমান্ডার (অব.) হামিদুল্লাহ খানের মৃত্যুতে এ আসনটিতে বিএনপির প্রার্থীতা শূন্য রয়েছে। তবে এ আসনে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান একক প্রার্থী হিসেবে সুবিধাজনক স্থানে রয়েছেন। দলের হাইকমান্ডও তাকে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

ওয়ান ইলেভেন পর থেকে সকল আন্দোলন আর রাজপথে অমানবিক নির্যাতনের শিকার এই নেতা এলাকার সাধারণ মানুষের একটি সহানুভূতি পেয়ে আসছেন। এর পাশপাশি প্রায় তিন শতাধিক মামলায় জর্জরিত জনপ্রিয় এ নেতা এলাকায় দলের একটি শক্ত সাংগঠনিক অবস্থানও গড়ে তুলেছেন। আর তার অনুসারীরা ইতিমধ্যে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

ঢাকা-১৬ (পল্লবী): এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আগামী নির্বাচনে স্থানীয় ইজমের কারণে প্রার্থীতাও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে মহানগর উত্তর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক কমিশনার আহসান উল্লাহ হাসান, কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক রয়েছেন মনোনয়ন প্রত্যাশী তালিকায়।

ঢাকা-১৮ (উত্তরা): এই আসনটিতে বিগত নির্বাচনে প্রার্থী ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। স্থানীয় ইজমের কারণে এবার আর তিনি এ আসনে দলের মনোনয়ন পাচ্ছেন না। অন্যদিকে তিনিও তার নিজ এলাকা খুলনা জেলা থেকে নির্বাচন করার চূড়ান্ত প্রস্ততি নিচ্ছেন বলে জানা গেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বিএনপির মনোনয়নে চমক দেখা যেতে পারে। সামনে অনুষ্ঠিতব্য নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর। নব্বইয়ের তেজগাঁও কলেজের প্রভাবশালী ভিপি এরপরে মহানগর ছাত্রদলের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালনকারী এ নেতার বিরুদ্ধে ১৪৭টি মামলার খড়গ ঝুলছে।

এছাড়া ঢাকা-১৪ (কাফরুল) আসনে এসএ খালেক, ঢাকা ১৯ আসনে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, ঢাকা ২০ আসনে সাবেক প্রধানমন্ত্রী মরহুম আতাউর রহমান খানের ছেলে এলডিপি থেকে ফিরে আসা ব্যারিস্টার জিয়াউর রহমান খানসহ ওয়ান ইলেভেনে দলের দুঃসময়ে ধামরাই বিএনপির কান্ডারি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন রয়েছেন।



This post first appeared on Amr Bangla - 24/7 Online News Portal, please read the originial post: here

Share the post

আগামী নির্বাচনে ঢাকায় বিএনপির প্রার্থী যারা

×

Subscribe to Amr Bangla - 24/7 Online News Portal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×