Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

চট্টগ্রামে রক্তারক্তিতে চলছে বিএনপির সমাবেশ

দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়াতে চলছে দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশ।
বুধবার (০৩ মে) দুপুর ২টার দিকে সমাবেশেস্থলে যোগ দিতে গেলে দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনামের মিছিলে হামলা চালায় প্রতিপক্ষ জুয়েল গ্রুপ। এসময় ধাওয়া এবং ব্যাপক পিটুনি দিয়ে সভাস্থল থেকে বিতাড়িত করা হয় এনাম গ্রুপের নেতাকর্মীদের। হামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও পটিয়া বিএনপি নেতা এনামসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনাস্থলে থাকা এনএসআই’র একজন মাঠ পরিদর্শক ব্রেকিংনিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি/তদন্ত) রেজাউল করিম ব্রেকিংনিউজকে জানান, বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এক গ্রুপ অন্য গ্রুপের ওপর হামলা চালায়। সমাবেশ থেকে বিতাড়িত হয়ে এক গ্রুপ গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। গাড়ি ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে প্রতক্ষ্যদশীরা জানিয়েছে, পটিয়া সদরে হল টুডে কমিউনিটি সেন্টারে সমাবেশ শুরু হওয়ার আগে দুপুর ২টার দিকে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সমাবেশন্থলে মিছিল নিয়ে পৌঁছুলে সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান জুয়েল গ্রুপের সমর্থকরা তাদের দিকে চেয়ার ছুঁড়ে মারে। এসময় দুপক্ষের মধ্যে চেয়ার মারামারি শুরু হয়।
এক পর্যায়ে জুয়েল গ্রুপের সমর্থকরা ধাওয়া দিয়ে এনাম গ্রুপের সমর্থকদের এলাকা ছাড়া করে। এসময় এনাম গ্রুপের সমর্থকরা চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবস্থান নিয়ে অন্তত ৮ থেকে ১০টি যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায় এনামসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে।
বাইরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার হলেও ভেতরে শাহজাহান জুয়েল গ্রুপের নেতাকর্মীরা সমাবেশ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।

এর আগে গতকাল মঙ্গলবার (০২ মে) বিকেলে চট্টগ্রাম কাজীর দেউড়িতে মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে উত্তর জেলা বিএনপির কর্মী সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কর্মী সভা পণ্ড হয়ে যায়; আহত হন অন্তত ৪ ছাত্রদল কর্মী। এ সময় মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনসহ নগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।This post first appeared on Amr Bangla - 24/7 Online News Portal, please read the originial post: here

Share the post

চট্টগ্রামে রক্তারক্তিতে চলছে বিএনপির সমাবেশ

×

Subscribe to Amr Bangla - 24/7 Online News Portal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×