Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

সুকন্যা সমৃদ্ধি যোজনা কি, প্রকল্প,যোজনা – Sukanya Samriddhi Scheme

ভারতে কন্যা সন্তানদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল ও বিকশিত করার নাম ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ (Sukanya Samriddhi Yojana)। বর্তমান বিজেপি সরকারের প্রচেষ্টায় ‘বেটি বাঁচাও ও বেটি পড়াও’ যোজনার মধ্যেই রাখা হয়েছে ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ বা সুকন্যা সমৃদ্ধি প্রকল্প। শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ এর দিকে যাতে ভারতের কন্যা সন্তানেরা যেকোন প্রতিবন্ধকতা ছাড়ই এগিয়ে যেতে পারে, সে কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনা চালু করেন।সমাজে কন্যা সন্তানদের অবহেলিত হওয়ার দিন শেষ। ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ তাদের শিক্ষা ও পরবর্তী সময়ে বিবাহের কথা মাথায় রেখেই বানানো হয়েছে।

ভারতের কোনও মেয়ে যাতে পিছিয়ে না থাকে সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করার কথা ভেবেছেন। মূলত ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ যোজনারই অংশ এই সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই যোজনায় মূলত সুদ ও ট্যাক্স সম্পর্কিত লাভ প্রদান করা হবে। বিগত ২০১৪ সালের ২ ডিসেম্বর এই যোজনা প্রস্তাবিত হয়। সে বছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই যোজনার কথা ঘোষণা করেন। এরপর ২০১৫ সালের ২২ জানুয়ারি এটি চালু করা হয়। ভারতের মত দেশে বেশিরভাগ বাবা মায়েরাই তাদের কন্যা সন্তানদের অবহেলার চোখেই দেখেন। তারা কন্যা সন্তানাদের শিক্ষা কথা তো দূর ভবিষ্যত সুরক্ষিত করার কথাও সেভাবে ভাবেন না। সেকারণেই বাবা মায়েরা যাতে তার কন্যা সন্তানের শিক্ষা ও ভবিষ্যতের কথা ভাবেন তাই কেন্দ্রীয় সরকার মাতা পিতাদের তাদের মেয়েদের জন্য সঞ্চয় করার জন্য উৎসাহ প্রদান করার জন্য এই যোজনা চালু করেছে।

কন্যার জন্ম থেকে ১০ বছর বয়সের মধ্যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। কারণ কন্যার ১০ বছর বয়স পর্যন্তই তার পিতা মাতা অথবা আইনী অভিভাবক ওই অ্যাকাউন্ট দেখা শোনা করতে পারবেন। কন্যার ১০ বছর বয়সের পর থেকে তাকেই ওই অ্যাকাউন্টের জবাবদিহি করতে হবে।

সুকন্যা সমৃদ্ধি আ্যকাউন্ট কিভাবে খুলবেন ?

1. অভিভাবকদের আ্যকাউন্ট খোলার জন্য 
 এই আ্যকাউন্ট কেবলমাত্র মাতা-পিতা বা বিধিসম্মত অভিভাবকদের দ্বারা, দুটি কন্যা সন্তানের জন্য খোলা যেতে পারে। ব্যাতিক্রমী, যমজ বা ত্রয়ীর ক্ষেত্রে অনুমোদিত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে সাক্ষ্য নির্দেশপত্রের উৎপন্নের উপর তৈরি হবে।

2. বয়স যোগ্যতা 

একটি সুকন্যা সমৃ্দ্ধি আ্যকাউন্ট, কন্যা শিশুটির ১০ বছর বয়স পর্যন্ত খোলা যেতে পারে। এই প্রকল্পটি ২০১৪ সালের, ২-রা ডিসেম্বর শুরু হয়। প্রাথমিকভাবে সুবিধার জন্য এক বছরের অন্তবর্তী নির্ধারিত সময় বাড়ানোর ঘোষণা করা হয়েছে। যে সমস্ত কন্যা সন্তানের ২০০৩ সালের ২-রা ডিসেম্বর থেকে ২০০৪ সালের ১-লা ডিসেম্বরের মধ্যে জন্ম হয়েছে, তাদের জন্য ২০১৫ সালের ১-লা ডিসেম্বরে আ্যকাউন্ট খোলা যেতে পারে।

3. সুবিধাভোগীর নামে আ্যকাউন্ট

সুকন্যা সমৃদ্ধি প্রকল্পটি কেবলমাত্র কন্যা শিশুর নামেই খুলতে পারবেন। আমানতকারী (অভিভাবক) একজন আলাদা ব্যাক্তি হতে হবে, যিনি ছোট কন্যা শিশুর তরফ থেকে ওই খাতে টাকা জমা করবেন।

4. একটি কন্যার জন্য একটিই আ্যকাউন্ট

একটি কন্যা সন্তানের জন্য মাথা পিছু একটিই আ্যকাউন্ট খুলতে পারেন।

5. কোথায় আ্যকাউন্ট খুলবেন

সুকন্যা সমৃদ্ধি আ্যকাউন্ট পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংকগুলিতে খুলতে পারেন; যেমন – স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাডা ব্যাংক, অন্ধ্র ব্যাংক, ইউকো ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংক হল কয়েকটি নাম)।

আ্যকাউন্ট খোলার জন্য যে যে প্রামাণ্য নথিপত্রের প্রয়োজন?

    • কন্যা শিশুর জন্ম প্রমাণপত্র।
    • অভিভাবকের ঠিকানা এবং ছবিসহ প্রমাণ পরিচয়পত্র (প্যান্ কার্ড, ভোটার আই.ডি, আধার কার্ড)।

সুকন্যা সমৃদ্ধি যোজনা’র সুবিধা

  • বছরে ৯.১ শতাংশ হারে সুদের পরিমাণ (9.1% Interest Rate) এই প্রকল্পটি  রয়েছে। যদিও, প্রতি বছর এপ্রিল মাসে এটির সংশোধন করা হয়ে থাকবে (Rate of Interest may change every year in the month of April)।
  • সুদ বছরে যুক্ত হবে এবং আ্যকাউন্টে জমা হবে।
  • শুধু মাত্র ন্যার উচ্চশিক্ষায় ও বিয়ের জন্য অ্যাকাউন্ট থেকে জমা টাকার ৫০ শতাংশ ধার হিসেবে তুলতে পারবেন।
  • কন্যা সম্পর্কিত কারণ ছাড়া অন্য কোনও কারনে টাকা তোলা যাবে না।
  • যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন ও টাকা তুলতে পারবেন।
  • এই অ্যাকাউন্ট বন্ধ করার যেতে পারে বা অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যেতে পারে তখনই যদি যে মেয়ের নামে  অ্যাকাউন্ট তার মৃত্যু হয় অথবা প্রাণঘাতী কোনও রোগে যদি মারা যায়। তবে উপযুক্ত প্রমাণ দেখিয়ে তবেই টাকা তোলা যাবে।
  • ১৮ থেকে ২১ বছরের মধ্যে যদি কন্যার বিয়ে হয়ে যায় তাহলে এই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে।
  • ১০০০ টাকা দিয়ে খোলা যাবে এই অ্যাকাউন্ট। বাকি যাবতীয় তথ্য অ্যাকাউন্ট  খোলার সময় বলে দেওয়া হবে অফিস থেকে।

অ্যাকাউন্ট কোথায় খোলা যাবে

• সুকন্যা সমৃদ্ধি যোজনার আ্যকাউন্ট পোস্ট অফিসে খুলতে পারেন।

• অনলাইনে ফর্ম পাবেন এখানে- ফর্ম ( Click here to download account opening form from Reserver Bank of India website)

• তাছাড়া অনুমোদিত ব্যাঙ্কগুলিতে খুলতে পারেন।

• স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্কঅফ ইন্ডিয়া, কানাডা ব্যাঙ্ক, অন্ধ্রা ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং এলাহাবাদ ব্যাঙ্কে খোলা যেতে পারে।

শেষ কথা 

বন্ধুরা প্রত্যেক যোজনাই কিন্তু খুব প্রয়োজন মানুষের। তবে আমাদের দেখে নিতে হবে কোনটার কি প্রয়োজন বা আমার সেটা দরকার কিনা বা আমি সেই যোজনার আওতায় পড়ি কিনা। সরকার যখন কোনো উদ্যোগ নেয় তখন কিন্তু সব কিছুর ঘাটতি দেখেই বিচার করে। আর তারপর একটু সকারী ফর্মুলার দ্বারা সেটাকে লঘু করে জনসাধারণের জন্য। ধন্যবাদ।

The post সুকন্যা সমৃদ্ধি যোজনা কি, প্রকল্প,যোজনা – Sukanya Samriddhi Scheme appeared first on Chalo Kolkata.



This post first appeared on Chalo Kolkata, please read the originial post: here

Share the post

সুকন্যা সমৃদ্ধি যোজনা কি, প্রকল্প,যোজনা – Sukanya Samriddhi Scheme

×

Subscribe to Chalo Kolkata

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×